27th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
27th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৭শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্পূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে চড়া প্রথম ভারতীয় মহিলা কে হলেন?
(A) কামি রিতা শেরপা
(B) পিয়ালী বসাক
(C) প্রিয়াঙ্কা মোহিতে
(D) শেফালি সিং
- পশ্চিমবঙ্গের পিয়ালি বসাক, ২২শে মে ২০২২-এ, সম্পূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে চড়ার প্রথম ভারতীয় মহিলা হয়েছেন।
- ২০২১ সালের অক্টোবরে, পিয়ালি কোনো অক্সিজেন সাপোর্ট ছাড়াই ধৌলাগিরি পর্বত (8167 মিটার) আরোহণকারী প্রথম মহিলা হয়েছিলেন।
২. কোন দেশ ১৫ থেকে ২১ জুনের মধ্যে প্রথম ডিজিটাল আদমশুমারি (digital census) পরিচালনা করতে যাচ্ছে?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) ভারত
- বাংলাদেশে, ৩.৭ লাখেরও বেশি গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং ৪৫০০ জন কর্মকর্তা ১৫ থেকে ২১ জুনের মধ্যে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনা করবেন।এটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ষষ্ঠ জনসংখ্যা ও গৃহায়ন শুমারি।
- বাংলাদেশের প্রথম জনসংখ্যা ও আবাসন শুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।
৩. গ্রীসে ১২ তম আন্তর্জাতিক জাম্পিং মিটিং-এ সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছে?
(A) সতীশ কুমার
(B) সৌম্যপদ মোহান্তি
(C) মুরলী শ্রীশঙ্কর
(D) সৌরভ দেশাই
- ভারতের লং জাম্পার মুরালি শ্রীশঙ্কর, ২৬শে মে ২০২২-এ, গ্রীসে ১২ তম আন্তর্জাতিক জাম্পিং মিটিংয়ে ৮.৩১ মিটার লং জাম্পের প্রচেষ্টায় স্বর্ণপদক জিতেছিলেন।
- শ্রীশঙ্কর গত মাসে ৮.৩৬ মিটার লং জাম্পের একটি রেকর্ডও তৈরি করেছেন এবং বর্তমানে তিনি জাতীয় রেকর্ডধারী।
৪. কোন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ স্থানীয় লন্ডন কাউন্সিলের প্রথম দলিত মহিলা মেয়র হয়েছেন?
(A) সতিন্দর সিং
(B) মহিন্দর কে মিধা
(C) বিমল আম্বেদকর
(D) রাজীব গৌতম
- তিনি আগামী বছরের ২০২২-২৩ মেয়াদের জন্য ২৪শে মে, ২০২২ তারিখে কাউন্সিলের সভায় নির্বাচিত হন।
- যুক্তরাজ্যের রাজধানী : লন্ডন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী : বরিস জনসন
৫. ৭৫তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি (WHA)-তে Committee B-এর চেয়ারপারসন হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রমেশ পি হরি
(B) রাজেশ ভূষণ
(C) রাজেশ গুলাটি
(D) ডাঃ হর্ষবর্ধন
- Committee B প্রাথমিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে।
- ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ (WHA) ২২-২৮শে মে ২০২২ এর মধ্যে সুইজারল্যান্ডের জেনেভাতে WHO এর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।
- এবারের হেলথ অ্যাসেম্বলির থিম ‘Health for peace, peace for health’।
৬. সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের প্রথম ‘ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করেছেন?
(A) হিমাচল প্রদেশ
(B) চণ্ডীগড়
(C) কেরালা
(D) জম্মু ও কাশ্মীর
- ২ দিনের এই ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল কেন্দ্রীয় সরকারের Aroma Mission 2-এর অধীনে পরিচালিত হচ্ছে।
জম্মু ও কাশ্মীর :
- লেফটেন্যান্ট গভর্নর : শ্রী মনোজ সিনহা
- রাজধানী : শ্রীনগর
৭. কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ২০২০ সালের জন্য মর্যাদাপূর্ণ ‘VASVIK (Vividhlaxi Audyogik Samshodhan Vikas Kendra) Industrial Research Award’ সম্প্রতি কে জিতেছে?
(A) আরদেশীর বি.কে. দুবাশ
(B) তারিণী গয়াল
(C) ববিতা সিং
(D) ডাঃ এ. গোপালকৃষ্ণান
- তিনি ICAR-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের (CMFRI) পরিচালক।
- পুরস্কারে রয়েছে নগদ ১.৫১ লক্ষ টাকা।
৮. সম্প্রতি প্রকাশিত ‘Listen to Your Heart: The London Adventure’ বইটির লেখক কে?
(A) বিক্রম শেঠ
(B) কিরণ দেশাই
(C) রাস্কিন বন্ড
(D) শশী থারুর
- তার সর্বশেষ এই বইটি তার ৮৮তম জন্মদিনে প্রকাশিত হয়েছে।
- বইটিতে রাস্কিন বন্ডের চ্যানেল দ্বীপপুঞ্জ এবং ইংল্যান্ডে কাটানো চার বছরের জীবন কাহিনী বর্ণিত রয়েছে৷
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here