বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chatterjee Biography in Bengali
Bankim Chatterjee Biography in Bengali
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chatterjee Biography in Bengali
বন্ধুরা, আজ জেনে নেবো আমাদের ভারতবর্ষের জাতীয় স্তোত্র- বন্দেমাতরম-এর রচয়িতা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে কিছু তথ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chatterjee Biography in Bengali ।
বিখ্যাত এই আধুনিক বাংলার ঔপন্যাসিক, গীতার ব্যাখ্যাদাতা ও বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট নামেও পরিচিত।
দেখে নাও : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
প্রাথমিক জীবন :
- জন্ম : ১৮৩৮ সালের ২৬শে জুন উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটি শহরের কাছে কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- পিতা ও মাতা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা যাদব চন্দ্র চট্টোপাধ্যায় একজন সরকারি চাকুরীজীবি ছিলেন। তিনি মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত ছিলেন।
দেখে নাও : ডঃ বি আর আম্বেদকর জীবনী – প্রতিবেদন – রচনা – Dr. B.R. Ambedkar
শিক্ষা :
- বঙ্কিম চন্দ্রের লেখাপড়া শুরু হয় ৫ বছর বয়সে তাদের কুলগুরু বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে।
- ১৮৪৪ সালে তাঁর পিতা মেদিনীপুরের ডেপুটি কালেক্টর হলে, তাদের চলে আসতে হয় মেদিনীপুরে এবং এখানেই তাঁর প্রকৃত শিক্ষার সূচনা হয়।
- মেদিনীপুরে এসে ভর্তি হন এক ইংরেজি স্কুলে যেখানে প্রধান শিক্ষক ছিলেন এফ টিড সাহেব।
- মেদিনীপুর স্কুলে ৩ বছর পড়ে তিনি আবার চলে যান কাঁঠালপাড়া গ্রামে, এবং সেখানে গিয়ে ভর্তি হন হুগলী কলেজিয়েট স্কুলে।
- স্কুলে লেখাপড়ার সময়েই তিনি কবিতা লেখা শুরু করেন। হুগলী কলেজিয়েট স্কুলে পড়াকালীন তিনি প্রথম কবিতা লেখেন।
- কিছুদিন পরে ১৮৪৯ সালে তিনি ভর্তি হন হুগলী কলেজে (বর্তমানে হুগলী মহসিন কলেজ)
- হুগলী কলেজে পড়ার সময় থেকে তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জনে বিভিন্ন গদ্য ও পদ্য রচনা শুরু করেন।
- পরে ১৮৫৬ সালে সিনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো ফল করে তিনি ২ বছরের জন্য ২০ টাকার বৃত্তি লাভ করেন
- একই বছর তিনি হুগলী কলেজ ছেড়ে আইন নিয়ে পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।
- পরে ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
- ১৮৫৮ সালে বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১০ জন, যার মধ্যে কেবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু উত্তীর্ণ হন।
- অবশেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বাবার মতো ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে সরকারি চাকরিতে যুক্ত হন। যশোরের ডেপুটি কালেক্টর হিসাবে প্রথম চাকরিতে যুক্ত হন তিনি।
দেখে নাও : নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনী – প্রতিবেদন – Netaji Subhas Chandra Bose
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজীবন :
- ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরির সময় তিনি বুঝতে পেরে ছিলেন ব্রিটিশদের শোষণ, বুঝতে পেরেছিলেন জনগণের মধ্যে জাগরিত স্বাধীনতার চেতনা। তাই নেমেছিলেন সাহিত্যের পথে।
- তিনি তাঁর জীবনকালে অনেক কালজয়ী মর্মস্পর্শী উপন্যাস লিখে গেছেন।
- লেখার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে সঞ্চার করেছিলেন দেশপ্রেম।
- ১৮৬৫ সালে লিখেছিলেন নিজের প্রথম সার্থক উপন্যাস “দুর্গেশনন্দিনী” .
- পরে মোট ১৬টি বাংলা উপন্যাস লিখেছেন তিনি এবং ১টি ইংরেজি উপন্যাস লিখেছেন।
- তাঁর রচনাবলী “বঙ্কিম শৈলী” নামে পরিচিত।
দেখে নাও : আচার্য জগদীশচন্দ্র বসু – জীবনী প্রতিবেদন – Jagadish Chandra Bose Biography
জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত রচনা :
- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় সকল দেশপ্রেমিক ও বিপ্লবীদের মুখে মুখে উচ্চারিত হতো এক গান “বন্দেমাতরম”। এই “বন্দেমাতরম” গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ১৮৮২ সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসে এই গানটি ছিল। বাংলা ও সংস্কৃত উভয়ের মিশ্রনে এই মহান সংগীতটি রচিত।
- ঋষি অরবিন্দ “বন্দেমাতরম” গানটিকে “বঙ্গদেশের জাতীয় সংগীত“ হিসাবে উল্লেখ করেছিলেন।
- যদিও জাতীয় স্তোত্র হিসাবে গানটির সম্পূর্ণ অংশ গৃহীত হয়নি, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের মূল “বন্দেমাতরম” গানটি আমাদের জাতীয় স্তোত্রের চেয়ে বেশ বড়ো।
বন্দেমাতরম-এর মূল পাঠ (আনন্দমঠ উপন্যাস) :
বন্দে মাতরম্
সুজলাং সুফলাং
মলয়জশীতলাং
শস্যশ্যামলাং
মাতরম্৷৷
শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুরভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্৷৷
সপ্তকোটিকণ্ঠকলকলনিনাদকরালে,
দ্বিসপ্তকোটীভুজৈর্ধৃতখর-করবালে,
অবলা কেন মা এত বলে৷৷
বহুবলধারিণীং
নমামি তারিণীং
রিপুদলবারিণীং
মাতরম্৷৷
তুমি বিদ্যা তুমি ধর্ম্ম
তুমি হৃদি তুমি মর্ম্ম
ত্বং হি প্রাণাঃ শরীরে৷৷
বাহুতে তুমি মা শক্তি
হৃদয়ে তুমি মা ভক্তি
তোমারই প্রতিমা গড়ি
মন্দিরে মন্দিরে॥
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
কমলা কমল-দলবিহারিণী
বাণী বিদ্যাদায়িনী
নমামি ত্বাং
নমামি কমলাম্
অমলাং অতুলাম্
সুজলাং সুফলাম্
মাতরম্॥
বন্দে মাতরম্
শ্যামলাং সরলাম্
সুস্মিতাং ভূষিতাম্
ধরণীং ভরণীম্
মাতরম্॥
দেখে নাও : রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী
বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমূহ :
- দুর্গেশনন্দিনী – (১৮৬৫)
- কপালকুণ্ডলা – (১৮৬৬)
- মৃণালিনী – (১৮৬৯)
- বিষবৃক্ষ – (১৮৭৩)
- ইন্দিরা – (১৮৭৩)
- যুগলাঙ্গুরীয় – (১৮৭৪)
- রাধারানী – (১৮৭৬)
- চন্দ্রশেখর – (১৮৭৭)
- কমলাকান্তের দপ্তর
- রাজনী – (১৮৭৭)
- কৃষ্ণকান্তের উইল – (১৮৭৮)
- রাজসিম্হা – (১৮৮২)
- আনন্দমঠ – (১৮৮২)
- কমলাকান্ত – (১৮৮৫)
- সীতারাম – (১৮৮৭)
বিবাহ :
- ১৮৪৯ সালে মাত্র ১১ বছর বয়সেই তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয় নারায়ণপুর গ্রামের এক ৫ বছর বয়সী বালিকার সাথে।
- চাকরির উদ্দেশ্যে যশোরে থাকাকালীন ১৮৫৯ সালে তাঁর প্রথম পত্নীর মৃত্যু হয়।
- পরে ১৮৬০ সালে হালি শহরের বিখ্যাত এক চৌধুরী বংশের মেয়ে রাজলক্ষী দেবীর সাথে তাঁর আবার বিবাহ হয়।
মৃত্যু :
১৮৯৪ সালের ৮ই এপ্রিল বহুমূত্র রোগজনিত কারণে মাত্র ৫৫ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –
1. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
(A) দুর্গেশনন্দিনী
(B) রজনী
(C) কমলাকান্তের দপ্তর
(D) রায়নন্দিনী
2. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) প্যারীচাঁদ মিত্র
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) বঙ্কিম চট্রোপাধ্যায়
3. সাম্য- গ্রন্থের রচয়িতা কে?
(A) কাজী নজরুল ইসলাম
(B) মোহাম্মদ বরকতউল্লাহ
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) মোহাম্মদ লুৎফর রহমান
4. ‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?
(A) রােমান্সমূলক উপন্যাস
(B) বিয়ােগান্তক নাটক
(C) ঐতিহাসিক উপন্যাস
(D) সামাজিক উপন্যাস
5. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
6. বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় ‘দুর্গেশনন্দিনীর’ কতটি সংস্করণ বের হয়?
(A) ৭ টি
(B) ৯ টি
(C) ১৩ টি
(D) ১৫ টি
7. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস?
(A) কপালকুন্ডলা
(B) রামের সুমতি
(C) হাজার বছর ধরে
(D) যোগাযোগ
8. বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কোনটি?
(A) পথিক তুমি পথ হারাইয়াছ
(B) ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখ
(C) ক্যামনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ভোমরা
(D) প্রদীপ নিবিয়া গেল , পালাও
9. তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র?
(A) কপালকুণ্ডলা
(B) দুর্গেশনন্দিনী
(C) রায়নন্দিনী
(D) কৃষ্ণকান্তের উইল
10. ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েট কে ?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) রবীন্দ্রনাথ
(C) ঈশ্বরচন্দ্র
(D) বঙ্কিমচন্দ্র
11. রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কোনটিতে?
(A) বিষবৃক্ষ
(B) রজনী
(C) আনন্দমঠ
(D) কৃষ্ণকান্তের উইল
12. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি?
(A) নৌকাডুবি
(B) গোরা
(C) ঘরে বাইরে
(D) সীতারাম
13. বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম-
(A) দুর্গেশ নন্দিনী, অঙ্গুরীয় বিনিময়, রাজসিংহ
(B) দুর্গেশ নন্দিনী, বামাতোষিণী, কমলাকান্তের দপ্তর
(C) দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম
(D) নববাবু বিলাস, বামাতোষিণী, সীতারাম
14. দামোদর মুখোপাধ্যায়ের “মৃন্ময়ী” উপন্যাস কোন উপন্যাসের পরিপূরক?
(A) দুর্গেশনন্দিনী
(B) কপালকুন্ডলা
(C) ইন্দিরা
(D) মৃণালিনী
15. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নয়?
(A) সীতারাম
(B) দেবী চৌধুরাণী
(C) আনন্দমঠ
(D) কৃষ্ণকান্তের উইল
16. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় কোনটি?
(A) রাজসিংহ
(B) দেবী চৌধুরানী
(C) আনন্দমঠ
(D) চিরকুমার সভা
17. বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি ?
(A) দুর্গেশনন্দিনী
(B) কপালকুণ্ডলা
(C) রজনী
(D) কৃষ্ণ কান্তের উইল
18. কোন গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়?
(A) ইন্দিরা
(B) সীতারাম
(C) মৃণালিনী
(D) শকুন্তলা
19. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ -উদ্ধৃতাংশের পথিক কে?
(A) কাথালিক
(B) কপালকুণ্ডল
(C) নবকুমার
(D) বিলাসীর
20. বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস-
(A) রজনী
(B) মৃণালিনী
(C) কপালকুণ্ডলা
(D) চন্দ্রশেখর
21. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে?
(A) দেবী চৌধুরাণী
(B) দুর্গেশনন্দিনী
(C) কৃষ্ণকান্তের উইল
(D) কপালকুণ্ডলা
22. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাাস কোনটি?
(A) স্ত্রী-চরিত্র
(B) রাজর্ষি
(C) ষোড়শী
(D) রজনী
23. ১৭৭০ খ্রি. তথা ১১৭৬ বঙ্গাব্দ এর ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় কোনটি?
(A) গণদেবতা
(B) গোরা
(C) পথের দাবী
(D) আনন্দমঠ
24. বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস ‘কপালকুণ্ডলা’ এর রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) মধুসূদন দত্ত
25. মৃণালিনী উপন্যাসটি কার রচনা?
(A) বঙ্কিমচন্দ্র
(B) ঈশ্বরচন্দ্র
(C) রবীন্দ্রনাথ
(D) বিমলমিত্র
26. ‘ ধর্মতত্ত্ব অনুশীলন’ এর রচয়িতা কে ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
27. বঙ্কিমের খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি?
(A) দুর্গেশনন্দিনী
(B) রাজসিংহ
(C) সীতারাম
(D) কপালকুন্ডুলা
28. “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
(A) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
(B) রবীন্দ্রনাথের ‘চোখের বালী’
(C) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলার’
(D) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’
29. নিচের কোন উপন্যাসটিতে ছিয়াত্তরের মন্বন্তরের উল্লেখ আছে?
(A) রজনী
(B) আনন্দমঠ
(C) বিষবৃক্ষ
(D) চন্দ্রশেখর
To check our latest Posts - Click Here