26th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. আর্মি এভিয়েশন কর্পসে কমব্যাট এভিয়েটর হিসেবে যোগদানকারী প্রথম মহিলা অফিসার হয়ে সম্প্রতি কে ইতিহাস সৃষ্টি করলেন?
(A) সুনিতা সিং
(B) বেচারা পান্ডে
(C) অভিলাষা বারাক
(D) ভাবনা কাঁথা
- ক্যাপ্টেন বারাকের এই কৃতিত্বকে ইন্ডিয়ান আর্মি এভিয়েশনের ইতিহাসে একটি “গোল্ডেন লেটার ডে” হিসাবে ঘোষণা করা হয়েছে।
- নাসিকের কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে ৩৬ জন অন্যান্য সেনা পাইলটদের সাথে তাকে উইংসে ভূষিত করা হয়েছে।
২. কোন রাজ্য সরকার জনসাধারণের অভিযোগের নিষ্পত্তির জন্য সম্প্রতি SAMBHAV (Systemic Administration Mechanism for Bringing Happiness and Value) পোর্টাল চালু করেছে?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) রাজস্থান
- SAMBHAV একটি মাল্টি-মডেল প্ল্যাটফর্ম যা জনগণের অভিযোগ দ্রুত এবং কার্যকরভাবে নিষ্পত্তি করতে এবং সুশাসন প্রদানের জন্য চালু করা হয়েছে।
উত্তর প্রদেশ :
- মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
- রাজধানী : লখনৌ
- রাজ্যপাল : আনন্দীবেন প্যাটেল
৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব (PS) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) উমং নরুলা
(B) বিবেক কুমার
(C) বিজয় কুমার দেব
(D) দিনেশ্বর শর্মা
- তিনি সঞ্জীব কুমার সিংলার স্থলাভিষিক্ত হলেন।
- তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) পরিচালকও।
- সঞ্জীব কুমার সিংলা ইসরায়েলে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন।
৪. বিশ্বব্যাপী মোট যুদ্ধ শক্তির পরিপ্রেক্ষিতে, বিশ্ব বায়ু শক্তি সূচকে (World Air Power Index) ভারতীয় বায়ুসেনার (IAF) স্থান কত?
(A) দ্বিতীয়
(B) পঞ্চম
(C) চতুর্থ
(D) তৃতীয়
- World Directory of Modern Military Aircraft (WDMMA) সম্প্রতি ২০২২ সালের এই গ্লোবাল এয়ার পাওয়ার
- র্যাঙ্কিং প্রকাশ করেছে।
- এই সূচকে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে আমেরিকা ও রাশিয়ান এয়ার ফোর্স।
৫. প্রতি বছর বিশ্ব থাইরয়েড দিবস কবে পালন করা হয়?
(A) ২২শে মে
(B) ২৫শে মে
(C) ২৪শে মে
(D) ২৩শে মে
- থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২৫শে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়।
- ২০০৭ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় থাইরয়েড অ্যাসোসিয়েশন (ETA) সাধারণ বার্ষিক সভার সময় আনুষ্ঠানিকভাবে দিনটি গৃহীত হয়েছিল।
- দিনটি ২০০৮ সালের ২৫শে মে অস্তিত্ব লাভ করে।
৬. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ থেকে কে পদত্যাগ করেছেন?
(A) চেতন আনন্দ
(B) নরিন্দর বাত্রা
(C) সৌরভ গাঙ্গুলী
(D) জয় শাহ
- নরিন্দর বাত্রা ২৫শে মে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন।
- এর পাশাপাশি নরিন্দর বাত্রা আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতিও।
৭. ১০ বছরে WTO (World Trade Organization) কমিটির সভাপতিত্বকারী প্রথম ভারতীয় কে হলেন?
(A) গৌরব আহলুওয়ালিয়া
(B) আনোয়ার হোসেন শাইক
(C) পীযূষ শ্রীবাস্তব
(D) দীনেশ ভাটিয়া
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তঃসরকারী সংস্থা যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং সহজতর করে।
- WTO :
- সদর দপ্তর : সুইজারল্যান্ডের জেনেভাতে
- প্রতিষ্ঠা : ১৯৯৫ সালের ১লা জানুয়ারী
৮. ভারতের কোন রাজ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির Olympic Values Education Program (OVEP) লঞ্চ করা হয়েছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) মধ্য প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা
ওড়িশা :
- মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়ক
- রাজ্যপাল : গনেশিলাল
- রাজধানী : ভুবনেশ্বর
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here