Notes

KK জীবনী – Biography of KK :

KK Biography in Bengali : ভারতের প্রখ্যাত গায়ক কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ২০২২ সালের ৩১শে মে মাত্র ৫৩ বছর বয়সে কলকাতার এক লাইভ শোতে প্রাণ হারান। তিনি বিভিন্ন ভাষায় গান গেলে গোটা ভারতবাসীর হৃদয়ে নিজের স্থান করে নিয়েছিলেন। আজকের এই আর্টিকেলে আমরা এই মহান গায়কের জীবনের কিছু তথ্য নিয়ে আলোচনা করবো। দেখে নেবো কে কে এর জীবনী ।

প্রাথমিক জীবন :

  • জন্ম : ১৯৬৮ সালের ২৩শে আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন।
  • আসল নাম : কৃষ্ণকুমার কুন্নথ।
  • বাবা ও মা : তাঁর পিতার নাম সি. এস. মেনন এবং মাতা কুন্নথ কনকবল্লি।
  • শিক্ষা : দিল্লির মাউন্ট সেন্ট ম্যারিস স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি। দিল্লির কিরোরি মাল কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
  • স্ত্রী : জ্যোতি কৃষ্ণ
  • সন্তান : নকুল কৃষ্ণ ও তামারা
দেখে নাও : বাপ্পি লাহিড়ী জীবনী – Bappi Lahiri

কর্মজীবন :

  • কিরোরি মাল কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর একটি হোটেলের হোটেল মারকেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ শুরু করেন তিনি।
  • পরে ১৯৯৪ সালে চলে আসেন মুম্বাই। এখানে UTV প্রথম তাকে Santogen Suiting বিজ্ঞাপনের জন্য একটি জিঙ্গেল গাওয়ার জন্য হায়ার করেছিল।
    দেখে নিতে পারো সেই বিজ্ঞাপন –
  • চার বছরের ব্যবধানে, তিনি ১১টি ভাষায় ৩,৫০০টিরও বেশি বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছিলেন।
  • তিনি বলিউডে প্রবেশ করেন তার প্রথম গান “তড়প তড়প কে ইস দিলসে”-এর সাথে।
    এই সেই গান –
  • তিনি বিখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমার ও সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের দ্বারা ব্যাপক ভাবে প্রভাবিত ছিলেন। এবং আন্তর্জাতিক স্তরে মাইকেল জ্যাকসন, বিলি জোয়েল, ব্রায়ান অ্যাডামস দ্বারা প্রভাবিত ছিলেন।
  • KK এর গাওয়া শেষ গান ছিল “83” সিনেমার “ইয়ে হউসলে”।

পুরস্কার ও সম্মান :

  • ২০১২ সালে মালয়ালম ভাষায় Eenam-Swaralaya Singer Of The Year Award এর প্রাপক।
  • Tamil – Hub Awards 2010-এ সেরা প্লেব্যাক গায়ক।
  • স্ক্রিন অ্যাওয়ার্ড – ২০০৯ এ শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক “খুদা জানে” গানের জন্য।
  • এছাড়াও অনেক পুরস্কার পেয়েছেন তিনি।

মৃত্যু :

  • ৩১শে মে ২০২২ এ কলকাতার গুরুদাস কলেজের কলেজ ফেস্ট উপলক্ষে নজরুল মঞ্চে একটি কন্সার্টের পর অসুস্থ হয়ে মারা যানা আমাদের প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (KK)।
  •  ৫৩ বছর বয়সে চলে যান না ফেরার দেশে, আমাদের মনে শুধু সেই গানগুলির স্মৃতিটুকু রেখে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button