Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি ‘British F1 Grand Prix’ জিতেছে?

(A) লুইস হ্যামিল্টন
(B) কার্লোস সেঞ্জ
(C) ম্যাক্স ভার্স্টাপেন
(D) সার্জিও পেরেজ

উত্তর :
(B) কার্লোস সেঞ্জ

  • ফেরারির কার্লোস সেঞ্জ ৩রা জুলাই ২০২২-এ তার ক্যারিয়ারের প্রথম ফর্মুলা ওয়ান রেস জিতেছে।
  • রেড বুল-এর সার্জিও পেরেজ এবং মার্সিডিজের লুইস হ্যামিল্টন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
  • চ্যাম্পিয়নশিপ লিডার ম্যাক্স ভার্স্টাপেন সপ্তম স্থানে রয়েছেন।

২. কাকে সম্প্রতি CII Quality Ratna Award 2021 প্রদান করা হয়েছে?

(A) অশোক সুতা
(B) আজিম প্রেমজি
(C) গৌতম আদানি
(D) মুকেশ আম্বানি

উত্তর :
(A) অশোক সুতা

  • হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এবং CEO অশোক সুতা, CII Quality Ratna Award 2021-এ ভূষিত হয়েছেন।
  • ভারতের গুণমান আন্দোলনে (Quality Movement) অসামান্য নেতৃত্ব, অবদান এবং বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হয়।
  • পুরস্কারটি প্রথম ২০১৯ সালে দেওয়া হয়েছিল।
  • Confederation of Indian Industry (CII)-এর সভাপতি – সঞ্জীব বাজাজ

৩. ৩০০০ মিটারের দৌড় ৯ মিনিটের নিচে শেষ করা প্রথম ভারতীয় মহিলা কে হলেন?

(A) হিমা দাস
(B) পারুল চৌধুরী
(C) পিটি উষা
(D) দুতি চাঁদ

উত্তর :
(B) পারুল চৌধুরী

  • ২রা জুলাই ২০২২-এ ভারতীয় দৌড়বিদ পারুল চৌধুরী লস অ্যাঞ্জেলেসে ‘Sound Running Meet’-এ মহিলাদের ৩০০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙেছেন।
  • তিনি ৮:৫৭:১৯ মিনিট-এ ৩০০০ মিটারের দৌড় শেষ করেছেন।

২৮. কোন কোম্পানি “২০২২ সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র” হিসাবে স্বীকৃত হয়েছে?

৪A) Air India Limited
(B) Reliance Industries
(C) Bharat Electronics Ltd.
(D) NTPC Limited

উত্তর :
(D) NTPC Limited

  • NTPC “২০২২ এর সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র” হিসাবে স্বীকৃত হয়েছে।

NTPC লিমিটেড:

  • প্রতিষ্ঠা : ৭ই নভেম্বর ১৯৭৫
  • চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক : গুরদীপ সিং
  • সদর দপ্তর : নয়াদিল্লি

৫. কোন দিনটিকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়?

(A) ৩রা জুলাই
(B) ১৫ই মে
(C) ১লা জুলাই
(D) ২৮শে জুন

উত্তর :
(A) ৩রা জুলাই

  • প্রতি বছর ৩রা জুলাই ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়।
  • প্লাস্টিকের ব্যাগ এবং অন্যান্য প্লাস্টিক পদার্থগুলিতে প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব বিকল্পগুলি ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালিত হয়।
  • প্রথম আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসটি ৩রা জুলাই, ২০০৮-এ পালিত হয়েছিল।

৬. Financial Action Task Force (FATF) এর নতুন প্রেসিডেন্ট কে হলেন?

(A) টি রাজা কুমার
(B) সুভাষ চন্দ্র গর্গ
(C) ভাইরাল আচার্য
(D) উর্জিত প্যাটেল

উত্তর :
(A) টি রাজা কুমার

  • সিঙ্গাপুরের টি রাজা কুমারকে অর্থ পাচারবিরোধী নজরদারি সংস্থা Financial Action Task Force (FATF)-এর সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি মার্কাস প্লেয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে।

৭. ‘QS Best Student Cities Ranking 2023’- এ কোন শহর শীর্ষে রয়েছে?

(A) মুম্বাই
(B) নিউয়র্ক
(C) লন্ডন
(D) সিঙ্গাপুর

উত্তর :
(C) লন্ডন

  • যুক্তরাজ্যের রাজধানী, লন্ডনে কিংস কলেজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিজনেস স্কুল এবং আরও অনেক বড় মাপের বিশ্ববিদ্যালয় রয়েছে।
  • এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
  • ভারতের মধ্যে মুম্বাই এই তালিকায় শীর্ষে রয়েছে।

৮. আমেরিকা যুক্তরাষ্ট্রের (USA) স্বাধীনতা দিবস কবে?

(A) ৫ই জুন
(B) ১লা জুলাই
(C) ৩রা জুলাই
(D) ৪ঠা জুলাই

উত্তর :
(D) ৪ঠা জুলাই

  • ১৭৭৬ সালের ৪ঠা জুলাই আমেরিকা, গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল।
  • ২০২২ সালের আমেরিকার ২৪৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হল।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button