NotesGeneral Knowledge Notes in Bengali

গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য – PDF Download

Difference Between Cerebellum and Cerebrum

গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য

বন্ধুরা আজ আমরা জেনে নেবো গুরু মস্তিস্ক ও লঘু মস্তিস্ক সম্পর্কে কিছু তথ্য যেমন গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের অবস্থান, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের কাজ এবং তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্যDifference Between Cerebellum and Cerebrum । আর অফলাইন পড়ার জন্য দেওয়া রইলো PDF ডাউনলোড অপসন ।

দেখে নাও : উদ্ভিদের ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য

গুরু মস্তিস্ক :

গুরু মস্তিস্ক হল মস্তিষ্কের সব থেকে বড়ো অংশ। করোটির প্রায় বেশিরভাগ অংশ জুড়ে মস্তিষ্ক অবস্থিত।

গুরু মস্তিষ্কে অনেকগুলি খাঁজ বা সালকাস এবং ভাঁজ বা জাইরাস দেখা যায়।

গুরু মস্তিষ্কের কাজ :

  • বুদ্ধি, স্মৃতি, চিন্তা, প্রভৃতি উন্নত মানসিক বোধ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক।
  • গুরু মস্তিষ্ক মানব দেহের বিভিন্ন অংশের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে।
  • গুরু মস্তিষ্ক ভয়, আনন্দ প্রভৃতি চেতনাবোধ জাগিয়ে তোলে।
  • চাপ, তাপ, ব্যথা ইত্যাদির স্পর্শবোধ এবং মানবদেহের বিভিন্ন সহজাত প্রবৃত্তি করে।

দেখে নাও : প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য

লঘু মস্তিষ্ক :

লঘু মস্তিষ্ক সুষমাশীর্ষক এবং পনস বা যোজকের পেছনে এবং পশ্চাৎ করোটির খাঁজে অবস্থিত থাকে। লঘু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত থাকে। এই গোলার্ধ দুটি ভারমিস নামে যোজক দ্বারা যুক্ত।

লঘু মস্তিষ্কের কাজ :

লঘু মস্তিষ্ক মানবদেহের (কিছু প্রাণীদেহেরও) ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে।

দেখে নাও : উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য


গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য :

বন্ধুরা, আজ এই পোস্টে আমরা সাবলীল ভাষায় জেনে নেবো গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য।

১. গুরু মস্তিষ্ক : গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের অংশ।

১. লঘু মস্তিষ্ক : লঘু মস্তিষ্ক পশ্চাদ মস্তিষ্কের অংশ।


২. গুরু মস্তিষ্ক : গুরু মস্তিষ্ক একটি অগ্র খন্ডক, মধ্য খন্ডক ও পশ্চাৎ খন্ডক এবং দুটি পার্শ্ব খন্ডক সহ মোট ৫ টি খন্ডে বিভক্ত।

২. লঘু মস্তিষ্ক : লঘু মস্তিষ্ক কোনো খন্ডে বিভক্ত নয়।


৩. গুরু মস্তিষ্ক : গুরু মস্তিষ্ক করোটির অধিকাংশ অঞ্চল জুড়ে থাকে এবং এর আকার বেশ বড়ো।

৩. লঘু মস্তিষ্ক : লঘু মস্তিষ্ক পশ্চাৎ করোটির খাঁজে অবস্থিত এবং এর আকার অপেক্ষাকৃত ছোট।


৪. গুরু মস্তিষ্ক : গুরু মস্তিষ্ক মানুষের (প্রাণী দেহের) বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

৪. লঘু মস্তিষ্ক : লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্য রক্ষা করে।


৫. গুরু মস্তিষ্ক : করপাস ক্যালোসাম নামক যোজক দ্বারা গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি যুক্ত থাকে।

৫. লঘু মস্তিষ্ক : ভারমিস নামক যোজক দ্বারা লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয় সংযুক্ত থাকে।


PDF Download লিংক নিচে দেওয়া রয়েছে।

Download Section

  • File Name : গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য – বাংলা কুইজ
  • File Size : 1.5 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Biology

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button