30th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
30th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন শহরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার উদ্বোধন করেছেন?
(A) কটক
(B) ভুবনেশ্বর
(C) আনন্দপুর
(D) রাউরকেলা
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২৭শে মে ২০২২-এ ভুবনেশ্বরে একটি সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টারের উদ্বোধন করেছেন।
- এটি দেশে এই ধরণের প্রথম সেন্টার বলে দাবি করা হচ্ছে।
- এটি রাজ্যের ইলেকট্রনিক্স এবং IT বিভাগ এবং “ওডিশা কম্পিউটার অ্যাপ্লিকেশন সেন্টার” দ্বারা স্থাপিত।
২. ২৯শে মে ২০২২-এ কোন দল “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে” (IPL)-এর ১৫তম সিজন জিতলো?
(A) রাজস্থান রয়্যালস
(B) গুজরাট টাইটানস
(C) সানরাইসেস হায়দ্রাবাদ
(D) মুম্বাই ইন্ডিয়ান্স
- গুজরাট টাইটানস আহমেদাবাদে ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করার পর ২৯শে মে ২০২২ এ IPL এর ১৫তম সংস্করণ জিতেছে।
- এটি ছিল গুজরাট টাইটান্সের প্রথম IPL জয়।
- ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
- রাজস্থান রয়্যালসের জস বাটলার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
৩. কোন রাজ্যকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক “World No Tobacco Day (WNTD) Award-2022”-এর জন্য নির্বাচিত করা হয়েছে?
(A) ছত্তিশগড়
(B) কেরালা
(C) ঝাড়খণ্ড
(D) কর্ণাটক
- তামাক সেবন নিয়ন্ত্রণে রাজ্যের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঝাড়খণ্ডকে “World No Tobacco Day (WNTD) Award-2022”-এর জন্য নির্বাচিত করেছে।
- ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের রাজ্য তামাক নিয়ন্ত্রণ সেল ৩১শে মে ২০২২ এ নয়াদিল্লিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পুরস্কারটি গ্রহণ করবে।
- ২০১২ সালে ঝাড়খণ্ডে ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি’ চালু করা হয়েছিল।
৪. Paracanoe World Cup 2022-এ মহিলাদের VL2 ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ভারতীয় কে হলেন?
(A) সরিতা দেবী
(B) বিনীতা ভার্মা
(C) নিবেদিতা সিং
(D) প্রাচী যাদব
- প্যারা-ক্যানোয়েস্ট প্রাচি যাদব ২৯শে মে ২০২২-এ, পোল্যান্ডের পোজনানে প্যারাকানো বিশ্বকাপে মহিলাদের VL2 ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন।
- কানাডার রৌপ্য পদক বিজয়ী ব্রায়ানা হেনেসির ১:০৪.৭১ সেকেন্ড পেকোনে প্রাচি ব্রোঞ্জ জিতেছেন।
- ২০২২ সালের ২৬শে মে শুরু হয়েছিল এই ইভেন্টটি।
৫. Indian Open of Surfing-এ পুরুষদের ওপেন সার্ফ বিভাগে সম্প্রতি কে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন?
(A) আজিশ আলী
(B) রমেশ বুধিয়াল
(C) সতীশ মুর্মু
(D) রবিন্দর সিং
- কর্ণাটকের রমেশ বুধিয়াল ২৮শে মে ২০২২-এ ইন্ডিয়ান ওপেন অফ সার্ফিং-এ তামিলনাড়ুর আজেশ আলীকে পরাজিত করে পুরুষদের ওপেন সার্ফ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।
- সুগার বানারসে, মহিলাদের ওপেন সার্ফ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।
- প্রতিযোগিতাটি ‘সার্ফিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ দ্বারা পরিচালিত হয়েছিল।
- ৩ দিনের প্রতিযোগিতাটি কর্ণাটকের ম্যাঙ্গালোরে পানামবুর সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছিল।
৬. কোন দেশ ২০২১-২২ সালের ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে?
(A) আমেরিকা
(B) রাশিয়া
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) সৌদি আরব
- মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১-২২ সালে ভারতের শীর্ষ ব্যবসায়িক অংশীদার হিসাবে চীনকে ছাড়িয়ে গেছে।
- বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে ২০২১-২২ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২০-২১ সালে ৮০.৫১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১৯.৪২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
- ২০২১-২২ সালে, চীনের সাথে ভারতের বাণিজ্য মোট ১১৫.৪২ বিলিয়ন মার্কিন ডলারে ছিল।
৭. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সম্প্রতি উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছেন?
(A) চণ্ডীগড়
(B) দিল্লী
(C) হিমাচল প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর
- কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং ২৮শে মে ২০২২ এ জম্মুর কাঠুয়ার ঘাটিতে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছেন।
- পার্কটি নতুন আইডিয়ার ইনকিউবেশনের হাব হিসেবে কাজ করবে।
- এটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জীববৈচিত্র্য, ঔষধি ও সুগন্ধি গাছের উপর গবেষণা চালাবে।
৮. সম্প্রতি প্রয়াত সুলতানা বেগম কোন ভাষার লেখিকা ছিলেন?
(A) পাঞ্জাবি লেখিকা
(B) হিন্দি লেখিকা
(C) বাঙালি লেখিকা
(D) উর্দু লেখিকা
- প্রখ্যাত পাঞ্জাবি লেখিকা সুলতানা বেগম সম্প্রতি প্রয়াত হলেন।
- তাঁর লেখা ‘শুগুফে’ বইটি বেশ জনপ্রিয়তা পায়।
- তিনি প্রথম মহিলা যিনি পাঞ্জাবি ভাষায় সাহিত্য ব্যঙ্গ রচনা করেছেন।
- তিনি পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘অধ্যাপক জোগা সিং’ পুরস্কার এবং ‘ওয়ারিস দি ধি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
- তিনি পাঞ্জাব স্কুল শিক্ষা বোর্ডেও কাজ করেছেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here