26th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিম্নোক্তদের মধ্যে কার TikTok-এ সর্বাধিক ফলোয়ার হলো?
(A) উইল স্মিথ
(B) খ্যাবি লেম
(C) অ্যাডিসন রাই
(D) ডোয়াইন জনসন
- বর্তমানে খ্যাবি লেমের ফলোয়ার ১৪২.৪ মিলিয়ন।
- চার্লি ডি’আমেলিও ১৪২.২ মিলিয়ন ফলোয়ার সহ দ্বিতীয়স্থানে রয়েছে।
২. সম্প্রতি কোন দেশ ল্যান্ডমাইন ব্যবহার ও উৎপাদন প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে?
(A) যুক্তরাজ্য
(B) জাপান
(C) আমেরিকা
(D) রাশিয়া
- ২১শে জুন, ২০২২-এ আমেরিকার হোয়াইট হাউস ল্যান্ডমাইন ব্যবহার এবং উৎপাদনের উপর প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
৩. কোন দেশে Oceanix City নামের একটি ভাসমান শহর স্থাপিত হতে চলেছে?
(A) মালদ্বীপ
(B) সিঙ্গাপুর
(C) দক্ষিণ কোরিয়া
(D) মালয়েশিয়া
- এটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের উপকূলে স্থাপন করা হচ্ছে।
- আগামী বছর নির্মাণ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
৪. ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
(A) দিনকর গুপ্ত
(B) শ্যাম শরণ
(C) কেভি রাজেন্দ্রনাথ রেড্ডি
(D) এস কে সিংহল
- তিনি প্রাক্তন পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর পারমাণবিক বিষয়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত।
- এর আগে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫. প্রতিবছর কোন দিনটিতে বিশ্ব ড্রাগ দিবস পালিত হয়?
(A) ২৬শে জুন
(B) ২০শে জুন
(C) ২৩শে জুন
(D) ২১শে জুন
- এই দিবসটি International Day against Drug Abuse and Illicit Trafficking হিসাবেও পালিত হয়।
- জাতিসংঘ কতৃক প্রতিবছর ২৬শে জুন এটি পালিত হয়।
- ২০২২ সালের থিম হলো ‘Addressing drug challenges in health and humanitarian crises’।
৬. সাপ্রতি কে জাতীয় মিলট সম্মেলনের উদ্বোধন করলেন?
(A) প্রহ্লাদ সিং প্যাটেল
(B) বিশ্বেশ্বর টুডু
(C) পশুপতি কুমার পরস
(D) নরেন্দ্র সিং তোমর
- কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ২৩শে জুন ২০২২-এ জাতীয় মিলেট সম্মেলনের উদ্বোধন করেছেন।
- এটি নতুন দিল্লিতে ‘The Future Super Food for India’ থিমের অধীনে আয়োজিত হয়েছিল।
- ভারতের প্রধান বাজরা (মিলেট ) উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে রয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।
৭. BSE এর নতুন চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
(A) পশুপতি কুমার পরস
(B) নরেন্দ্র সিং তোমর
(C) বিশ্বেশ্বর টুডু
(D) এস. এস. মুন্দ্রা
- বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ BSE এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এস এস মুন্দ্রা৷
- তিনি বিচারপতি বিক্রমজিৎ সেন মিঃ মুন্দ্রার স্থলাভিষিক্ত হবেন।
৮. প্রতিবছর কোন দিনটিতে আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয়?
(A) ২৫শে জুন
(B) ২৪শে জুন
(C) ১০ই জুন
(D) ৫ই জুন
- বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে নাবিকদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতে এই দিবস পালিত হয়।
- ২০১০ সালে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) এই দিনটি প্রথম পালন করে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here