17th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
17th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৭ই জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. আসন্ন কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য ৩৭ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্ব দেবেন কে?
(A) ববিতা ফোগাট
(B) নীরজ চোপড়া
(C) অভিনব বিন্দ্রা
(D) মেরি কম
- ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) দ্বারা ১৬ই জুন ২০২২-এ কমনওয়েলথ গেমস এর জন্য দল ঘোষণা করা হয়েছিল।
- ৩৭ সদস্যের মধ্যে রয়েছেন ১৮ জন মহিলা এবং ১৯ জন পুরুষ।
- কমনওয়েলথ গেমস ২০২২, ২৮শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২২ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
২. কোন দেশে UPI এবং RuPay কার্ড চালু করার জন্য ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), Lyra নেটওয়ার্কের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) জার্মানি
(B) ফ্রান্স
(C) জাপান
(D) বেলজিয়াম
- ইউরোপের কোনো দেশে এই প্রথম UPI গ্রহণ করা হবে।
৩. সম্প্রতি কোন রাজ্যে তিন দিনের আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘উনমেশ’-এর উদ্বোধন করা হয়েছে?
(A) গুজরাট
(B) বিহার
(C) আসাম
(D) হিমাচল প্রদেশ
- ১৬ই জুন ২০২২-এ শিমলার ঐতিহাসিক গেইটি থিয়েটারে তিন দিনের আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘উনমেশ’ শুরু হয়েছে।
- এটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
- এটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং সাহিত্য আকাদেমি দ্বারা আয়োজিত হচ্ছে।
- এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাহিত্য উৎসব এবং প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।
৪. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নতুন দিল্লিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট ২০২২’-এর উদ্বোধন করেছেন?
(A) রাজনাথ সিং
(B) নিতিন গড়করি
(C) জিতেন্দ্র সিং
(D) অনুরাগ ঠাকুর
- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ১৬ই জুন ২০২২ এ নয়াদিল্লিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট ২০২২’-এর উদ্বোধন করেন।
- এই শীর্ষ সম্মেলনটি ডিকার্বনাইজেশন, জলবায়ু পরিবর্তন সহ তাদের ব্যবস্থাপনা গ্রহণ, নীতিগত সমস্যার সমাধান ইত্যাদি বিভিন্ন গবেষণার বিষয়গুলিতে ফোকাস করবে।
৫. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়?
(A) ১৭ই জুন
(B) ৭ই জুন
(C) ১৫ই জুন
(D) ১০ই জুন
- প্রতি বছর ১৭ই জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস পালন করা হয়।
- এর উদ্দেশ্য হল মরুকরণ এবং খরার উপস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মরুকরণ প্রতিরোধের পদ্ধতিগুলি হাইলাইট করা এবং খরা থেকে পুনরুদ্ধার করা।
- ১৯৯৫ সালের ৩০শে জানুয়ারী জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এই দিবসটি ঘোষণা করা হয়।
- ২০২২-এর থিম ‘Rising up from drought together’।
৬. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন কোন ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানীকে তার বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে মনোনীত করেছেন?
(A) ডঃ অরুণ কে শুক্লা
(B) অধ্যাপক টি গোবিন্দরাজু
(C) আরতি প্রভাকর
(D) অধ্যাপক কনিষ্ক বিশ্বাস
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী আরতি প্রভাকরকে তার বৈজ্ঞানিক উপদেষ্টা মনোনীত করেছেন।
- তাকে হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (OSTP) পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
- তিনি এরিক ল্যান্ডারের স্থলাভিষিক্ত হবেন।
৭. BRICS জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (NSA) ১২তম বৈঠকে কোন দেশের NSA সভাপতিত্ব করেছিল?
(A) চীন
(B) ভারত
(C) রাশিয়া
(D) ব্রাজিল
- ১৫ই জুন ২০২২ এ BRICS জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (NSA) ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়।
- CPC Central Committee-র রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়াং জেইচি বেইজিংয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
- এতে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকাও অংশগ্রহণ করেছিল।
৮. কোন ৪টি দেশ সম্প্রতি ‘I2U2’ নামে একটি নতুন দল গঠন করেছে?
(A) ইউক্রেন, ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত
(B) ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান
(D) যুক্তরাজ্য, ইউক্রেন, ইসরায়েল ও ইরাক
- “I” বলতে ভারত এবং ইসরায়েলকে বোঝাচ্ছে এবং “U” বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতকে বোঝাচ্ছে।
- সারা বিশ্বে আমেরিকান জোটকে পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসাবে এই দলটি গঠিত হয়েছে।
- I2U2 গ্রুপিং-এর প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলন ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে এবং সদস্য দেশগুলির প্রধানরা এতে অংশ নেবেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here