8th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন শহরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ‘অখিল ভারতীয় শিক্ষা সমাগম’ উদ্বোধন করেছেন?
(A) হরিদ্বার
(B) বারাণসী
(C) উজ্জয়িন
(D) অযোধ্যা
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ই জুলাই ২০২২
- -এ বারাণসীতে National Education Policy (NEP) বাস্তবায়নের জন্য ‘অখিল ভারতীয় শিক্ষা সমাগম’ উদ্বোধন করেন।
- শিক্ষা মন্ত্রণালয় ৭ থেকে ৯ই জুলাই ২০২২ অবধি শিক্ষা সমাগমের আয়োজন করছে।
২. কোন দেশ সম্প্রতি ‘Inter-governmental Committee of UNESCO’s 2003 Convention’-এ নির্বাচিত হয়েছে?
(A) তুরস্ক
(B) মিশর
(C) ভারত
(D) ইতালি
- ভারত চার বছরের জন্য (২০২২-২০২৬) Intangible Cultural Heritage (ICH) রক্ষার জন্য ইউনেস্কোর ২০০৩ কনভেনশনের আন্তঃসরকারি কমিটিতে নির্বাচিত হয়েছে।
- এই নির্বাচন ৫ থেকে ৭ই জুলাই ২০২২ পর্যন্ত প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত হয়েছিল।
- এই কমিটি ২৪ সদস্য নিয়ে গঠিত।
৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন?
(A) থেরেসা মে
(B) বরিস জনসন
(C) ক্লিমেন্ট অ্যাটলি
(D) ডেভিড ক্যামেরন
- ২০২২ সালের ৭ই জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
- নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত জনসন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
- তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মাত্র তিন বছর ছিলেন।
- তাঁর পদত্যাগের দাবিতে ৫ই জুলাই ২০২২-এ তিনজন মন্ত্রিসভার সদস্য সহ ৪০ জনেরও বেশি মন্ত্রী এবং সহযোগী মন্ত্রিসভা ছেড়ে দিলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
৪. কোন রাজ্য সরকার সম্প্রতি তার বৈদ্যুতিক যান (EV) নীতি অনুমোদন করেছে?
(A) ছত্তিশগড়
(B) বিহার
(C) গোয়া
(D) রাজস্থান
- ছত্তিশগড় মন্ত্রিসভা ৭ই জুলাই ২০২২-এ তার বৈদ্যুতিক যান (EV) নীতি অনুমোদন করেছে।
ছত্তিশগড়:
- রাজধানী: রায়পুর
- গভর্নর: অনুসুইয়া উইকে
- মুখ্যমন্ত্রী: ভূপেশ বাঘেল
৫. সম্প্রতি কোন শহরে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী রামানুজাচার্যের ‘শান্তির মূর্তি’ উন্মোচন করেছেন?
(A) শ্রীনগর
(B) অযোধ্যা
(C) ইন্দোর
(D) চেন্নাই
- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৭ই জুলাই ২০২২-এ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে স্বামী রামানুজাচার্যের ‘শান্তির মূর্তি'(Statue Of Peace) উন্মোচন করেছেন।
- রামানুজাচার্য একজন বৈদিক দার্শনিক এবং সমাজ সংস্কারক হিসেবে সম্মানিত হন।
- তিনি অন্নমাচার্য, ভক্ত রামদাস, কবির এবং মীরাবাইয়ের মতো কবিদের অনুপ্রেরণা হিসাবে বিবেচিত হন।
৬. সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম ‘Animal Health Summit’ উদ্বোধন করা হয়েছে?
(A) আহমেদাবাদ
(B) নতুন দিল্লি
(C) হায়দ্রাবাদ
(D) চেন্নাই
- কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রুপালা ৬ই জুলাই ২০২২ এ নয়াদিল্লিতে ভারতের প্রথম ‘Animal Health Summit’ এর উদ্বোধন করেন।
- এটি ‘ইন্ডিয়ান চেম্বার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার’ (ICFA) এবং ‘এগ্রিকালচার টুডে’ গ্রুপ দ্বারা সংগঠিত হয়েছিল।
৭. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ‘Wall of former chief economists’-এ ফিচার হওয়া প্রথম মহিলা এবং দ্বিতীয় ভারতীয় কে হলেন?
(A) কিরণ মজুমদার শ
(B) গীতা গোপীনাথ
(C) ফাল্গুনী নায়ার
(D) হেমলতা আন্নামালাই
- রঘুরাম রাজন প্রথম ভারতীয় যিনি এই Wall এ ফিচার হয়েছিলেন।
- গীতা ছিলেন IMF প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ।
- বর্তমানে, তিনি ২১শে জানুয়ারী, ২০২২ সাল থেকে IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
৮. ২০২২-২৩-এর জন্য ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (CII)-এর প্রেসিডেন্ট ডেসিগনেট পদে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?
(A) আর. দীনেশ
(B) প্রমোদ রাজবীর
(C) মনীশ শর্মা
(D) গৌতম বাজাজ
- TVS Supply Chain Solutions এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান আর দীনেশ ২০২২-২৩-এর জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর প্রেসিডেন্ট ডেসিগনেট পদে নির্বাচিত হয়েছেন৷
- তিনি পবন মুঞ্জলের স্থলাভিষিক্ত হলেন।
- CII এর প্রেসিডেন্ট সঞ্জীব বাজাজ।
৯. সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হলেন?
(A) জাপান
(B) দক্ষিণ আফ্রিকা
(C) বাংলাদেশ
(D) শ্রীলংকা
- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে ৮ই জুলাই ২০২২ এ ভরাসভায় বক্তৃতা দেওয়ার সময় গুলি করে হত্যা করা হল।
- তিনি ২০০৬-২০০৭ সালে এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১০. ২০২২ সালে G-20-এর নতুন শেরপা কে হয়েছেন?
(A) রাজীব কুমার
(B) সুমন বেরি
(C) বিনোদ কুমার পাল
(D) অমিতাভ কান্ত
- নীতি আয়োগের প্রাক্তন CEO অমিতাভ কান্ত G-20-এর জন্য নতুন শেরপা হয়েছেন৷
- কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি।
- পীযূষ গোয়েলের ৭ই সেপ্টেম্বর, ২০২১ থেকে দেশের জন্য G-20 এর শেরপা হয়েছেন।
- G20 পররাষ্ট্র মন্ত্রীদের সভা (FMM) বালিতে ৭ই জুলাই ২০২২ থেকে ৮ই জুলাই পর্যন্ত চলেছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here