29th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
29th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের মধ্যে কে সম্প্রতি খেলো ইউনিভার্সিটি গেমস ২০২১ এ প্রথম সোনা জিতেছে?
(A) শিব শ্রীধর
(B) কোমল কোহার
(C) বিজয় কুমার
(D) প্রদীপ সিং
- মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের কোমল কোহর খেলো ইউনিভার্সিটি গেমস ২০২১-এর প্রথম সোনা জিতেছেন।
- ৪৫ কেজি শ্রেণির ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেছেন ।
২. সম্প্রতি কোন টানেল ‘ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস’ (IBC)-দ্বারা ‘সেরা পরিকাঠামো প্রকল্প’ পুরস্কার পেয়েছে?
(A) পীর পাঞ্জাল রেলওয়ে টানেল
(B) শ্যামা প্রসাদ মুখার্জি টানেল
(C) অটল টানেল
(D) পাতালপানি রেল টানেল
- হিমাচল প্রদেশের রোহটাং-তে নির্মিত অটল টানেল ২৮শে এপ্রিল ২০২২-এ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস (IBC) দ্বারা ‘Best Infrastructure Project’ পুরস্কার পেয়েছে।
- নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত টানেলটি ৩ অক্টোবর, ২০২০-তে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
৩. বিখ্যাত এলভেরা ব্রিটো সম্প্রতি মারা গেছেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
(A) হকি
(B) ফুটবল
(C) ক্রিকেট
(D) ব্যাডমিন্টন
- প্রাক্তন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এলভেরা ব্রিটো সম্প্রতি মারা যান।
- তিনি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জাপানের বিপক্ষে ভারতের হকি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
- ১৯৬৫ সালে তিনি দ্বিতীয় মহিলা হকি খেলোয়াড় হিসাবে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
৪. কে সম্প্রতি Indifi Technologies এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন হয়েছে?
(A) এলভি বৈদ্যনাথন
(B) পমিলা জসপাল
(C) রজনীশ কুমার
(D) সুমন কে বেরি
- তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) প্রাক্তন চেয়ারম্যান ৷
৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যে সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
(A) গুজরাট
(B) নাগাল্যান্ড
(C) ত্রিপুরা
(D) আসাম
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮শে এপ্রিল, ২০২২-এ ডিব্রুগড়ে একটি অনুষ্ঠানে আসামের সাতটি ক্যান্সার হাসপাতাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।
- হাসপাতালগুলি ডিব্রুগড়, কোকরাঝার, বারপেটা, দাররাং, তেজপুর, লখিমপুর এবং জোড়হাটে নির্মিত হবে।
৬. কোন দেশ তার নৌ ঘাঁটি রক্ষার জন্য ডলফিনের সেনাবাহিনী মোতায়েন করেছে বলে অভিযোগ করা হয়েছে?
(A) রাশিয়া
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ কোরিয়া
(D) উত্তর কোরিয়া
- রাশিয়া কৃষ্ণ সাগরে (Black Sea) তার নৌঘাঁটি (naval base) রক্ষার জন্য ডলফিনের একটি বাহিনী মোতায়েন করেছে বলে জানা গেছে।
৭. কোন শহর ‘গ্লোবাল পাটিদার বিজনেস সামিট ২০২২’ হোস্ট করছে?
(A) সুরাট
(B) জামনগর
(C) রাজকোট
(D) আহমেদাবাদ
- গুজরাটের সুরাটে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল পাটিদার বিজনেস সামিট।
- প্রতি দুই বছর অন্তর তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
- প্রথম দুটি শীর্ষ সম্মেলন ২০১৮ এবং ২০২০ সালে গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল এবং বর্তমান শীর্ষ সম্মেলনটি এখন সুরাটে অনুষ্ঠিত হচ্ছে।
৮. IPL এ ১৫০ উইকেট নেওয়া প্রথম বিদেশী স্পিনার কে হলেন?
(A) সুনীল নারিন
(B) অ্যাডাম জাম্পা
(C) রশিদ খান
(D) গ্লেন ম্যাক্সওয়েল
- কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম বিদেশী স্পিনার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
- দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
- সামগ্রিকভাবে, IPL এ ১৫০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি ৮ম স্থানে রয়েছেন।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here