24th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
24th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৪শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কে সম্প্রতি NITI Aayog এর নতুন ভাইস-চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) সুমন বেরি
(B) বিক্রম সিং মেহতা
(C) মনোজ সোনি
(D) পমিলা জসপাল
- তিনি ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন।
- তিনি ১লা মে ২০২২ থেকে NITI Aayog এর ভাইস চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নেবেন।
- তিনি এর আগে নয়াদিল্লিতে ‘ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ’ (NCAER)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২. প্যাট্রিক আচি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন?
(A) মালি
(B) আইভরি কোস্ট
(C) নাইজেরিয়া
(D) উগান্ডা
- আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ।
- রাজধানী : ইয়ামাউসসুক্রো
- মুদ্রা : পশ্চিম আফ্রিকান CFA ফ্রাঙ্ক
৩. কাকে সম্প্রতি ‘Global Peace’-এর নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) তারিণী গয়াল
(B) আরেফা জোহরি
(C) ববিতা সিং
(D) নীলমণি ফুকন
- ২০২২ সালের এপ্রিলে এশিয়া আফ্রিকা কনসোর্টিয়াম (AAC) এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনক্লেভ ২০২২’-এ তাকে সম্মানিত করা হয়েছিল।
- ‘AAC-Global Peace Ambassador 2022’ সম্মান একজন বিশ্ব নাগরিককে দেওয়া সর্বোচ্চ সম্মান।
৪. ‘ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স’ (IACC) দ্বারা ‘Entrepreneur Leadership Awards’ এর জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) বিবেক লাল
(B) এ এস দুলাত
(C) প্রভাত পট্টনায়েক
(D) অমর মিত্র
- IACC হল এক শীর্ষ দ্বি-পার্শ্বিক চেম্বার যা ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে বজায় রাখে।
- বিবেক লাল ‘Entrepreneur Leadership Awards’ এর মধ্যে “Global Leader in Defence and Aviation Sector” পুরস্কার বিভাগে নির্বাচিত হয়েছেন।
৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য জিতেছে?
(A) ডি গুকেশ
(B) রিয়া জাদন
(C) মনদীপ সিং
(D) আংশু মালিক
- মঙ্গোলিয়ার উলানবাটারে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, ভারতীয় মহিলা কুস্তিগীর আংশু মালিক এবং রাধিকা ২২শে এপ্রিল ২০২২-এ ৫৭ কেজি এবং ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য পদক জিতেছে।
- মনীষা ৬২ কেজি মহিলাদের ফ্রিস্টাইল বিভাগে কোরিয়ার হ্যানবিট লিকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
৬. কোন রাজ্যে ভারতের প্রথম ‘বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট’ (Pure Green Hydrogen Plant)-এর উদ্বোধন করা হয়েছে?
(A) গুজরাট
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম
- অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) আসাম রাজ্যে ভারতের প্রথম ৯৯.৯৯৯ শতাংশ বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্লান্টের উদ্বোধন করেছে।
- Oil India Limited তার জোড়হাট পাম্প স্টেশনে এই সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে।
- প্ল্যান্টটির প্রতিদিন ১০ কেজি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে।
৭. কোন দিনটিতে প্রতিবছর ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস’ পালন করা হয়?
(A) ২৪শে এপ্রিল
(B) ১৯শে এপ্রিল
(C) ২৫শে এপ্রিল
(D) ২৩শে এপ্রিল
- ১৯৯২ সালে Constitution Act (৭৩ তম সংশোধনী) পাস করা হয়েছিল।
- যদিও ১৯৯৩ সালের ২৪শে এপ্রিল এই আইনটি কার্যকর হয়।
- সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করার জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়।
- ২০১০ সালের ২৪শে এপ্রিল প্রথম এই দিবসটি পালিত হয়।
৮. কাকে সম্প্র্রতি দিল্লির নতুন স্টেট ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) বিজয় কুমার দেব
(B) অরবিন্দ বর্মা
(C) শ্রী কে. রামানুজন
(D) শ্রী মহেশ্বর প্রসাদ
- তিনি দিল্লির প্রাক্তন মুখ্য সচিব।
- লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, বিজয় কুমার দেবকে দিল্লির নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে শপথবাক্য পাঠ করান।
৯. কোন দেশের রাষ্ট্রপতি Volodymyr Zelensky গণতন্ত্র রক্ষার জন্য সম্প্রতি ‘John F. Kennedy Profile in Courage Award’-এ ভূষিত হলেন?
(A) রাশিয়া
(B) জার্মান
(C) জাম্বিয়া
(D) ইউক্রেন
- ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং Wyoming এর রিপাবলিকান পার্টির লিজ চেনিকে এই বছরের জন্য (২০২২) John F. Kennedy Profile in Courage Award– পেতে চলেছেন।
- এর পাশাপাশি মিশিগানের ডেমোক্রেটিক সেক্রেটারি অফ স্টেট জোসেলিন বেনসন, অ্যারিজোনা রিপাবলিকান হাউসের স্পিকার রাস্টি বোয়ার্স এবং ফুলটন কাউন্টি, জর্জিয়ার নির্বাচনী কর্মী ওয়ান্ড্রিয়া মসকেও এই বছর এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here