15th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
15th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৫ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন ফুটবল দল 2022 Italian Cup চ্যাম্পিয়ন হয়েছে?
(A) Juventus
(B) Inter Milan
(C) Atlanta
(D) Venezia
- ১২ই মে ২০২২ এ ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে পরাজিত করার পর ইন্টার মিলান ২০২২ সালের ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে।
- এটি ছিল ইন্টার মিলানের অষ্টম ইতালিয়ান কাপ।
২. ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এখনও পর্যন্ত ২০২২ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ কে হলেন?
(A) লিওনেল মেসি
(B) নেইমার
(C) ক্রিস্টিয়ানো রোনালদো
(D) লেব্রন জেমস
- মেসির মোট আয় ১৩০ মিলিয়ন ডলার।
- ফোর্বসের তালিকা অনুসারে, মেসির পরে রয়েছেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের US সুপারস্টার লেব্রন জেমস, যিনি ১২১.২ মিলিয়ন ডলার আয় করেছেন।
- ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালডো ১১৫ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন।
৩. বিশ্বব্যাপী ফোর্বসের সর্বশেষ Global 2000 তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্থান কত?
(A) ৫১
(B) ৫৭
(C) ৫৫
(D) ৫৩
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফোর্বসের সর্বশেষ Global 2000 বিশ্বব্যাপী পাবলিক কোম্পানির তালিকায় ৫৩ তম স্থানে রয়েছে।
- রিলায়েন্স হল তালিকায় শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থা, তারপরে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ১০৫ নম্বরে, HDFC ব্যাঙ্ক ১৫৩ নম্বরে এবং ICICI ব্যাঙ্ক ২০৪ নম্বরে রয়েছে ৷
- Berkshire Hathaway কোম্পানি এই লিস্টে প্রথম স্থানে রয়েছে।
৪. কোন দিনটিতে প্রতিবছর আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়?
(A) ১৪ই মে
(B) ১৭ই মে
(C) ১৬ই মে
(D) ১৫ই মে
- প্রতি বছর ১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়।
- দিবসটি ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করেছিল।
- ২০২২ সালের ‘International Family Day’-এর থিম হল – “Families and Urbanization”।
৫. ‘গগনযান মানব মিশন’ কর্মসূচির জন্য ISRO সম্প্রতি একটি human-rated সলিড রকেট বুস্টার এর টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। রকেট বুস্টারটির নাম কি?
(A) HS-200
(B) UA120
(C) SRB-A
(D) AJ-60A
- ISRO সফলভাবে ১৩ই মে ২০২২-এ এই টেস্ট সম্পন্ন করেছে।
- শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পরীক্ষাটি চালানো হয়।
৬. কেন্দ্রীয় সরকার অবিলম্বে নিম্নলিখিত কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে?
(A) চাল
(B) ভুট্টা
(C) আঁখ
(D) গম
- কেন্দ্রীয় সরকার অবিলম্বে গম রপ্তানি নিষিদ্ধ করেছে।
- ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ১৩ই মে ২০২২ এ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
- গম রপ্তানি নীতিতে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে।
৭. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন?
(A) ত্রিপুরা
(B) অরুণাচলপ্রদেশ
(C) পাঞ্জাব
(D) তামিলনাড়ু
- ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা।
- ত্রিপুরার রাজধানী আগরতলা।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here