Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৫শে বৈশাখ, অর্থাৎ ৯ই মে ২০২২ এ রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্মবার্ষিকী পালিত হল?

(A) ১৬১ তম
(B) ১৫০ তম
(C) ১২৫ তম
(D) ১৬৮ তম

উত্তর :
(A) ১৬১ তম

  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনা গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
  • তিনিই একমাত্র ব্যক্তি যিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন (ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা)।
  • তিনি ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালে মারা যান।

২. নেপালের কামি রিতা শেরপা সম্প্রতি কতবারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহন করলেন?

(A) ২৮
(B) ১৫
(C) ২৬
(D) ১০

উত্তর :
(C) ২৬

  • ২০২১ সালে তৈরি করা তার নিজের আগের বিশ্ব রেকর্ড ভেঙে নেপালের কামি রিতা শেরপা ২৬ তম বারের জন্য মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন।
  • তিনি ১৩ই মে, ১৯৯৪ সালে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টে চড়েছিলেন।

৩. Youtube প্ল্যাটফর্মের জন্য শর্ট ফিল্ম তৈরি করতে কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি Youtube India এর সাথে চুক্তি করেছেন?

(A) দুতি চাঁদ
(B) মেরি কম
(C) পিভি সিন্ধু
(D) নীরজ চোপড়া

উত্তর :
(D) নীরজ চোপড়া

  • এই শর্ট ফিল্মে তার হরিয়ানার খান্দ্রার একটি গ্রাম থেকে টোকিও ২০২০ অলিম্পিকে অলিম্পিক পডিয়ামের শীর্ষে পৌঁছানোর গল্প বর্ণিত থাকবে।

৪. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) কুমার দিবাকর
(B) পুষ্প কুমার জোশী
(C) রবীন্দ্র কুশওয়াহা
(D) শচীন সিং

উত্তর :
(B) পুষ্প কুমার জোশী

  • এর আগে, তিনি ১লা আগস্ট, ২০১২ থেকে কর্পোরেশনের পরিচালক ছিলেন।

HPCL :

  • CEO : মুকেশ কুমার সুরানা
  • সদর দপ্তর : মুম্বাই

৫. ACI ওয়ার্ল্ডওয়াইডের একটি রিপোর্ট অনুসারে, কোন দেশে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক real-time transactions দেখা গেছে?

(A) জাপান
(B) কানাডা
(C) ভারত
(D) আমেরিকা

উত্তর :
(C) ভারত

  • এই সংখ্যার দিক থেকে চীন দ্বিতীয় স্থানে থাকলেও ভারতে চীনের চেয়েও প্রায় তিনগুণ বেশি transaction দেখা গেছে।
  • ২০২১ সালে ভারতে সামগ্রিক আর্থিক লেনদেনের পরিমাণের প্রায় ৩১.৩% রিয়েল-টাইম পেমেন্ট ছিল।

৬. কাকে সম্প্রতি Central Board of Direct Taxes (CBDT)-এর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?

(A) সঙ্গীতা সিং
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) অলকেশ কুমার শর্মা

উত্তর :
(A) সঙ্গীতা সিং

  • তিনি জে. বি. মহাপাত্রের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • মহাপাত্র, আয়কর বিভাগের একজন ১৯৮৫-ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) অফিসার।

৭. ‘ক্রিপ্টো অ্যানালিটিক্স ফার্ম চেইন্যালাইসিস’ দ্বারা প্রকাশিত ২০২২ সালের ‘Global Crypto Adoption Index’-এ ভারতের স্থান কত?

(A) ২১
(B) ২৯
(C) ২৫
(D) ১৭

উত্তর :
(A) ২১

  • মার্কিন যুক্তরাষ্ট্র আনুমানিক ৪৯.৯৫ বিলিয়ন ডলার লাভের সাথে তালিকায় শীর্ষে রয়েছে, তারপরে যুক্তরাজ্য (UK) আনুমানিক ৮.১৬ বিলিয়ন ডলার লাভের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে।
  • ভারতের আনুমানিক লাভ ছিল ১.৮৫ বিলিয়ন ডলার।

৮. কোন কারণ বসত সম্প্রতি Asian Games 2022 স্থগিত করা হয়েছে?

(A) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
(B) করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি
(C) আর্থিক মন্দা
(D) উপরের একটিও নয়

উত্তর :
(B) করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি

  • Asian Games 2022 ১০ই সেপ্টেম্বর ২০২২ থেকে চীনের হ্যাংজহু শহরে আয়োজিত হওয়ার কথা ছিল।
  • বাড়তি কোভিড কেসের জন্য ১৯ তম Asian Games স্থগিত করা হল; ২০২৩ সালে আবার পরিস্থিতি ঠিক হলে Asian Games আয়োজন করা হবে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button