Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব বই ও কপিরাইট দিবস (World Book and Copyright Day) প্রতি বছর কবে পালিত হয়?

(A) ২১শে এপ্রিল
(B) ১৯শে এপ্রিল
(C) ২৩শে এপ্রিল
(D) ২০শে এপ্রিল

উত্তর :
(C) ২৩শে এপ্রিল

  • দিবসটি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) দ্বারা আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
  • পাঠ, প্রকাশনা এবং কপিরাইট প্রচার করার জন্য ইভেন্টটি পালন করা হয়।
  • দিনটি উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডি সারভান্তেস এবং ইনকা গারসিলাসো দে লা ভেগার মতো বিশিষ্ট লেখকদের মৃত্যুবার্ষিকীকে চিহ্নিত করে।

২. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি দিল্লির নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি চৌধুরী
(B) নরেশ কুমার
(C) মনীশ অগ্রবাল
(D) বিবেক যাদব

উত্তর :
(B) নরেশ কুমার

  • স্বরাষ্ট্র মন্ত্রক ১৯৮৭ ব্যাচের IAS অফিসার নরেশ কুমারকে দিল্লির পরবর্তী মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করেছে।
  • নরেশ কুমার বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন।
  • এর পাশাপাশি রাজীব ভার্মাকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্য সচিব হিসাবেও নিযুক্ত করা হয়েছে।

৩. কাকে সম্প্রতি প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা (Principal Scientific Advisor) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) কে বিজয় রাঘবন
(B) রবীশ চিনয়
(C) এ কে সুদ
(D) অমিত দত্ত

উত্তর :
(C) এ কে সুদ

  • তিনি প্রফেসর কে. বিজয় রাঘবনের স্থলাভিষিক্ত হন যিনি ২০১৮ সালে PSA-তে নিযুক্ত হয়েছিলেন।
  • ডাঃ সুদ বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন উপদেষ্টা পরিষদ (PM-STIAC) এর একজন সদস্য এবং একজন পদার্থবিদ যিনি গ্রাফিনের উপর তার কাজের জন্য পরিচিত।
  • তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুতে পদার্থবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপক।

৪. নিচের কোন রাজ্য ভারতের প্রথম ‘Global Ayush Investment and Innovation Summit 2022’ আয়োজন করেছে?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

উত্তর :
(A) গুজরাট

  • অনুষ্ঠান চলাকালীন, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সেস (CCRAS), আয়ুষ মন্ত্রক এবং দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে মোট ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

৫. কোন দেশ সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, ‘RS-28 Sarmat’ টেস্ট করেছে?

(A) জার্মানি
(B) মঙ্গোলিয়া
(C) চীন
(D) রাশিয়া

উত্তর :
(D) রাশিয়া

  • রাশিয়া সম্প্রতি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
  • RS-28 Sarmat পারমাণবিক শক্তি সহ একটি ১০-টনের পেলোড বহন করতে পারে এবং একবারে একাধিক অবস্থানে টার্গেট করতে পারে।
  • মিসাইলটির দৈর্ঘ্য ৩৫.৩ মিটার এবং ব্যাস ৩ মিটার।
  • আরখানগেলস্কের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

৬. কে সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে ‘Woman International Master’ (WIM) সম্মান অর্জন করেছেন?

(A) তারিণী গয়াল
(B) পূজা জাত্যন
(C) রিয়া জাদন
(D) আরেফা জোহরি

উত্তর :
(A) তারিণী গয়াল

  • মুম্বাই-ভিত্তিক সাংবাদিক আরেফা জোহারি ২০২১-এর জন্য চামেলি দেবী জৈন পুরস্কার জিতেছেন।
  • রিয়া জাদন ৭ই এপ্রিল ২০২২-এ DGC লেডিস ওপেন অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ১১ তম সংস্করণ জিতেছেন।

৭. নিচের মধ্যে কে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?

(A) কাইরন পোলার্ড
(B) অ্যারন ফিঞ্চ
(C) ডেভিড ওয়ার্নার
(D) জো রুট

উত্তর :
(A) কাইরন পোলার্ড

  • ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড ২০শে এপ্রিল, ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
  • কাইরন পোলার্ড ১০০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ এবং ১২৩টি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বকারী প্রথম খেলোয়াড় হয়েছিলেন।
  • তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যেটি ২০১২ সালে ICC টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছিল।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button