10th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিম্নোক্ত কে সম্প্রতি ‘DGC Ladies Open Amateur Golf Championship’ এর ১১তম সংস্করণ জিতেছেন?
(A) দীপিকা কুমারী
(B) রিয়া জাদন
(C) অদিতি অশোক
(D) মনু ভাকের
- রিয়া জাদন ৭ই এপ্রিল ২০২২-এ DGC লেডিস ওপেন অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ১১তম সংস্করণ জিতেছন।
- তিনি তার দিদি লাবণ্য জাদনকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন।
- দুই বছরের ব্যবধানের পর দিল্লি গলফ ক্লাবে পুনরায় শুরু হওয়া এই টুর্নামেন্টে শতাধিক মহিলা গলফার অংশ নিয়েছিল।
২. International Booker Prize এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়া প্রথম হিন্দি উপন্যাস কোনটি?
(A) A Fine Balance
(B) The Hungry Tide
(C) The Glass Palace
(D) Tomb of Sand
- লেখক গীতাঞ্জলি শ্রীর উপন্যাস ‘Tomb অফ Sand’ আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়া প্রথম হিন্দি ভাষার রচনা হয়ে উঠেছে।
- ডেইজি রকওয়েল বইটির এই ইংরেজি সংস্করণ করেছে।
- এই পুরস্কারে নগদ ৫০,০০০ পাউন্ড অর্থ প্রদান করা হয়।
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি কাকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছে?
(A) লিওন্ড্রা ক্রুগার
(B) কেতানজি ব্রাউন জ্যাকসন
(C) অ্যামি কনি ব্যারেট
(D) জে. মাইকেল চাইল্ডস
- বর্তমানে ‘DC Circuit Court of Appeals’ এর একজন বিচারক, জ্যাকসন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হবেন।
- থারগুড মার্শাল এবং ক্লারেন্স থমাসের পর বিচারক জ্যাকসন হবেন তৃতীয় কৃষ্ণাঙ্গ বিচারক এবং ষষ্ঠ নারী বিচারক।
৪. ‘Kamloops Residential School’ শিরোনামে কার তোলা ছবিটিকে ‘World Press Photo of the Year 2022’ খেতাব দেওয়া হয়েছে?
(A) স্টিভ ম্যাককারি
(B) স্যালি মান
(C) অ্যাম্বার ব্র্যাকেন
(D) ডেভিড লাচ্যাপেল
- প্রতিযোগিতার ৬৭ বছরের ইতিহাসে প্রথম বারের মতো, ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার’ এর ছবিতে কোনও মানুষ নেই৷
- কমলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে মারা যাওয়া নিষ্পাপ শিশুদের খবরের পরিপ্রেক্ষিতে এই ছবিটি তোলা হয়েছিল।
৫. প্রতিবছর কোন দিনটিতে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ (World Homeopathy Day) পালিত হয়?
(A) ৯ই এপ্রিল
(B) ১০ই এপ্রিল
(C) ১১ই এপ্রিল
(D) ১২ই এপ্রিল
- দিনটি ওষুধের একটি ক্ষেত্রের গুরুত্ব এবং কিছু কঠিন-বাদাম থেকে ফাটলযুক্ত অসুস্থতা নির্মূল করার ক্ষমতাকে তুলে ধরে। ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর স্মরণে দিবসটি পালিত হয়।
- হ্যানিম্যান, প্যারিসে ১৭৫৫ সালে জন্মগ্রহণ করেন এবং এই ওষুধের শাখাটির প্রতিষ্ঠা করেন।
- ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলা হয়।
৬. FIFA WORLDCUP 2022 এর অফিসিয়াল গানটির নাম কী?
(A) Live it up
(B) Wakka Wakka
(C) Quiebe
(D) Hayya Hayya
- FIFA WORRLDCUP QUATAR 2022 এর এই অফিসিয়াল সাউন্ডট্র্যাকটি ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো এবং আইশা গেয়েছেন।
- ইংরেজিতে ‘Hayya Hayya’ শব্দটির অর্থ হল – ‘Better Together’।
৭. সম্প্রতি কাকে UPSC (Union Public Service Commission)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) ফয়সাল আহম্মেদ
(B) এ কে চক্রবর্তী
(C) ড. মনোজ সোনী
(D) কে ভি নাইয়ার
- UPSC :
- প্রতিষ্ঠাকাল : ১৯২৬ সালের ১লা অক্টোবর।
- সদর দপ্তর : নিউদিল্লী
- Parliament of the United Kingdom এই কমিশনের প্রতিষ্ঠাতা।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here