28th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
28th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৮শে জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কে ‘সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস’ (CBDT) নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) মনীশ শর্মা
(B) নিতিন গুপ্ত
(C) প্রমোদ তোমর
(D) রাধা বাঘেল
- IRS অফিসার নীতিন গুপ্তাকে নতুন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
- সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস হল একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ যা সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট, ১৯৬৩ এর অধীনে কাজ করে।
২. কোন মহাকাশ সংস্থা ২৭শে জুন ২০২২-এ অস্ট্রেলিয়ার আর্নহেম স্পেস সেন্টার থেকে সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে?
(A) China National Space Administration (CNSA)
(B) Japan Aerospace Exploration Agency (JAXA)
(C) National Aeronautics and Space Administration (NASA)
(D) European Space Agency (ESA)
- ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) 27 জুন 2022-এ অস্ট্রেলিয়ার আর্নহেম স্পেস সেন্টার থেকে সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে।
- এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নাসার প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ।
- এটি অস্ট্রেলিয়ার ইতিহাসেও প্রথম বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ ছিল।
৩. প্রখ্যাত গীতিকার এবং সাংবাদিক, চৌল্লুর কৃষ্ণানকুট্টি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) গোয়া
- তিনি ৩০০০টিরও বেশি ভক্তিমূলক গান লিখেছেন এবং ২০০টিরও বেশি বই লিখেছেন।
- তিনি হাস্যরসের জন্য কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার এবং নাটকের সেরা গানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন।
৪. কোন দেশ জাতিসংঘের Ocean Conference 2022 হোস্ট করছে?
(A) বেলজিয়াম
(B) পর্তুগাল
(C) জাপান
(D) দক্ষিণ কোরিয়া
- এই সম্মেলনে ১২০টি দেশের নেতারা লিসবনে একত্রিত হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে মহাসাগরগুলিকে রক্ষা করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে এই সম্মেলনে৷
৫. ভেঙ্কটারমন কৃষ্ণমূর্তি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন?
(A) BHEL
(B) Maruti Udyog
(C) SAIL
(D) উপরের সবকটি
- তিনি ‘টার্নরাউন্ড ম্যান’ হিসাবে বিখ্যাত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারফিল্ডে প্রযুক্তিবিদ হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
৬. ‘ট্রান্সিলভেনিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২১ তম সংস্করণ সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছিল?
(A) বুলগেরিয়া
(B) পোল্যান্ড
(C) রোমানিয়া
(D) হাঙ্গেরি
- ট্রান্সিলভানিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১ তম সংস্করণ ২৫শে জুন ২০২২ এ রোমানিয়ার ক্লুজ-নাপোকার ‘ইউনিরি স্কোয়ার’-এ অনুষ্ঠিত হয়েছিল।
- চলচ্চিত্র নির্মাতা গুওমুন্ডুর আরনার গুডমুন্ডসন ‘সেরা পরিচালকের’ পুরস্কার জিতেছেন।
- লরা মুলার এবং শেমি লাউথ, সেরা পারফরম্যান্সের পুরস্কারে ভূষিত হয়েছেন।
৭. USA Track and Field Outdoor Championships-এ তৃতীয়বারের মতো ৪০০ মিটার হার্ডল-এ বিশ্ব রেকর্ড কে ভাঙলেন?
(A) দলিলাহ মুহাম্মদ
(B) অ্যাবি স্টেইনার
(C) অ্যালিসন ফেলিক্স
(D) ম্যাকলাফলিন
- সিডনি ম্যাকলাফলিন USA Track and Field Outdoor Championships-এ তৃতীয়বারের মতো ৪০০ মিটার হার্ডলে বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
- বিশ্ব রেকর্ডধারী কেনি হ্যারিসন মহিলাদের ১০০ মিটার হার্ডল ১২:৩৪ সেকেন্ডে জিতেছেন।
৮. India Debt Resolution Company-র প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) পি উদয়কুমার
(B) বিজয় শেখর শর্মা
(C) অবিনাশ কুলকার্নি
(D) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি
- ইন্ডিয়া রিসার্জেন্স অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অবিনাশ কুলকার্নিকে ‘India Debt Resolution Company’-র প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
- কুলকার্নি এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করেছেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here