16th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কোন দেশ তার প্রথম Thomas Cup শিরোপা জিতেছে?
(A) মালয়েশিয়া
(B) সিঙ্গাপুর
(C) জাপান
(D) ভারত
- ১৫ই মে ২০২২ তারিখে ব্যাংককে ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ এ হারিয়ে ভারত তার প্রথম থমাস কাপ শিরোপা জিতেছে।
- ভারত এর আগে ১৯৫২, ১৯৫৫ এবং ১৯৭৯ সালে থমাস কাপের সেমিফাইনালে পৌঁছেছিল।
২. ব্যবসা এবং ডিলারদের দ্বারা পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে?
(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) গুজরাট
- এই পণ্য ও পরিষেবা কর নিবন্ধনের ক্ষেত্রে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে এবং এদের পর রয়েছে যথাক্রমে গুজরাট ও তামিলনাড়ু৷
- মহারাষ্ট্রে ১.৪৮ মিলিয়ন সাধারণ GST প্রদানকারী রয়েছেন যারা মাসিক ভিত্তিতে কর প্রদান করে, এবং উত্তর প্রদেশে ১.৩৩ মিলিয়ন করদাতা রয়েছে।
৩. ২০২২ সালের কোন দিনটিতে বুদ্ধ জয়ন্তী বা বৈশাখী বুদ্ধ পূর্ণিমা পালিত হল?
(A) ৬ই মে
(B) ১৬ই মে
(C) ১৪ই মে
(D) ১০ই মে
- নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে এই পবিত্র পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল।
৪. শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন?
(A) কাতার
(B) ওমান
(C) সংযুক্ত আরব আমিরাত (UAE)
(D) ইয়েমেন
- সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল আবুধাবির ক্রাউন প্রিন্স, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।
- তিনি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০২২ সালের মে মাসে মারা গেছেন।
৫. সম্প্রতি কে Central Coalfields Ltd (CCL) এর নতুন প্রযুক্তিগত পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) অলকেশ কুমার শর্মা
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) রাম বাবু প্রসাদ
- রাম বাবু প্রসাদ ১৪ই মে ২০২২-এ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) এর নতুন প্রযুক্তিগত পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- পূর্বের পরিচালক ভোলা সিং ১লা জানুয়ারী, ২০২২-এ CCL এর চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলে পদটি শুন্য ছিল।
৬. কোন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সম্প্রতি মারা গেছেন?
(A) শেন ওয়ার্ন
(B) জন রাদারফোর্ড
(C) অ্যান্ড্রু সাইমন্ডস
(D) রডনি মার্শ
- প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস সম্প্রতি প্রয়াত হলেন।
- তিনি ১৯৮টি ওয়ানডেতে ছয়টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ-সেঞ্চুরি করেছেন।
- সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টি-টোয়েন্টি খেলেছেন যেখানে ৩৩৭ রান এবং আটটি উইকেট নিয়েছেন।
৭. কোন দিনটিতে প্রতিবছর “International Day of Living Together in Peace” পালিত হয়?
(A) ১৬ই মে
(B) ১৫ই মে
(C) ১৭ই মে
(D) ১৮ই মে
- ৮ই ডিসেম্বর ২০১৭ তে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ই মে-কে ‘শান্তিতে একত্রে বসবাসের আন্তর্জাতিক দিবস’ হিসাবে ঘোষণা করে।
- ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়।
৮. সম্প্রতি কে ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ (CBSE)-এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) নিধি চিব্বার
(B) বিলা রাজেশ
(C) দূর্গা শক্তি নাগপাল
(D) প্রীতি সুদান
- সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) হল ভারতে সরকারি ও বেসরকারি স্কুলগুলির জন্য একটি জাতীয় স্তরের শিক্ষা বোর্ড; এটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়।
- ১৯২৯ সালে এই বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here