Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২১শে এপ্রিল ২০২২-এ খেলো ইন্ডিয়াতে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য কোন জেলাকে Prime Minister’s Award for Excellence প্রদান করা হয়েছে?

(A) বিষ্ণুপুর
(B) চুরু
(C) লাখনৌ
(D) A এবং B উভয়ই

উত্তর :
(D) A এবং B উভয়ই

  • বিষ্ণুপুর (মণিপুর) এবং চুরু (রাজস্থান) জেলাগুলিকে ২১শে এপ্রিল ২০২২-এ খেলো ইন্ডিয়াতে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার প্রদান করা হয়েছিল।
  • বিজয়ীরা প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য একটি ট্রফি এবং ২০ লক্ষ টাকা প্রণোদনা পেয়েছে।

২. ভারতের কোন রাজ্যে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি ব্রিটিশ সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ‘JCB’-এর একটি প্রোডাকশন ইউনিট উদ্বোধন করেছেন?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) মহারাষ্ট্র

উত্তর :
(B) গুজরাট

  • ভারতে দুই দিনের সফরে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ২১শে এপ্রিল ২০২২-এ গুজরাটের ভাদোদরা ব্রিটিশ সরঞ্জাম প্রস্তুতকারক JCB-এর একটি ইউনিটের উদ্বোধন করেছিলেন।
  • ভাদোদরায় কারখানাটি, ১০০ মিলিয়ন পাউন্ডের আনুমানিক বিনিয়োগে প্রতিষ্ঠিত।

৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি নতুন ‘ডিরেক্টর-জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (DGMO) হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) লেফটেন্যান্ট জেনারেল বিবেক সিং
(B) লেফটেন্যান্ট জেনারেল দীপক রানা
(C) লেফটেন্যান্ট জেনারেল অভিষেক কুমার
(D) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার

উত্তর :
(D) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার

  • তিনি ১লা মে, ২০২২-থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন।
  • তিনি বর্তমানে ‘1 Corps’-এর জেনারেল অফিসার কমান্ডিং।
  • পাকিস্তান এবং চীন উভয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য দায়ী একটি সংগঠন ‘1 Corps’।

৪. অ্যালমান্যাকের ২০২২ সংস্করণে উইজডেনের ‘ক্রিকেটার্স অফ দ্য ইয়ার’-এ পাঁচজন ক্রিকেটারের মধ্যে কোন ভারতীয় বোলারের নাম রাখা হয়েছে?

(A) মোহাম্মদ শামি
(B) জাসপ্রিত বুমরাহ
(C) ইশান্ত শর্মা
(D) উমেশ যাদব

উত্তর :
(B) জাসপ্রিত বুমরাহ

  • ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ Almanack এর ২০২২ সংস্করণে উইজডেনের ‘বর্ষসেরা ক্রিকেটার’-এর পাঁচজন খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছে।
  • তালিকায় নিউজিল্যান্ডের ডেভন কনওয়েও রয়েছে।
  • ইংল্যান্ডের জো রুট বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার নির্বাচিত হয়েছেন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের ব্যাটার লিজেল লি শীর্ষস্থানীয় মহিলা ক্রিকেটারের খেতাব পেয়েছেন।

৫. কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘বিএস ইয়েদিউরপ্পা’-এর নামে কোন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে?

(A) বিজাপুর বিমানবন্দর
(B) শিবমোগা বিমানবন্দর
(C) রায়চুর বিমানবন্দর
(D) কালাবুর্গী বিমানবন্দর

উত্তর :
(B) শিবমোগা বিমানবন্দর

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ঘোষণা করেছেন যে নির্মাণাধীন শিবমোগা বিমানবন্দরের নামকরণ করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার নামে।
  • আন্তর্জাতিক মানের সুবিধা সহ বিমানবন্দরটি ২০২২ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে।
  • বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরে এখানে কর্ণাটকের দ্বিতীয় দীর্ঘতম রানওয়ে থাকবে।

৬. Wipro কাকে সম্প্রতি ভারতের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত করেছে?

(A) পমিলা জসপাল
(B) বিক্রম সিং মেহতা
(C) সত্য ইশ্বরন
(D) মনোজ সোনি

উত্তর :
(C) সত্য ইশ্বরন

  • উইপ্রোতে যোগদানের আগে, তিনি Wipro এর বিজনেস কনসালটিং এবং টেলিকম, মিডিয়ার প্রধান ছিলেন।
  • Wipro এর বর্তমান CEO থিয়েরি ডেলাপোর্তে।
  • প্রতিষ্ঠাকাল : ১৯৪৫ সালের ২৯শে ডিসেম্বর।
  • মালিক : আজিম প্রেমজি

৭. ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ (NSIL) নিচের কোনটির সাথে তার স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচির জন্য সম্প্রতি একটি চুক্তি করেছে?

(A) OneWeb
(B) Inmarsat
(C) Telesat
(D) SpaceX

উত্তর :
(A) OneWeb

  • ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ হল ভারত সরকারের একটি পাবলিক সেক্টরের উদ্যোগ এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) বাণিজ্যিক শাখা।
  • এটি Department of Space and the Company Act এর প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে ৬ই মার্চ ২০১৯ এ প্রতিষ্ঠিত হয়েছিল

৮. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব বসুন্ধরা দিবস (World Earth Day) পালন করা হয়?

(A) ২২শে এপ্রিল
(B) ২১শে এপ্রিল
(C) ৫ই জুন
(D) ১৪ই এপ্রিল

উত্তর :
(A) ২২শে এপ্রিল

  • ২২ শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উদযাপন গুরুত্বপূর্ণ কারণ এই সময় উত্তর গোলার্ধে বসন্ত কাল এবং এই সময়ে দক্ষিণ গোলার্ধে শরৎকাল।
  • এই সময়ে আবহাওয়াও সহনীয় হওয়ায় এই দিনটি পালিত হয়।
  • বসুন্ধরা দিবস ২০২২ এর থিম হল ‘Invest in our planet’। 2021 সালে, থিম ছিল ‘Restore our Earth’।
  • পৃথিবী দিবস প্রথম পালিত হয়েছিল ২২শে এপ্রিল, ১৯৭০ সালে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button