Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটি বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস হিসেবে পালিত হয়?

(A) ৪ঠা মে
(B) ৫ই মে
(C) ২রা মে
(D) ১লা মে

উত্তর :
(B) ৫ই মে

  • ২০১৯ সালে, UNESCO এই দিনটিকে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস হিসাবে ঘোষণা করে।
  • পর্তুগিজ হলো পশ্চিম রোমানদের ভাষা।

২. কোন ফুটবল ক্লাব সম্প্রতি ৩৫তম স্প্যানিশ লিগের শিরোপা জিতেছে?

(A) ম্যানচেস্টার ইউনাইটেড
(B) চেলসি
(C) FC বার্সেলোনা
(D) রিয়াল মাদ্রিদ

উত্তর :
(D) রিয়াল মাদ্রিদ

  • ১৯২৯ সাল থেকে এই লীগ আয়োজিত হয়ে আসছে।
  • রিয়াল মাদ্রিদ ৩৫টি শিরোপা সহ এই লীগের সর্বোচ্চ শিরোপা জয়ী।
  •  এই লিগে সবচেয়ে বেশি গোয়াল দিয়েছেন লিওনেল মেসি।

৩. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি Google-এর নতুন পাবলিক পলিসি প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) অ্যান্ডি জ্যাসি
(B) অর্চনা গুলাটি
(C) টিম কুক
(D) সত্য নাদেলা

উত্তর :
(B) অর্চনা গুলাটি

  • তিনি পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির federal think-tank এবং দেশের antitrust watchdog NITI আয়োগে ডিজিটাল কমিউনিকেশনের যুগ্ম সচিব হিসাবে কাজ করেছেন।

৪. কোন রাজ্যে সম্প্রতি ‘মিঞা কা বাদা’ স্টেশনের নাম পরিবর্তন করে ‘মহেশ নগর হল্ট’ করা হয়েছে?

(A) গুজরাট
(B) হিমাচল প্রদেশ
(C) পাঞ্জাব
(D) রাজস্থান

উত্তর :
(D) রাজস্থান

  • রাজস্থানের বারমের জেলার বালোত্রা এলাকায় ‘মিয়াঁ কা বাদা’ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘মহেশ নগর হল্ট’ করা হয়েছে।
  • এর আগে ২০১৮ সালে, এলাকার নামও ‘মিয়াঁ কা বাদা’ থেকে ‘মহেশ নগর’-এ পরিবর্তন করা হয়েছিল কিন্তু তখন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়নি।

৫. InterGlobe Aviation পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) নরেশ কুমার
(B) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(C) এলভি বৈদ্যনাথন
(D) রজনীশ কুমার

উত্তর :
(A) নরেশ কুমার

  • IndiGo Airlines পরিচালিত InterGlobe Aviation এর Board of Directors এর চেয়ারম্যান হিসেবে ভেঙ্কটরামানি সুমন্ত্রনকে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি মেলেভেটিল দামোদরনের স্থলাভিষিক্ত হন, যিনি ৩রা মে, ২০২২-এ ৭৫ বছর বয়সে পদত্যাগ করেছিলেন।

৬. ১২তম ‘হকি ইন্ডিয়া সাব জুনিয়র মেন্’স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২’ কোন রাজ্যে শুরু হয়েছে?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) গুজরাট

উত্তর :
(C) গোয়া

  • এই চ্যাম্পিয়নশিপে মোট ২৯ টি দল অংশগ্রহণ করছে এবং ৪ঠা মে ২০২২ থেকে খেলা শুরু হয়েছে।
  • আট দিনের পুল ম্যাচের পরে ১২ই মে কোয়ার্টার-ফাইনাল, ১৪ই মে সেমি-ফাইনাল এবং ১৫ই মে মেডেল ম্যাচগুলি নির্ধারিত হবে।

৭. World Press Freedom Index 2022-এ ভারতের স্থান কত?

(A) ১৪৮তম
(B) ১৫৪তম
(C) ১৫২তম
(D) ১৫০তম

উত্তর :
(D) ১৫০তম

  • বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২২-এ ভারতের র‍্যাঙ্কিং ১৮০টি দেশের মধ্যে ২০২১ সালে ১৪২ তম স্থান থেকে ১৫০ তম অবস্থানে এসেছে।
  • এই ইনডেক্সে নরওয়ে প্রথম, ডেনমার্ক দ্বিতীয়, সুইডেন ৩য়, এস্তোনিয়া ৪র্থ এবং ফিনল্যান্ড ৫ম শীর্ষস্থান দখল করেছে।
  • তালিকার একদম নিচে রয়েছে উত্তর কোরিয়া।
  • পাকিস্তান ১৫৭তম, শ্রীলঙ্কা ১৪৬তম, বাংলাদেশ ১৬২তম এবং মায়নমার ১৭৬তম অবস্থানে রয়েছে।

৮. ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্কের পরিচালনা পর্ষদে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) শান্তনু নারায়ণ
(B) পরাগ আগরওয়াল
(C) দীনেশ পালিওয়াল
(D) অরবিন্দ কৃষ্ণ

উত্তর :
(D) অরবিন্দ কৃষ্ণ

  • IBM চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কের পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়েছেন।
  • তিনি IMB এ গবেষণার প্রধান ছিলেন।

৯. পেনাল্টি শুটআউটে বাংলাকে পরাজিত করে নিচের কোন রাজ্য সপ্তম বারের মতো ‘সন্তোষ ট্রফি’ (Hero Senior Men’s National Football Championship নামেও পরিচিত) জিতলো?

(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তামিলনাড়ু

উত্তর :
(C) কেরালা

  • এর আগে, তারা কোচিতে ১৯৭৩-৭৪ এবং ১৯৯২-৯৩ সালে দুটি সংস্করণ জিতেছিল।
  • কেরালার অধিনায়ক জিজো জোসেফ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
  • ১-১-এ ড্রয়ের পর পেনাল্টি শুটে কেরালা পশ্চিমবঙ্গকে ৫-৪ গোলে হারায়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button