23rd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
23rd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৩শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ২২ শে মে ২০২২-এ রাজা রামমোহন রায়ের কত তম জন্মবার্ষিকী উদযাপিত হলো?
(A) ২৭০ তম
(B) ২৫০ তম
(C) ৩০০ তম
(D) ২০০ তম
- কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ২২শে মে ২০২২-এ রাজা রাম মোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
- কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি কার্যত কলকাতার সল্টলেকে ‘ফাদার অফ বেঙ্গল রেনেসাঁ’ (রামমোহন রায়)-এর মূর্তি উন্মোচন করেছেন।
- রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সংস্কারক যিনি ১৮২৮ সালে ব্রাহ্মসসভার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।
২. কে সম্প্রতি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয় পর্বতারোহীদের একজন হয়ে উঠেছেন?
(A) রিদম মামানিয়া
(B) রাভিনা সিং
(C) আনুশকা দয়াল
(D) সৃষ্টি মিশ্র
- মুম্বাইয়ের ১০-বছর বয়সী স্কেটার রিদম মামানিয়া এভারেস্ট বেস ক্যাম্পে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয় পর্বতারোহীদের একজন হয়ে উঠেছেন।
- বেস ক্যাম্পটি ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এবং অভিযানটি সম্পূর্ণ করতে তার ১১ দিন সময় লেগেছিল।
- মাউন্ট এভারেস্টে ২টি বেস ক্যাম্প রয়েছে- দক্ষিণ বেস ক্যাম্প নেপালে ৫,৩৬৪ মিটার উচ্চতায় এবং উত্তর বেস ক্যাম্পটি ৫,১৫০ মিটার উচ্চতায় তিব্বতে অবস্থিত।
৩. Infosys লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর (CEO এবং MD) হিসাবে সম্প্রতি কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে?
(A) ইন্দ্রপ্রীত সাহনি
(B) কৃষ্ণমূর্তি শঙ্কর
(C) কিরণ মজুমদার শ
(D) সলিল পারেখ
- IT প্রধান Infosys ২২শে মে সলিল এস. পারেখকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত করেছে ৷
- সলিল পারেখ জানুয়ারি ২০১৮ থেকে Infosys এর CEO এবং MD রয়েছেন।
- তিনি ২রা জানুয়ারী ২০১৮-এ অন্তর্বর্তীকালীন CEO ইউ. বি. প্রভিন রাওয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
৪. কোন রাজ্য সরকার তার সমস্ত বিভাগে আউটসোর্স কর্মীদের মধ্যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের নির্দেশ দিয়েছে?
(A) কেরালা
(B) আসাম
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
- ৩৩ শতাংশ সংরক্ষণ সমস্ত স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয়, নগর স্থানীয় সংস্থা এবং অন্যান্য সরকারি অফিসগুলির জন্য প্রযোজ্য।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে, রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর, হাউসকিপিং স্টাফ এবং অন্যান্য গ্রুপ ডি কর্মচারী এবং ড্রাইভার নিয়োগ করে।
৫. অস্ট্রেলিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সম্প্রতি কে বিশ্ব রেকর্ড ভাঙলেন?
(A) কাইল চালমারস
(B) আরিয়ান টিটমাস
(C) ব্রেন্ডন স্মিথ
(D) কাইলি ম্যাককাউন
- অলিম্পিক স্বর্ণপদক জয়ী আরিয়ান টিটমাস অস্ট্রেলিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
- ৩ মিনিট ৫৬.৪ সেকেন্ডের এই রেকর্ড আগের ২০১৬ সালের অলিম্পিকে আমেরিকান প্রতিদ্বন্দ্বী কেটি লেডেকির করা রেকর্ডটি ভেঙে দিয়েছে।
৬. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
(A) জুলিয়া গিলার্ড
(B) স্কট মরিসন
(C) অ্যান্থনি অ্যালবানিজ
(D) ম্যালকম টার্নবুল
- অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা, অ্যান্থনি অ্যালবানিজ বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পরাজিত করেছেন।
- অ্যান্থনি অ্যালবানিজ ২৩সে মে অস্ট্রেলিয়ার ৩১ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
৭. সাম্প্রতিক ল্যানসেট রিপোর্ট অনুযায়ী, কোন দেশে বায়ুদূষণের ফলে মৃত্যু সংখ্যা সর্বাধিক?
(A) চীন
(B) দক্ষিণ আফ্রিকা
(C) বাংলাদেশ
(D) ভারত
- দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে একটি সমীক্ষা অনুযায়ী দূষণের ফলে ২০১৯ সালে ভারতে ২৩ লাখেরও বেশি অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে।
- এর মধ্যে বিষাক্ত বায়ু ২০১৯ সালে ১৬.৭ লক্ষ ভারতীয়ের অকাল মৃত্যুর কারণ হয়েছিল যা মোট মৃত্যুর প্রায় ১৮%।
- সহজ কথায় বলতে গেলে বিশ্বব্যাপী সমস্ত মৃত্যুর মধ্যে প্রতি ৬ জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে দূষণের ফলে।
৮. সম্প্রতি কে ৩৬ তম Reykjavik Open 2022 জিতেছেন?
(A) রমেশবাবু প্রজ্ঞানন্দ
(B) ম্যাগনাস কার্লসেন
(C) অভিমন্যু মিশ্র
(D) ডোমরাজু গুকেশ
- ১৬ বছর বয়সে, তিনি ২২শে ফেব্রুয়ারী ২০২২ এ এয়ারথিংস মাস্টার্স র্যাপিড চেস টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন।
- ২০শে মে ২০২২ তারিখে Chessable Masters Online দাবা টুর্নামেন্টে তিনি আবার কার্লসেনকে পরাজিত করেছিলেন।
- ৩ মাসের মধ্যে এটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে তার দ্বিতীয় জয়।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here