27th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
27th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৭শে জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্যের রনজি ক্রিকেট দল সম্প্রতি প্রথমবারের মতো রনজি ট্রফি জিতলো?
(A) কেরালা
(B) মধ্য প্রদেশ
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ
- ২৬শে জুন ২০২২-এ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মধ্যপ্রদেশ মুম্বাইকে ছয় উইকেটে হারিয়ে তাদের প্রথম রনজি ট্রফির শিরোপা জিতেছে।
- মুম্বাই আজ অবধি মোট ৪১টি রনজি ট্রফির শিরোপা জিতেছে (সর্বাধিক)।
- মুম্বাই শেষবার ২০১৫-১৬ সালে শিরোপা জিতেছিল।
২. কোন রাজ্যে সম্প্রতি ‘Utricularia Furcellata’ নামে একটি বিরল মাংসাশী উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে?
(A) কেরালা
(B) উত্তরাখণ্ড
(C) গোয়া
(D) আসাম
- উত্তরাখণ্ড বন বিভাগের গবেষণা ব্রাঞ্চ চামোলি জেলার মন্ডল উপত্যকায় ‘ইউট্রিকুলারিয়া ফার্সেলেটা’ নামে একটি বিরল মাংসাশী উদ্ভিদ আবিষ্কার করেছে।
- উত্তরাখণ্ডের পাশাপাশি সমগ্র পশ্চিম হিমালয় অঞ্চলে এই উদ্ভিদটির প্রথম গেছে।
- এই আবিষ্কারটি মর্যাদাপূর্ণ জার্নাল অফ জাপানিজ বোটানিতে নথিভুক্ত করা হয়েছে।
৩. সম্প্রতি কারা ‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২’-এর স্টেজ-3 তে মিশ্র দল ইভেন্টে স্বর্ণপদক জিতলেন?
(A) জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক ভার্মা
(B) জ্যোতি সুরেখা ভেন্নাম এবং রাহুল ব্যানার্জি
(C) রজত চৌহান এবং রাহুল ব্যানার্জি
(D) মঙ্গল সিং চম্পিয়া এবং অভিষেক ভার্মা
- তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক ভার্মা প্যারিসে ২৫শে জুন ২০২২-এ আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২-এ স্টেজ- 3 তে মিশ্র দল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
- কম্পাউন্ড মিশ্র দলের ফাইনালে, ভারতীয় জুটি ফ্রান্সকে ১৫২-১৪৯-এ হারিয়েছে।
৪. কাজাখস্তানের আলমাটিতে ‘কোসানোভ মেমোরিয়াল ২০২২ অ্যাথলেটিক্স মিট’-এ সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?
(A) করিনা ভ্যাসিলিভা
(B) সীমা পুনিয়া
(C) নভজিৎ ঢিলন
(D) ইউলিয়ানা শচুকিনা
- ২৫শে জুন ২০২২-এ কাজাখস্তানের আলমাটিতে কোসানোভ মেমোরিয়াল ২০২২ অ্যাথলেটিক্স মিটে ভারতীয় মহিলা ডিস্কাস থ্রোয়ার নভজিত ধিলোন স্বর্ণপদক জিতেছেন।
- তিনি ৫৬.২৪ মিটার থ্রো-তে স্বর্ণপদক জিতেছেন।
- ২০২২ সালের কমনওয়েলথ গেমসের জন্য ভারতের অ্যাথলেটিক্স স্কোয়াডেও নভজিৎ ঢিলনকে রাখা হয়েছে।
৫. কাকে সম্প্রতি ২০২১ সালের ‘গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হলো?
(A) বিশ্ব কারিয়াপ্পা বি.এস
(B) বিজয় অমৃতরাজ
(C) ওয়েসলি মরগান
(D) গোপালকৃষ্ণন
- ভারতের বিজয় অমৃতরাজকে Golden Achievement Award 20221 দ্বারা ভূষিত করা হলো।
- আন্তর্জাতিক টেনিস হল অফ ফেম এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশন দ্বারা প্রতি বছর ‘গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
- এই পুরষ্কারটি এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি আন্তর্জাতিকভাবে টেনিসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং খেলাধুলায় দীর্ঘ সেবা নিবেদন করেছেন।
৬. কোন রাজ্যের ‘Mo Bus’ পরিষেবা সম্প্রতি ‘জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস’ দ্বারা ভূষিত হল?
(A) ওডিশা
(B) কেরালা
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ
- Mo Bus পরিষেবাটি ৬ই নভেম্বর, ২০১৮-এ চালু করা হয়েছিল।
- ওডিশার ক্যাপিটাল রিজিয়ন আরবান ট্রান্সপোর্ট (CRUT) কর্তৃপক্ষ এই বাস পরিষেবাটি চালু করেছিল।
৭. সম্প্রতি কে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) অনিল খান্না
(B) এস. এস. মুন্দ্রা
(C) বিশ্বেশ্বর টুডু
(D) নরেন্দ্র সিং তোমর
- দিল্লি হাইকোর্ট নির্দেশে নরিন্দর ধ্রুব বাত্রাকে IOA-এর সভাপতি পদ থেকে সরিয়ে অনিল খান্নাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- বিচারপতি দীনেশ শর্মার অবকাশকালীন বেঞ্চ অলিম্পিয়ান এবং হকি বিশ্বকাপজয়ী আসলাম শের খানের দায়ের করা অবমাননার আবেদনে এই আদেশ দিয়েছে।
৮. ২৭/২৬শে জুন ২০২২ এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কত তম জন্মবার্ষিকী পালিত হল?
(A) ১৮০তম
(B) ১৮৫তম
(C) ১২৫তম
(D) ১৮৪তম
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬শে জুন (মতান্তরে ২৭শে জুন) উত্তর চব্বিস পরগণার নৈহাটীতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-এর লেখক (আনন্দমঠ উপন্যাস)।
- কিছু বিখ্যাত লেখা – দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, আনন্দ মঠ, বিষবৃক্ষ।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here