Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন শহর “মিসাইল লাইফ” শিরোনামের একটি বই প্রকাশ করেছে?

(A) টোকিও
(B) বেইজিং
(C) হায়দ্রাবাদ
(D) নিউইয়র্ক

উত্তর :
(B) বেইজিং

  • সপ্তম চীনা মহাকাশ দিবস উপলক্ষে বেইজিং থেকে এই বই প্রকাশ করা হয়েছে।
  • এটি ২৪শে এপ্রিল ২০২২-এ সেকেন্ড Second Academy of China Aerospace Science and Industry Corporation (CASIC) দ্বারা প্রকাশিত হয়েছিল।

২. জম্মু ও কাশ্মীরের কোন জেলার পঞ্চায়েত – ‘পল্লী’ দেশের প্রথম ‘কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত’ হয়ে উঠেছে?

(A) কাঠুয়া
(B) পুলওয়ামা
(C) কুলগাম
(D) সাম্বা

উত্তর :
(D) সাম্বা

  • এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ কিলো ভোল্টের একটি সৌর প্ল্যান্ট উৎসর্গ করেছিলেন।
  • মোট ৬,৪০৮ বর্গ মিটার এলাকায় ১,৫০০টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছিল, যা কেন্দ্রীয় সরকারের ‘গ্রাম উর্জা স্বরাজ’ কর্মসূচির অধীনে মডেল পঞ্চায়েতের ৩৪০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে।

৩. কে সম্প্রতি ‘Laureus World Sportsman of the Year’ পুরস্কার জিতলেন?

(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) মাইকেল শুমেকার
(C) রজার ফেদারার
(D) লিওনেল মেসি

উত্তর :
(A) ম্যাক্স ভার্স্টাপেন

  • তিনি ২০২১ সিজনে তার প্রথম Formula 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ছিলেন।
  • Emilia Romagna Grand Prix-এ জয়ী হওয়ার পর ভার্স্টাপেনকে এই পুরস্কারের প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছিল।
  • লিওনেল মেসি, রজার ফেদেরার এবং মাইকেল শুমাখার আগে এই পুরস্কার পেয়েছেন।

৪. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ১৯ লক্ষ কোটি টাকার বাজার মূল্যে পৌঁছেছে?

(A) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
(B) টাটা কনসালটেন্সি সার্ভিসেস
(C) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
(D) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন

উত্তর :
(A) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৭শে এপ্রিল ২০২২-এ প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ১৯ লক্ষ কোটি টাকার বাজারমূল্যে পৌঁছেছে।
  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর CEO মুকেশ আম্বানি।
  • প্রতিষ্ঠাকাল : ১৯৭৩ সালের ৮ই মে।

৫. WHO এর ২০২২ সালের বিশ্ব টিকাদান সপ্তাহের (World Immunization Week) থিম কি?

(A) Vaccines bring us closer
(B) Long Life for All
(C) Protected Together: Vaccines Work!
(D) Vaccines Work for All

উত্তর :
(B) Long Life for All

  • ২৪-৩০শে এপ্রিল পর্যন্ত WHO এর বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হয়।
  • এর লক্ষ্য হল বিভিন্ন রোগের বিরুদ্ধে সব বয়সের মানুষকে রক্ষা করার জন্য ভ্যাকসিনের ব্যবহার প্রচার করা।
  • ১৭৯৬ সালে গুটিবসন্তের জন্য প্রথম টিকা তৈরি করা হয়েছিল।

৬. কোন দেশ সম্প্রতি সর্বাধিক সংখ্যক পতাকা ওড়ানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে?

(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) চীন

উত্তর :
(C) ভারত

  • একযোগে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা ওড়ানোর জন্য ভারতের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে।
  • ২০২২ সালের এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জগদীশপুরের দুলের গ্রাউন্ডে আয়োজিত বীর কুনওয়ার সিং বিজয়োৎসবের অনুষ্ঠানে ৭৮,২২০ টি ভারতীয় পতাকা ওড়ানো হয়েছিল।

৭. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি পুরুষদের একক সার্বিয়া ওপেন ২০২২ জিতেছেন?

(A) নোভাক জোকোভিচ
(B) রজার ফেদারার
(C) আন্দ্রে রুবলেভ
(D) রাফায়েল নাদাল

উত্তর :
(C) আন্দ্রে রুবলেভ

  • ফাইনালে তিনি বিশ্বের নং ১ নোভাক জোকোভিচকে পরাজিত করেছেন।
  • তিনি নোভাক জোকোভিচকে ৬-২, ৬-৭ (৪), ৬-০ তে পরাজিত করেন।
  • ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি মার্সেইলে এবং দুবাইতে মুকুটও জিতেছেন।

৮. এপ্রিলের শেষ সপ্তাহে কোন চারটি গ্রহ ১০০০ বছর পর একটি সরলরেখায় সারিবদ্ধ হবে?

(A) বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি
(B) মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি
(C) বুধ, মঙ্গল, শুক্র, শনি
(D) শুক্র, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস

উত্তর :
(B) মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি

  • এই বিরল অবস্থান ‘প্ল্যানেট প্যারেড’ নামে পরিচিত।
  • চাঁদ ৪টি গ্রহের সাথে ২৬শে এপ্রিল এবং ২৭শে এপ্রিল সূর্যোদয়ের এক ঘন্টা আগে দৃশ্যমান হয়েছে।
  • ২০২২ সালের জুলাইয়ের প্রথম পর্যন্ত গ্রহগুলি এই মহাজাগতিক রেখায় থাকবে বলে জানা গেছে।

৯. মানবদেহে H3N8 বার্ড ফ্লুর প্রথম কেস সম্প্রতি কোন দেশে রিপোর্ট করা হয়েছে?

(A) জাপান
(B) চীন
(C) মালয়েশিয়া
(D) দক্ষিণ কোরিয়া

উত্তর :
(B) চীন

  • চীনের সেন্ট্রাল হেনান প্রদেশে বসবাসকারী ৪ বছর বয়সী একটি ছেলের মধ্যে বার্ডফ্লু-এর H3N8 স্ট্রেনের প্রথম পরিচিত মানবদেহের কেস রিপোর্ট করা হয়েছে।
  • চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে মানুষের মধ্যে এই ভারিয়েন্টের ব্যাপকভাবে সংক্রমণের ঝুঁকি কম।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button