19th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
19th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৯শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কোন দিনটিকে বিশ্ব লিভার দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১৯ই এপ্রিল
(B) ১৭ই এপ্রিল
(C) ১০ই এপ্রিল
(D) ৯ই এপ্রিল
- লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীর থেকে অবাঞ্ছিত টক্সিন বের করে দিতে সাহায্য করে।
- এটি শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ।
- বলা হয় যে এটি শরীরের প্রায় ৫০০টি কার্য সম্পাদন করে এবং মোট রক্ত সরবরাহের ১৩ শতাংশ ধারণ করে।
২. নিম্নোক্তদের মধ্যে কাকে ‘AIMA Managing India Awards 2021’-এ ‘বর্ষের সেরা ডিরেক্টর’ পুরস্কার দেওয়া হয়েছে?
(A) রাম গোপাল ভার্মা
(B) সুজিত সরকার
(C) এস এস রাজামৌলি
(D) অনুরাগ কাশ্যপ
- চলচ্চিত্র বিভাগে, সুজিত সরকার ‘সরদার উধম’-এর জন্য বর্ষসেরা পরিচালকের পুরস্কারে সম্মানিত হন।
৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ফেসবুকের মেটাভার্সে তার স্পেসটেক ফ্রেমওয়ার্ক চালু করেছে?
(A) কর্ণাটক
(B) গোয়া
(C) কেরালা
(D) তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার ১৮ই এপ্রিল ২০২২-এ তার ‘স্পেসটেক ফ্রেমওয়ার্ক’ লঞ্চ করেছে।
- এই লঞ্চ করার ইভেন্টটি মেটাভার্সে অনুষ্ঠিত হয়েছিল এবং ভার্চুয়াল-রিয়েলিটি স্পেসে আয়োজিত দেশের প্রথম অফিসিয়াল ইভেন্ট ছিল এটি।
৪. ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’-এর দ্বিতীয় সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হবে?
(A) ভুবনেশ্বর
(B) মুম্বাই
(C) বেঙ্গালুরু
(D) গুরুগ্রাম
- এটি যুব ক্ষমতায়ন ও ক্রীড়া বিভাগ (DYES) দ্বারা আয়োজিত।
৫. কোন দেশ ভারতের সাথে কোয়ান্টাম কম্পিউটিং-এর ওপর একটি ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টার প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে?
(A) জাপান
(B) ফিনল্যান্ড
(C) চীন
(D) যুক্তরাজ্য
- ভারতের পক্ষ থেকে কোয়ান্টাম কম্পিউটিং-এর ভার্চুয়াল নেটওয়ার্ক সেন্টারের জন্য নির্বাচিত তিনটি প্রধান প্রতিষ্ঠান, IIT-মাদ্রাজ, IISER-পুনে এবং C-DAC-পুনে।
৬. ডেনমার্কের কোপেনহেগেনে ড্যানিশ ওপেন সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন?
(A) অমিত পাংঘল
(B) বিশ্বনাথ সুরেশ
(C) সজন প্রকাশ
(D) মিঠুন মঞ্জুনাথ
- এর পাশাপাশি শক্তি বালাকৃষ্ণান ‘B’ ফাইনালে দ্বিতীয় হয়েছেন এবং মহিলাদের ৪০০ মিটার মেডলেতে অষ্টম স্থানে ছিলেন।
- ড্যানিশ ওপেন ২০২২ কোপেনহেগেনে ১৫-১৯শে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
৭. নিম্নলিখিত কোন রাজ্যে সম্প্রতি আফ্রিকান সোয়াইন ফিভার সনাক্ত করা হয়েছে?
(A) ত্রিপুরা
(B) মণিপুর
(C) মেঘালয়
(D) আসাম
- ত্রিপুরায় একটি সরকারি প্রজনন খামারে আফ্রিকান সোয়াইন ফিভার (ASF) কেস ধরা পড়েছে।
- খামারটি সেপাহিজালা জেলার দেবীপুরে অবস্থিত এবং এটি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ (ARDD) দ্বারা পরিচালিত হয়।
- অজানা কারণে খামারে মোট ৬৩টি শূকর মারা গেছিলো যা এই ফিভারের একটি শঙ্কা তৈরি করেছিল।
- এই ভাইরাল জ্বরের বিস্তার রোধে রাজ্য সরকার শূকরদের গণহত্যার নির্দেশ দিয়েছে।
৮. পমিলা জসপাল সম্প্রতি কোন কোম্পানির পরিচালক (আর্থিক) এবং CFO হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) HCL
(B) HPCL
(C) IOCL
(D) ONGC
ONGC :
- CEO : সুভাষ কুমার
- প্রতিষ্ঠাকাল : ১৪ই আগস্ট ১৯৫৬
- সদর দপ্তর : নয়াদিল্লি
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here