4th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
4th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৪ঠা জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন কোম্পানি ভারতের প্রথম ব্যাঙ্কিং মেটাভার্স চালু করার কথা ঘোষণা করেছে?
(A) The NineHertz
(B) Kiya.ai
(C) Web Matriks
(D) HCL Technologies
- Kiya.ai, ২রা জুন ২০২২-এ ভারতের প্রথম ব্যাঙ্কিং মেটাভার্স – “Kiyaverse” চালু করার কথা ঘোষণা করেছে।
- Kiyaverse এর মাধ্যমে, গ্রাহকরা তাদের ঘরে বসেই টাকা লেনদেন করতে, ব্যাঙ্কিং তথ্য অ্যাক্সেস করতে এবং বিভিন্ন ব্যাঙ্কিং সুযোগ-সুবিধা পেতে সক্ষম হবেন।
- Kiya.ai হল একটি ডিজিটাল সমাধান প্রদানকারী কোম্পানি যা বিশ্বব্যাপী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারকে পরিষেবা প্রদান করে।
২. সম্প্রতি কোন দেশে জলের নিচে বিশ্বের বৃহত্তম উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে?
(A) জাপান
(B) রাশিয়া
(C) চীন
(D) অস্ট্রেলিয়া
- বিজ্ঞানীরা পশ্চিম অস্ট্রেলিয়ায় জলের নিচে বেড়ে ওঠা বিশ্বের বৃহত্তম উদ্ভিদ আবিষ্কার করেছেন।
- Proceedings of the Royal Society B-তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, সার্ক উপসাগরে আবিষ্কৃত উদ্ভিদটিকে ২০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হচ্ছে।
৩. ISSF শুটিং বিশ্বকাপ ২০২২-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল 3P ইভেন্টে সম্প্রতি কে রৌপ্য পদক জিতেছে?
(A) আনিসা সাঈদ
(B) শ্রীয়াঙ্কা সারঙ্গী
(C) আঞ্জুম মুদগিল
(D) বেদিকা শর্মা
- ভারতীয় অলিম্পিয়ান আঞ্জুম মুদগিল ৩রা জুন ২০২২-এ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপ ২০২২-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল 3P ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
- এই জয়ের পর পদকের তালিকায় তৃতীয় স্থানে উঠে গেল ভারত।
- ২০২২ সালের ২৭শে মে থেকে শুরু হওয়া এই বিশ্বকাপটি ৭ই জুন ২০২২ পর্যন্ত চলবে।
৪. সম্প্রতি কাকে ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম LXME-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) রাহুল বাজাজ
(B) অনীশ গ্রোভার
(C) জেসমিন বি গুপ্তা
(D) প্রাঞ্জল জৈন
- ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম LXME-এর সহ-প্রতিষ্ঠাতা এবং CEO হিসাবে জেসমিন বি গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে।
- LXME হল মহিলাদের জন্য ভারতের প্রথম ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম।
- এটি ২০১৮ সালে মুম্বাই-এ প্রতিষ্ঠিত হয়েছিল।
৫. কোন রাজ্য ৪ঠা জুন ২০২২ থেকে শুরু হওয়া ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২১’-এর আয়োজন করছে?
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) রাজস্থান
(D) ওড়িশা
- এটি ১৩ই জুন, ২০২২ পর্যন্ত চলবে।
- খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, অনূর্ধ্ব-১৮ বয়সের যুবদের জন্য আয়োজিত হচ্ছে।
- এই গেমসে প্রায় ৮৫০০ খেলোয়াড় অংশগ্রহণ করছে।
- এতে ভারতের ৫টি দেশীয় খেলা সহ মোট ২৫টি খেলার ইভেন্ট আয়োজিত হবে।
৬. কে সম্প্রতি ২০২২ সালের “Scripps National Spelling Bee”-তে জয়লাভ করেছে?
(A) আরশদীপ সিং
(B) হরিণী লগন
(C) তানিস্ক আব্রাহাম
(D) অদ্বৈত কোলারকার
- ভারতীয় বংশোদ্ভূত হরিণী লোগান ৩রা জুন ২০২২-এ ‘Scripps National Spelling Bee’-তে জয়লাভ করেছে।
- টেক্সাসের ক্লাস ৮ এর ছাত্রী হরিণী লোগান মোট ২১টি শব্দ সঠিকভাবে বানান করেছে, যেখানে তার প্রতিপক্ষ মাত্র ১৫টি সঠিক বানান করেছিল।
৭. সম্প্রতি কাকে ‘Times Business Award 2022’ প্রদান করা হয়েছে?
(A) বেদিকা শর্মা
(B) রশ্মি সাহু
(C) অঞ্জলি উপাধ্যায়
(D) আনিসা সাঈদ
- পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড এবং ওড়িশার ১নং মশলা কোম্পানি ‘Ruchi Foodline’ এর ডিরেক্টর, রশ্মি সাহুকে ‘টাইমস বিজনেস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে।
- বলিউডের প্রখ্যাত অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ তাকে এই পুরস্কার দেন।
৮. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য “ACB 14400” নামে একটি মোবাইল App লঞ্চ করেছে?
(A) ছত্তিশগড়
(B) বিহার
(C) অন্ধ্র প্রদেশ
(D) রাজস্থান
- ‘ACB 14400’ অ্যাপ্লিকেশন, একবার খোলা হলে, দুটি বিভাগ থাকবে – লাইভ রিপোর্ট করার এবং অভিযোগ দায়ের করার।
- ‘লাইভ রিপোর্ট’ বিভাগে, ব্যবহারকারীরা সরাসরি দুর্নীতির লাইভ কাজের অডিও বা ভিডিওর লাইভ রেকর্ড করতে পারেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here