Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কাকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রেসিডেন্ট হিসাবে পুনঃনিযুক্ত করা হয়েছে?

(A) লি জং-উক
(B) টেড্রোস গেব্রেইসাস
(C) ডঃ অ্যান্ডার্স নর্ডস্ট্রম
(D) মার্গারেট চ্যান

উত্তর :
(B) টেড্রোস গেব্রেইসাস

  • টেড্রোস, ইথিওপিয়ার একজন প্রাক্তন সরকারী মন্ত্রী।
  • তিনি প্রথম আফ্রিকান যিনি এজেন্সির নেতৃত্ব দিয়েছেন।
  • টেড্রোস বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে COVID-19-এর প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন।

২. কোন রাজ্যে, ২৫শে মে থেকে রাজ্য-স্তরের ‘শিরুই লিলি ফেস্টিভ্যাল’-এর চতুর্থ সংস্করণ শুরু হচ্ছে?

(A) মণিপুর
(B) সিকিম
(C) ত্রিপুরা
(D) আসাম

উত্তর :
(A) মণিপুর

  • এই বার্ষিক উৎসবটি মণিপুর সরকারের পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত হয় মণিপুরের জাতীয় ফুল শিরুই লিলি ফুল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে।
  • ফুলটি সারা বিশ্বে শুধুমাত্র মণিপুরের উখরুল জেলায় পাওয়া যায়।

৩. কাকে সম্প্রতি ২০২১ সালের ‘সঙ্গীত কলানিধি’ পুরস্কার দেওয়া হয়েছে?

(A) আর. সন্থানাগোপালন
(B) তিরুভারুর বক্তাবতসালাম
(C) জিজেআর বিজয়লক্ষ্মী
(D) জিজেআর কৃষ্ণান

উত্তর :
(B) তিরুভারুর বক্তাবতসালাম

  • মিউজিক অ্যাকাডেমি ২২শে মে; ২০২০, ২০২১ এবং ২০২২ সালের জন্য সঙ্গীতা কালানিধি পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেছে।
  • প্রখ্যাত কণ্ঠশিল্পী নেইভেলি আর. সন্থানাগোপালন ২০২০ সালের   পুরস্কার পেয়েছে।
  • মৃদঙ্গ উস্তাদ তিরুভারুর বক্তভাতসালাম – ২০২১ সালের পুরস্কার পেয়েছেন।
  • বেহালাবাদক লালগুড়ি জি. জে. আর. কৃষ্ণান এবং জি. জে. আর. বিজয়লক্ষ্মী ২০২২ সালের সঙ্গীতা কালানিধি পুরস্কার পেয়েছে।

৪. সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) Travel and Tourism Development Index এ ভারতের স্থান কত?

(A) ৫৩তম
(B) ৫৫তম
(C) ৫৪তম
(D) ৫৬তম

উত্তর :
(C) ৫৪তম

  • ১১৭টি দেশ নিয়ে গঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক প্রকাশিত হয়েছে।
  • তালিকার শীর্ষে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স ও জার্মানি।
  • ভারত, ৪.২ স্কোর সহ, ৫৪ তম স্থানে রয়েছে।
  • তথ্যানুযায়ী দক্ষিণ এশিয়ায় ভারত শীর্ষ স্থানে রয়েছে।

৫. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০টি চার মারলেন কে?

(A) রোহিত শর্মা
(B) শিখর ধাওয়ান
(C) শ্রেয়াস আইয়ার
(D) ঋষভ পন্ত

উত্তর :
(B) শিখর ধাওয়ান

  • ২২শে মে ২০২২-এ PBKS এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে ধাওয়ান এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • তার পরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলি, যথাক্রমে ৫৭৭ এবং ৫৭৬ টি চার সহ।

৬. কোন রাজ্যটি মহিলাদের কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(A) পশ্চিমবঙ্গ

  • Centre for Monitoring Indian Economy এর রিপোর্ট অনুযায়ী মহিলাদের কর্মসংস্থান প্রদানে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
  • জানুয়ারি থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত, বাংলায় ৪৩.৭১ লক্ষ মহিলার কর্মসংস্থান হয়েছে।

৭. নিম্নোক্তদের মধ্যে কে “Time’s 100 Most Influential 2022” এর তালিকার টাইটানস ক্যাটেগরিতে ৭তম স্থানে রয়েছে?

(A) মুকেশ আম্বানি
(B) গৌতম আদানি
(C) প্রিয়াঙ্কা চোপড়া
(D) দীপিকা পাড়ুকোন

উত্তর :
(B) গৌতম আদানি

  • টাইমস লিস্ট ছয়টি বিভাগে বিভক্ত- Pioneers, Icons, Artists, Titans, Innovators এবং Leaders।
  • Apple এর CEO – টিম কুক এবং জনপ্রিয় আমেরিকান টিভি হোস্ট অপরাহ উইনফ্রে-এর পাশাপাশি টাইটান ক্যাটেগরিতে গৌতম আদানি নামও রয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button