10th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. বিশ্ব লুপাস দিবস (World Lupus Day) কোন দিনটিতে পালিত হয়?
(A) ৭ই মে
(B) ১০ই মে
(C) ৯ই মে
(D) ৮ই মে
- দিনটির লক্ষ্য এই অটোইমিউন রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
- এই প্রদাহজনক রোগটি হয় যখন ইমিউন সিস্টেম তার নিজস্ব টিস্যুকে (কলা) আক্রমণ করে।
- লুপাস জয়েন্ট, ত্বক, কিডনি, রক্তকণিকা, মস্তিষ্ক, হৃদয় এবং ফুসফুসকে প্রভাবিত করতে পারে।
- লুপাস রোগের সবচেয়ে সাধারণ লক্ষণগুলি হল অনবরত জ্বর, বারবার মুখের ঘা, জয়েন্ট এবং পেশী ব্যথা এবং চরম ক্লান্তি।
- এই রোগটি সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বা SLE নামেও পরিচিত।
২. সম্প্রতি বঙ্গোপসাগরে নিচের কোন ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল?
(A) ঘূর্ণিঝড় আকাশ
(B) ঘূর্ণিঝড় মেঘ
(C) ঘূর্ণিঝড় গতি
(D) ঘূর্ণিঝড় অশনি
- ঘূর্ণিঝড় অশনি ৮ই মে ২০২২-এ বঙ্গোপসাগরে গঠিত হয়েছিল।
- অশনি নামটি শ্রীলঙ্কা দিয়েছে যার অর্থ ‘ক্রোধ’।
- ঘূর্ণিঝড় অশনি হল ২০২২ সালে উত্তর ভারত মহাসাগর অঞ্চলের প্রথম ঝড়।
দেখে নাও : ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা
৩. নিম্নোক্ত ভারতীয়দের মধ্যে কারা ফিচার ফটোগ্রাফি বিভাগে মর্যাদাপূর্ণ Pulitzer Prize 2022-এ সম্মানিত হয়েছেন?
(A) রানা আইয়ুব, বরখা দত্ত, ড্যানিশ সিদ্দিকী ও আদনান আবিদি
(B) আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু, বরখা দত্ত এবং রানা আইয়ুব
(C) ড্যানিশ সিদ্দিকী, আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং বরখা দত্ত
(D) ড্যানিশ সিদ্দিকী, আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডেভ
- পুলিৎজার পুরস্কার হল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনায় কৃতিত্বের জন্য প্রদান করা একটি পুরস্কার।
- এটি ১৯১৭ সালে জোসেফ পুলিৎজারের ইচ্ছায় চালু হয়েছিল।
৪. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে সম্প্রতি কে মাদ্রিদ ওপেন শিরোপা জিতেছে?
(A) রাফায়েল নাদাল
(B) কার্লোস আলকারাজ
(C) সেবাস্তিয়ান কোর্দা
(D) নোভাক জোকোভিচ
- পুরুষদের একক ফাইনালে তিনি আলেকজান্ডার জাভেরেভকে ৬২ মিনিটে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেন।
- এই বছরে এটি তার চতুর্থ শিরোপা।
৫. কোন দেশে সম্প্রতি ‘International Shooting Sport Federation (ISSF) Junior World Cup’ শুরু হয়েছে?
(A) ইতালি
(B) স্পেন
(C) জার্মানি
(D) ফ্রান্স
- ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) জুনিয়র বিশ্বকাপ ৯ই মে ২০২২ এ জার্মানির সুহলে শুরু হয়েছে।
- ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) জার্মান বিশ্বকাপের জন্য ৫১ জনের মতো শ্যুটার বাছাই করেছে, যার মধ্যে অনীশ ভানওয়ালা, নম্যা কাপুর, ভিভান কাপুরের মতো কয়েকজন শ্যুটার রয়েছে ৷
৬. ভারতের বিখ্যাত কিংবদন্তি সন্তুর ওস্তাদ (সন্তুরবাদক) শিবকুমার শর্মা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কত সালে পদ্ম বিভূষণে ভূষিত হন?
(A) ২০০১
(B) ২০২১
(C) ১০১০
(D) ২০০২
- সন্তুর হল জম্মু-কাশ্মীর অঞ্চলের এক স্থানীয় বাদ্যযন্ত্র।
- শিবকুমার কুমার শর্মা তার হাতের জাদুতে এই বাদ্য যন্ত্রের সুর পৌঁছে দিয়েছেন গোটা বিশ্বের দরবারে।
- ১০ই মে ২০২২ এ তাঁর মৃত্যু হয় হার্ট অ্যাটাকের ফলে।
- তিনিই প্রথম সংগীতজ্ঞ যিনি সন্তুরের সাথে ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকের মেল বন্ধন ঘটিয়েছিলেন।
৭. কাকে সম্প্রতি ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি পুরস্কারে ভূষিত করা হলো?
(A) দিলীপ ঘোষ
(B) শুভেন্দু অধিকারী
(C) মমতা ব্যানার্জি
(D) মদন মিত্র
- রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়েছে।
- ব্রাত্য বসু এই পুরস্কারটি গ্রহণ করেছেন।
- ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন এই পুরস্কার প্রদান করা হয়েছে।
৮. কোন রাজ্য সরকার প্রায় প্রতিটি গ্রামে বিনামূল্যে হাই স্পিড wi-fi সংযোগ পরিষেবার ঘোষণা করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) দিল্লী
(D) মধ্য প্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার রাজ্যের গ্রামে প্রায় ৫৮ হাজারেরও বেশি এলাকায় বিনামূল্যে wi-fi সুবিধা দেবে।
- রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সচিবালয় (গ্রাম সচিবালয়) বিল্ডিংয়ের ৫০ মিটারের দূরত্বের মধ্যে এই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here
khub sundor
Thank you .. keep following us.
Hello. And Bye.