Current Topics
পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
বাংলাদেশের নবনির্মিত সেতু পদ্মা সেতুর ইতিহাস
পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
২৫শে জুন ২০২২ এ উদ্বোধন করা হল বাংলাদেশের গর্বের সেতু ‘পদ্মা সেতু’-র। আজ এই পোস্টে দেখে নেবো বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু, পদ্মা সেতু সম্পর্কে কিছু বিবরণ, তৈরির ইতিহাস , ইত্যাদি বিভিন্ন বিষয়ে। পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু ।
Also Check : অগ্নিপথ স্কিম কি? – Explaining Agnipath Scheme in Bengali :
সেতুর গঠন
- পদ্মা সেতু হলো বাংলাদেশে পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- সেতুটি গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং বিশ্বের ১১তম দীর্ঘ সেতু।
- সেতুটি ‘S’ আকৃতির।
- সেতু নির্মাণে কাজ করেছে প্রায় ৪ হাজার মানুষ।
- পদ্মা সেতুর অফিসিয়াল নাম “পদ্মা বহুমুখী সেতু” এবং সেতু তৈরির প্রকল্পের নাম “পদ্মা বহুমুখী সেতু প্রকল্প”।
- সেতুটি দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস দিয়ে তৈরী।
- সেতুটির ওপরের স্তরে চার লেনের একটি সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে।
- ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে সেতুর মূল অবকাঠামো তৈরি করা হয়েছে।
- পদ্মা সেতু নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৪ সালের ১৭ই জুন এবং নির্মাণের কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ই ডিসেম্বর।
- সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় ২০১৭ সালের ৩০শে সেপ্টেম্বর এবং শেষ স্প্যানটি বসানো হয় ২০২০ সালের ১০ই ডিসেম্বর।
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার।
- জল থেকে সেতুর উচ্চতা ৬০ ফুট।
- পদ্মা সেতুর সংযোগ সড়কটির দৈর্ঘ ১৪ কিলোমিটার।
নির্মাণ ব্যয় :
- পদ্মা সেতু তৈরিতে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
- সমস্ত খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, সংযোগ সড়ক নির্মাণ, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি।
- সেতু নির্মাণের জন্য ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার যা সেতু কর্তৃপক্ষ ৩৫ বছরের মধ্যে শোধ করবে।
Also Check :
সেতুর অবস্থান
- পদ্মা সেতু বাংলাদেশের মোট ৩টি জেলা জুড়ে অবস্থিত – মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর।
- সেতু সংযোগকারী স্থান দুটি হলো – মুন্সিগঞ্জের মাওয়ার এবং শরীয়তপুরের জাজিরা প্রান্ত।
- সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রী (পূর্ব)।
সেতুর নকশা
- পদ্মা সেতুর নকশা তৈরির জন্য AECOM (Architecture, Engineering, Consulting, Operation and Maintenance) আন্তর্জাতিক ও বাংলাদেশের জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করেছিল
- নকশা তৈরির জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে একটি ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়।
সেতু তৈরির পেছনে দায়িত্ববান সংস্থা ও ব্যক্তি
- পদ্মা সেতু নির্মাণের জন্য চুক্তিবদ্ধ কোম্পানি হলো – “China Railway Group Ltd” এবং এর আওতাধীন “Chaina Major Bridge Engineering Construction Company Ltd”।
- পদ্মা সেতু প্রকল্পের পরিচালক হলেন – মোঃ শফিকুল ইসলাম।
- সেতুর তদারকির দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।
- সেতু রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে ‘Bangladesh Bridge Authority‘।
To check our latest Posts - Click Here