11th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
11th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১১ই জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দেশ সম্প্রতি চাঁদের বিশ্বের ‘সবচেয়ে নিখুঁত’ মানচিত্র প্রকাশ করেছে?
(A) জার্মানি
(B) চীন
(C) ফ্রান্স
(D) ভারত
- নতুন মানচিত্রটি প্রথম Science Bulletin দ্বারা ৩০শে মে ২০২২-এ প্রকাশিত হয়েছিল।
- এর আগে ‘ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে’ ২০২০ সালে প্রথমবারের মতো সমগ্র চাঁদের পৃষ্ঠের ম্যাপ করেছে।
২. কোন শহরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের সদর দফতরের উদ্বোধন করেছেন?
(A) আহমেদাবাদ
(B) গান্ধীনগর
(C) জয়পুর
(D) মুম্বাই
- প্রধানমন্ত্রী মোদি ১০ই জুন ২০২২-এ গুজরাটের আহমেদাবাদের বোপালে Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACE)-এর সদর দফতরের উদ্বোধন করেছেন।
- এই সংস্থা ২০২০ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
৩. কোন দেশ ২০২২ সালের জুন মাস থেকে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা করেছে যে?
(A) মালয়েশিয়া
(B) ভিয়েতনাম
(C) থাইল্যান্ড
(D) লাওস
- মালয়েশিয়া ১০ই জুন ২০২২ এ ঘোষণা করেছে যে এটি বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করবে।
- মৃত্যুদণ্ড আদালতের বিবেচনার ভিত্তিতে ‘বিকল্প শাস্তি’ দ্বারা প্রতিস্থাপিত হবে।
- মালয়েশিয়ায় এতদিন ১১টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক।
- ২০২২ সালের মে মাসে, জাম্বিয়াও মৃত্যুদণ্ড বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছিল।
৪. নিম্নোক্ত কোন মেডিকেল ইনস্টিটিউট WHO দ্বারা Regional Director Special Recognition Award দ্বারা ভূষিত হয়েছে?
(A) AIIMS নয়াদিল্লি
(B) PGI চণ্ডীগড়
(C) কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, লখনউ
(D) BHU বারাণসী
- WHO চণ্ডীগড়ের পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER) এর ‘রিসোর্স সেন্টার ফর টোব্যাকো কন্ট্রোল’ (e-RCTC) কে এই পুরস্কারে ভূষিত করেছে।
- তামাক নিয়ন্ত্রণে অগ্রসর হওয়ার প্রচেষ্টার জন্য কেন্দ্রটিকে পুরস্কৃত করা হয়েছে।
- e-RCTC ২০১৮ সালে ভারতে তামাক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা ২৫টি সংস্থার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
৫. কোন রাজ্য সরকার অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করার জন্য সুপারিশ দেওয়ার জন্য একটি চার সদস্যের প্যানেল গঠন করেছে?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) গোয়া
- তামিলনাড়ু সরকার ১০ই জুন ২০২২ এ অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য সুপারিশ দেওয়ার জন্য একটি চার সদস্যের প্যানেল গঠন করেছে।
- প্যানেলের নেতৃত্বে রয়েছেন মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে চন্দ্রু।
- তামিলনাড়ু ২০২০ সালের নভেম্বরে নিয়ে অনলাইন গেমিং নিষিদ্ধ করেছিল কিন্তু ২০২১ সালের আগস্টে মাদ্রাজ হাইকোর্ট এই বিধানটি বাতিল করে দেয়।
৬. কোন রাজ্য সরকার সম্প্রতি ১২টি নতুন বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল এবং ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্যের অনুমোদন করেছে?
(A) গুজরাট
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) ওড়িশা
- মহারাষ্ট্র সরকারের স্টেট বোর্ড ফর ওয়াইল্ডলাইফ (MSBWL), ৬ই জুন ২০২২-এ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সভাপতিত্বে একটি সভায় ১২টি নতুন সংরক্ষিত অঞ্চল এবং ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্য অনুমোদন করেছে।
- এই সংরক্ষিত এলাকাগুলির আয়তন হবে প্রায় এক হাজার বর্গ কিমি।
- নতুন সংযোজনের পর, মহারাষ্ট্রে সংরক্ষিত এলাকার সংখ্যা ২৭-হয়ে উঠবে।
৭. হরিয়ানার ICAR-National Research Centre on Equines (NRCE) দ্বারা উৎপাদিত পশুদের জন্য ভারতের প্রথম স্বদেশী COVID-19 ভ্যাকসিন ‘Anocovax’ সম্প্রতি কে কে লঞ্চ করলেন?
(A) নরেন্দ্র মোদি
(B) ভারতী প্রবীণ পাওয়ার
(C) অমিত শাহ
(D) নরেন্দ্র সিং তোমর
- ৯ই জুন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ভ্যাকসিন লঞ্চ করেছেন।
- কোম্পানির মতে এটি কুকুর, সিংহ, চিতাবাঘ, ইঁদুর এবং খরগোশের জন্যও নিরাপদ।
৮. ফ্রান্সে চলমান Chateauroux Para-Shooting World Cup এ মিশ্র দল ৫০ মিটার পিস্তল SH1 ইভেন্টে কারা রৌপ্য পদক জিতেছেন?
(A) যোগেশ কাথুনিয়া এবং মনীশ নারওয়াল
(B) সিংরাজ আধানা ও সুমিত আন্তিল
(C) সুমিত আন্তিল ও যোগেশ কাথুনিয়া
(D) মনীশ নারওয়াল এবং সিংরাজ আধানা
- মণীশ নারওয়াল এবং সিংরাজ আধানা ফ্রান্সে ৯ই জুন ২০২২-এ চলমান Chateauroux Para-Shooting World Cup এ মিশ্র দল ৫০ মিটার পিস্তল SH1 ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
- এর আগে, ৮ই জুন ২০২২-এ, মনীশ নারওয়াল এবং রুবিনা ফ্রান্সিসের ভারতীয় জুটি P6-১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল।
৯. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি FIDE Chess Olympiad এর জন্য ‘Thambi’ নামের মাসকট এবং লোগো উন্মোচন করেছেন?
(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) কেরালা
(D) কর্ণাটক
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ১০ই জুন ২০২২-এ চেন্নাইতে FIDE Chess Olympiad এর জন্য ‘থাম্বি’ নামের মাসকট এবং লোগোটি উন্মোচন করেন।
- তামিল ভাষায় ‘থাম্বি’ মানে ছোট ভাই।
- এই আন্তর্জাতিক ইভেন্টটি ২৮শে জুলাই থেকে ১০ই আগস্ট, ২০২২ পর্যন্ত চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে অনুষ্ঠিত হবে।
- ১৮৬টি দেশের দুই হাজারেরও বেশি খেলোয়াড় এই ইভেন্টে অংশ নেবেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here