Uncategorized

কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

বন্ধুরা, আজ আমরা জেনে নেবো সেই বিদ্রোহের সুরকার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জীবনী। জীবনে অনেক সুখ-দুঃখ-বেদনার মাঝে তিনি অনেক কবিতা-গান লিখেছেন। তার বহু রচনায় পাওয়া যেত বিদ্রোহীর ছাপ তাই রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে ধূমকেতু বলে ডাকতেন। আজ সংক্ষেপে জেনে নিই তাঁর জীবনী। Kazi Nazrul Islam Biography in Bengali । কাজী নজরুল ইসলাম জীবনী ।

দেখে নাও : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chatterjee Biography in Bengali

প্রাথমিক জীবন :

  • জন্ম : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে বর্তমানের পশ্চিম বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • পিতা ও মাতা : পিতা কাজী ফকির আহম্মেদ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান ছিলেন তিনি। কাজী নজরুলের পিতা স্থানীয় মসজিদের ইমাম ছিলেন।
  • কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়াঁ
  • তাঁর প্রাথমিক জীবন বা শৈশব কেটেছে খুব কষ্টের মধ্যে।
  • তিনি যখন মাত্র ৯ বছরের ছিলেন, তাঁর পিতার মৃত্যু হয়।

দেখে নাও : নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনী – প্রতিবেদন – Netaji Subhas Chandra Bose

শিক্ষা :

  • কাজী নজরুল ইসলামের পরিবার ছিল বেশ ধার্মিক। ছোটতে তাঁকে মাদ্রাসায় ভর্তি করেন তাঁর পিতা।
  • সেখানে কোরান, ইসলাম ধর্মতত্ত্ব ও ধর্মদর্শনের অধ্যয়ন শুরু করেন তিনি।
  • পিতার মৃত্যুর পর মাদ্রাসা ছেড়ে ভর্তি হন প্রাথমিক বিদ্যালয়ে এবং মাত্র দুই বছরে প্রাথমিক মাধমিক পরীক্ষায় ভালো নম্বরে পাশ করেন তিনি।
  • অভাবজনিত কিছুদিন কাজ করেন স্থানীয় মসজিদের মুয়াযযিন হিসাবে। ফলে তিনি শৈশবকালেই ইসলামী চেতনার সংস্পর্শে আসেন যা পরবর্তী কালে তার রচনায় প্রতিফলিত হয়।
  • মসজিদের কাজে তিনি বেশি দিন ছিলেন না। মোটামোটি ১২ বছর বয়সে এক লেটো দলে যোগ দেন তিনি।
  • নজরুলের প্রথম সাহিত্য চর্চা শুরু হয় এই লেটোর দলেই।
  • লেটোর দলের জন্য বিভিন্ন গান ও কবিতা রচনা করতে থাকেন। এর পাশাপাশি নিজের কর্মসূত্রে বিভিন্ন হিন্দু পৌরাণিক গ্রন্থ পড়া শুরু করেন।
  • লেখা শুরু করেন চাষার সঙ, বিদ্যাভূতুম, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ ইত্যাদির মত অনেক লোকসংগীত।
  • ১৯১০ সালের দিকে তিনি লেটোর দল ছেড়ে দেন এবং ফিরে আসেন পড়াশোনার জগতে। ভর্তি হন রাণীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে, এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে (পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিত)।
  • সংসারের টানে তিনি আবারো ব্যর্থ হন এবং ষষ্ঠম শ্রেণীর পর তিনি আবার কাজে যাওয়া শুরু করেন।
  • এক রুটির দোকানে ৫ টাকার বেতনে কাজ শুরু করেন।
  • সেই দোকানে বসে বসে লেখা লেখি করার সময় এক দারোগা কাজী রফিকুদ্দিনের নজরে পড়েন তিনি।
  • কাজী নজরুলের মধ্যে প্রতিভা দেখে তাঁকে নিজের গ্রাম ময়মনসিংহে এনে এক স্কুলে আবার সোতোপম শ্রেণীতে ভর্তি করেন তিনি।
  • যাই হোক সেখান থেকে আবার রানিগঞ্জে পালিয়ে আসেন তিনি। ১৯১৭ সাল পর্যন্ত রানিগঞ্জের সেই স্কুলেই পড়াশোনা করেন তিনি এবং অবশেষে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়েই চাকরির সুযোগ পান সেনাবাহিনীতে। শুরু হয় তাঁর সৈনিক জীবন।

দেখে নাও : স্বামী বিবেকানন্দ জীবনী – বিবেকানন্দ প্রতিবেদন

সৈনিক জীবন

  • ১৯১৭ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম যোগদান করেন সেনা-বাহিনীতে।
  • সেনা বাহিনীতে প্রায় আড়াই বছর চাকরি করেন তিনি। (১৯১৭ সালের শেষ দিক থেকে ১৯২০ এর মাঝামাঝি)
  • ৪৯ বেঙ্গল রেজিমেন্টে থাকার সময় তিনি পাঞ্জাবী মৌলবী কাছ থেকে ফারসি ভাষা শেখেন।
  • সেনা-বাহিনীতে থাকাকালীন তিনি গান-বাজনা, সঙ্গীতচর্চা, কবিতা-গল্প লেখার কাজ চালিয়ে গেছেন।
  • কাজী নজরুল ইসলাম করাচি সেনানিবাসের থাকার সময় বেশ কিছু গল্প-কবিতা লিখেছিলেন যার মধ্যে রয়েছে বাউণ্ডুলের আত্মকাহিনী, মুক্তি (নজরুলের প্রথম কবিতা), হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে ইত্যাদি কিছু লেখা।
  • পরে ১৯২০ সালে যুদ্ধ থেমে গেলে তিনি কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় প্রতি মনোনিবেশ করেন।

কাজী নজরুলের সাহিত্য

কবিতা সমূহ :

  • ১৯২১ সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ভাঙার গান কবিতা লেখার পর বাংলা কবিতা ও গানের এক নতুন ধারার সৃষ্টি হয়।
  • বিশেষ করে বিদ্রোহী কবিতাটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এর জন্যই তাঁর নাম হয় বিদ্রোহী কবি
  • ১৯২২ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়।
  • ১৯২৪ সালে আগস্টে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ ভাঙার গান , কিন্তু ব্রিটিশ সরকার একই বছরের নভেম্বরে বইটি বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করে।
  • তাঁর কিছু বিখ্যাত কবিতা হল :
    • আমার কৈফিয়ৎ
    • চৈতি হাওয়ায়
    • বিদায় বেলায়
    • মানুষ
    • লিচু চোর
    • সাম্যবাদী
    • পথহারা
    • অভিশাপ
    • প্রলয়োল্লাস
    • প্রভাতী
    • ধূমকেতু
    • আগমনী ইত্যাদি।

কাজী নজরুলের গান – নজরুলগীতি :

  • বিভিন্ন রাগ-রাগিণীর শুরে কাজী নজরুলের ইসলামের গান মানুষের হৃদয়ে স্থান পেয়ে যায়।
  • তাঁর গান জন্ম দেয় সংগীতের এক নতুন শাখা – নজরুলগীতি-র।
  • কাজী নজরুল ইসলামের কিছু বিখ্যাত গান :
    • শ্মশানে জাগিছে শ্যামা মা
    • শ্যামা তন্বী আমি মেঘ-বরণা
    • দূর দ্বীপবাসিনী
    • চল চল চল, ঊর্দ্ধ গগনে বাজে মাদল
    • কারার ওই লৌহকপাট
    • রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম
    • মোর ঘুমঘোরে এলে মনোহর
    • দুর্গম গিরি কান্তার মরু
    • আলগা করো গো খোঁপার বাঁধন
    • শূন্য এ বুকে পাখি মোর
    • নিশুতি রাতের শশী ইত্যাদি আরও অনেক গান।

কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন :

  • আগে নারগিস আসার খানমের সাথে বিয়ে ঠিক হলেও তা শেষ অব্দি ভেঙে যায়।
  • তিনি পালিয়ে আসেন কুমিল্লায় এবং বিরজা সুন্দরী দেবীর বাড়িতে থাকতে শুরু করেন। এখানে পরিচয় হয় প্রমীলা দেবীর সাথে।
  • কাজী ইসলাম যখন অসুস্থ ছিলেন, তাঁর পরিচর্চা করেন প্রমীলা দেবী, শেষে প্রমীলা দেবীর তাঁর বিবাহ সম্পন্ন হয়।

কাজী নজরুল ইসলামের মৃত্যু :

  • কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯শে আগস্ট এই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোক গমন করেন।
  • ১৯৪২ সাল থেকেই দুরারোগ্য মূক ও বধির রোগে আক্রান্ত ছিলেন তিনি।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাঁকে জাতীয় সম্মানের সহিত সমাধিস্থ করা হয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button