13th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
13th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) মাহিন্দা রাজাপাকসে
(B) রনিল বিক্রমাসিংহে
(C) গোটাবায়া রাজাপাকসে
(D) জি এল পিরিস
- এর আগের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ৯ই মে ২০২২-এ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ১২ই মে পাঁচ বারের প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে আবার শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- তিনি ১৯৯৪ সাল থেকে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা।
২. কোন রাজ্যে, GAIL (India) Ltd ভারতের বৃহত্তম ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন’ (PEM) ইলেক্ট্রোলাইজার স্থাপন করতে চলেছে?
(A) কর্ণাটক
(B) উত্তর প্রদেশ
(C) অন্ধ্র প্রদেশ
(D) মধ্য প্রদেশ
- প্রকল্পটি মধ্যপ্রদেশের গুনা জেলার GAIL-এর বিজয়পুর কমপ্লেক্সে ইনস্টল করা হবে এবং এটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর ভিত্তি করে করা হবে।
- প্রকল্পটি প্রতিদিন প্রায় ৪.৩ মেট্রিক টন হাইড্রোজেন উৎপাদন করার জন্য ডিজাইন করা হয়েছে।
৩. ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (CII) এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সঞ্জীব বাজাজ
(B) মুকেশ আম্বানি
(C) অনিল আম্বানি
(D) গৌতম আদানি
- বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, সঞ্জীব বাজাজ, Confederation of Indian Industry (CII) এর সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি TATA স্টিল লিমিটেডের CEO এবং ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রনের স্থলাভিষিক্ত হলেন।
৪. বিদেশে কর্মসংস্থানের সুযোগ সন্ধানী যুবকদের জন্য কোন শহরে একটি ‘স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার’ স্থাপন করা হবে?
(A) আহমেদাবাদ
(B) গান্ধীনগর
(C) বারাণসী
(D) পাঞ্জি
- Skill India বা ভারতের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা চালু করা একটি প্রচারণা।
- এটি ভারতের National Skills Development Corporation দ্বারা পরিচালিত হয়।
- অফিসিয়াল ওয়েবসাইট: skillindia.gov.in
- চালু হওয়ার সাল : ২০১৫
- লঞ্চ করেছেন : নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রী)
৫. কাকে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের (ECI) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) রাজীব কুমার
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) অলকেশ কুমার শর্মা
- রাজীব কুমারকে ১৫ই মে ২০২২ থেকে ভারতের নির্বাচন কমিশনের (ECI) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হবে।
- ১৪ই মে, ২০২২-এ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের কার্যালয় ত্যাগ করার পরে তিনি এই পদটি গ্রহণ করবেন।
- রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এই নিয়োগ করেছেন।
৬. ‘সাইপ্রাস ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স মিটিং ২০২২’-এ, কে সম্প্রতি লিমাসোলে মহিলাদের ১০০ মিটার হার্ডলেস-এ (Hurdles) স্বর্ণপদক জিতে জাতীয় রেকর্ড ভেঙেছেন?
(A) আংশু মালিক
(B) পূজা জাত্যন
(C) জ্যোতি ইয়ারাজি
(D) রিয়া জাদন
- সাইপ্রাস ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স মিটিং ২০২২-এ, ভারতের জ্যোতি ইয়ারাজি ১১ই মে ২০২২-এ লিমাসোলে মহিলাদের ১০০ মিটার হার্ডলেসে স্বর্ণপদক জিতে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
- আর এক ভারতীয় অ্যাথলিট লিলি দাস মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন।
৭. এশিয়ার কোন দেশ প্রথম NATO Cyber Defence Group এ যোগদান করলো?
(A) ভারত
(B) চীন
(C) থাইল্যান্ড
(D) দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া :
- প্রেসিডেন্ট : ইউন সিওক-ইউল
- রাজধানী : সিওল
- মুদ্রা : ওন
৮. কাকে সম্প্রতি ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’- প্রদান করা হল?
(A) মনোজ পান্ডে
(B) অজয় সিং
(C) অমরদ্বীপ সিং
(D) সুরিন্দর সিং মহল
- জেনারেল মনোজ পান্ডে ১লা মে ২০২২-এ ভারতের ২৯তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেনাবাহিনীতে শীর্ষ পদে অধিষ্ঠিত প্রথম কর্পস অফ ইঞ্জিনিয়ার্স অফিসার হয়েছেন।
- পরম বিশিষ্ট সেবা পদক ভারতের একটি সামরিক পুরস্কার।
- এটি ১৯৬০ সালে চালু হয়েছিল।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here