Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন ভারতীয় প্রতিষ্ঠানকে ২০২১ সালের জন্য শিক্ষায় ICT (Information And Communication Technology) ব্যবহারের জন্য UNECO দ্বারা ‘রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা পুরস্কার’ দেওয়া হয়েছে?

(A) আর্যভট্ট ইনস্টিটিউট অফ টেকনোলজি
(B) সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি
(C) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ
(D) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)

উত্তর :
(B) সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি

  • NCERT-এর একটি ইউনিট ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি’ কে ২০২১ সালের জন্য শিক্ষায় ICT (Information And Communication Technology) ব্যবহারের জন্য ইউনেস্কোর রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
  • পুরস্কারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

২. কোন দেশে ভারতীয় সেনাবাহিনীর মহিলা সৈন্যরা চার দিনব্যাপী ‘Women Peace and Security’ সেমিনারে অংশ নিয়েছিল?

(A) রাশিয়া
(B) মঙ্গোলিয়া
(C) ফ্রান্স
(D) জার্মানি

উত্তর :
(B) মঙ্গোলিয়া

  • চার দিনের অনুষ্ঠানটি ১৬ই জুন ২০২২ এ শুরু হয়েছিল এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি উখনা খুরেলসুখের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

৩. ফিনল্যান্ডে চলমান ‘Kuortane Games’-এ সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন ?

(A) জোহানেস ভেটার
(B) জুলিয়ান ওয়েবার
(C) নীরজ চোপড়া
(D) জাকুব ভাদলেজচ

উত্তর :
(C) নীরজ চোপড়া

  • নীরজ চোপড়া ১৮ই জুন ২০২২-এ ফিনল্যান্ডে চলমান কুওর্তান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
  • চোপড়া ৮৬.৬৯ মিটারের সেরা থ্রো করে শীর্ষস্থান দখল করেছেন।
  • কেশর্ন ওয়ালকট ৮৬.৬৪ মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং অ্যান্ডারসন পিটার্স ৮৪.৭৫ মিটারের সেরা প্রচেষ্টার সাথে তৃতীয় হয়েছেন।
  • ১৪ই জুন ২০২২-এ, চোপড়া পাভো নুরমি গেমস ২০২২-এ ৮৯.৩০ মিটার থ্রো করে তার নিজের জাতীয় রেকর্ডও ভেঙেছিলেন।

৪. National Reading Day হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ১০ই মে
(B) ১৯ই জুন
(C) ১৩ই মার্চ
(D) ৪ঠা এপ্রিল

উত্তর :
(B) ১৯ই জুন

  • কেরালার গ্রন্থাগার ও সাক্ষরতা আন্দোলনের জনক পি এন প্যানিকারের সম্মানের জন্য ভারত ১৯শে জুনকে জাতীয় পাঠ দিবস হিসাবে উদযাপন করে।
  • ১৯শে জুন, ১৯৯৬-এ কেরালা সরকার পি এন প্যানিকার ফাউন্ডেশনের সহযোগিতায় এই দিনটির উদযাপন শুরু করেছিল।
  • এই দিনে সারাদেশে পাঠ-সম্পর্কিত নানা কর্মসূচির আয়োজন করা হয়।

৫. সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর :
(C) তৃতীয়

  • এই তালিকায় শীর্ষে রয়েছে চীন এবং তারপর রাশিয়া।
  • ‘Renewable Energy 2022: Global Status Report’ শিরোনামের প্রতিবেদনটি REN21 দ্বারা প্রকাশিত হয়েছে।
  • ভারত ২০২১ সালে ১৫.৪ গিগাওয়াট (GW) পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প স্থাপন করেছে।

৬. কোন শহরে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি National Yoga Olympiad 2022 এবং কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন?

(A) গুরুগ্রাম
(B) ভোপাল
(C) মুম্বাই
(D) নতুন দিল্লি

উত্তর :
(D) নতুন দিল্লি

  • এটি শিক্ষা মন্ত্রক এবং NCERT দ্বারা ১৮ থেকে ২০শে জুন, ২০২২ পর্যন্ত যৌথভাবে আয়োজিত হচ্ছে।
  • যোগ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা আসন, প্রাণায়াম, ক্রিয়া, ধ্যান ইত্যাদি প্রদর্শিত হয়েছে।
  • NCERT ২০১৬ সালে National Yoga Olympiad শুরু করেছিল।

৭. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব শরণার্থী দিবস’ হিসেবে পালিত হয়?

(A) ১০ই জুন
(B) ২০শে জুন
(C) ২রা জুন
(D) ১৫ই জুন

উত্তর :
(B) ২০শে জুন

  • বিশ্ব শরণার্থী দিবস একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর ২০শে জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত হয়।
  • দিনটি তাদের শক্তি এবং সাহসকে সম্মান জানায় যারা সংঘর্ষ বা নিপীড়ন থেকে বাঁচতে তাদের নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
  • ২০২২ সালের থিম হল ‘Right to Seek Safety’।
  • দিনটি প্রথম পালিত হয় ২০০১ সালে।

৮. কোন শহরে GST কাউন্সিলের ৪৭ তম সভা অনুষ্ঠিত হতে চলেছে?

(A) শ্রীনগর
(B) চেন্নাই
(C) লখনউ
(D) ভুবনেশ্বর

উত্তর :
(A) শ্রীনগর

  • GST কাউন্সিলের ৪৭ তম সভা ২৮-২৯শে জুন শ্রীনগরে আয়োজিত হবে।
  • এই নিয়ে দ্বিতীয়বার শ্রীনগরে GST কাউন্সিলের বৈঠক হচ্ছে।
  • GST কাউন্সিলের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

৯. কোন দেশ সম্প্রতি ‘ফুজিয়ান’ নামে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী লঞ্চ করেছে?

(A) উত্তর কোরিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) চীন

উত্তর :
(D) চীন

  • চীন ১৭ই জুন ২০২২ এ ‘ফুজিয়ান’ নামে তার তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে।
  • এটি চীনের সবচেয়ে উন্নত নৌযান।
  • চীনের প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ‘লিয়াওনিং’ ২০১২ সালে লঞ্চ হয়েছিল এবং তারপরে ২০১৯ সালে দেশীয়ভাবে নির্মিত দ্বিতীয় বিমানবাহী রণতরী ‘শানডং’ লঞ্চ হয়েছিল।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button