8th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. জাতিসংঘের পরিষদ মানবাধিকার পরিষদ থেকে কোন দেশকে সাসপেন্ড করা হয়েছে?
(A) চীন
(B) ইয়েমেন
(C) ইউক্রেন
(D) রাশিয়া
- জাতিসংঘের সাধারণ পরিষদ ((United Nations General Assembly)) রাশিয়াকে বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে বরখাস্ত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে।
- মার্কিন-প্রবর্তিত রেজোলিউশনের পক্ষে ৯৩টি দেশ ভোট দিয়েছিলো, যেখানে ২৪টি দেশ বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ভারত সহ ৫৮টি দেশ কোনো রকম মত প্রকাশ করেনি।
- এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো দেশকে কাউন্সিল থেকে বরখাস্ত করা হল।
- মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
২. নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ‘Heroes of 1971’ বইটি প্রকাশ করেছেন?
(A) পীযূষ গয়াল
(B) ডাঃ এস জয়শঙ্কর
(C) রাজনাথ সিং
(D) নিতিন গড়করি
- প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৭ই এপ্রিল ২০২২-এ ‘Heroes of 1971’ বইটি প্রকাশ করেছেন।
- বইটি সম্পাদনা করেছেন দ্য ট্রিবিউনের প্রধান সম্পাদক রাজেশ রামচন্দ্রন।
- বইটিতে ১৯৭১ সালের যুদ্ধের বীরত্ব পুরষ্কার (gallantry award) বিজয়ীদের সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বর্ণনা করে যে কীভাবে মূল যুদ্ধ হয়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়েছিল।
৩. সম্প্রতি নিম্নোক্তদের মধ্যে কাকে ২০২১ এবং ২০২০ সালের জন্য ‘Sant Namdeo National Award’-এ সম্মানিত করা হয়েছে?
(A) সত্যপাল মালিক
(B) এ এস দুলাত
(C) অনিল বৈজল
(D) A এবং B উভয়ই
- মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এবং প্রাক্তন গবেষণা ও বিশ্লেষণ শাখার পরিচালক এ এস দুলাত যথাক্রমে ২০২১ এবং ২০২০ বছরের জন্য ‘সন্ত নামদেও জাতীয় পুরস্কার’-এ সম্মানিত হয়েছেন।
- পুনে-ভিত্তিক বেসরকারি সংস্থা সারহাদ তাদের পুরস্কৃত করেছে।
৪. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি দুই বছরের জন্য DCB ব্যাংকের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) সিধ প্রকাশ
(B) মুরলি এম নটরাজন
(C) পল টুইগ
(D) দীপিকা কিঙ্গার
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২৯শে এপ্রিল, ২০২২ থেকে ২৮শে এপ্রিল, ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য DCB ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে মুরলি এম নটরাজনকে পুনঃনিযুক্ত করার অনুমোদন দিয়েছে।
৫. সম্প্রতি কে একজন অসামান্য মহিলা মিডিয়াপারসন হিসাবে ২০২১ এর জন্য ‘চামেলি দেবী জৈন পুরস্কার’ জিতলেন?
(A) শেরীন ভান
(B) স্বেতা সিং
(C) আরেফা জোহরি
(D) সুচেতা দালাল
- পুরষ্কারটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি প্রতি বছর উপস্থাপিত হয়।
- এটি ভারতের মহিলা মিডিয়াপার্সনদের জন্য একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি যারা সামাজিক উন্নয়ন, রাজনীতি, ন্যায়বিচার, লিঙ্গ ন্যায়বিচার, স্বাস্থ্য, যুদ্ধ এবং সংঘর্ষ এবং ভোক্তা মূল্যবোধের মতো থিমগুলিতে রিপোর্ট করেছেন৷
৬. কাকে তার কবিতার সংকলন ‘মেই তো ইয়াহান হুন’-এর জন্য মর্যাদাপূর্ণ ‘সরস্বতী সম্মান ২০২১’ প্রদান করা হবে?
(A) ওম প্রকাশ গুপ্ত
(B) অভিনব কুমার
(C) পঙ্কজ অরোরা
(D) রামদরশ মিশ্র
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত, সরস্বতী সম্মান প্রতি বছর একজন ভারতীয় নাগরিকের দ্বারা যে কোনও ভারতীয় ভাষায় লিখিত এবং গত ১০ বছরের মধ্যে প্রকাশিত একটি অসামান্য সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়।
- এই পুরস্কারে নগদ ১৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়৷
৭. কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশের বৈদ্যুতিক সংকট কমাতে সাহায্য করার জন্য ভারত সম্প্রতি কোন দেশে ২৭০,০০০ মেট্রিক টন পেট্রোল ও ডিজেল সরবরাহ করেছে?
(A) শ্রীলংকা
(B) ইউক্রেন
(C) তুরস্ক
(D) সিরিয়া
- ৬ই এপ্রিল ২০২২-এ ৩৬,০০০ মেট্রিক টন পেট্রোল এবং ৪০,০০০ মেট্রিক টন ডিজেল শ্রীলঙ্কায় পৌঁছে দেওয়া হয়েছিল।
- চালানটি ভারত কর্তৃক শ্রীলঙ্কায় প্রসারিত ৫০০ মিলিয়ন ডলারের তেলের ক্রেডিট লাইনের একটি অংশ।
৮. কোন প্রতিষ্ঠান সম্প্রতি ‘Braving the Storms: East Asia and Pacific Economic Update’ রিপোর্ট প্রকাশ করেছে?
(A) International Monetary Fund
(B) BRICS Bank
(C) Asian Development Bank
(D) World Bank
- রিপোর্ট অনুসারে, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির জন্য তিনটি ঝুঁকি রয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক কঠোরতা, চীনে কাঠামোগত মন্দা এবং ইউক্রেনে যুদ্ধ।
৯. কোন রাজ্য সম্প্রতি মহিলাদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে ‘She Auto’ স্ট্যান্ডস চালু করেছে?
(A) গুজরাট
(B) পশ্চিমবঙ্গ
(C) মহারাষ্ট্র
(D) অন্ধ্রপ্রদেশ
- মহিলা এবং ছাত্রীদের নিরাপদ পরিবহন প্রদানের উদ্দেশ্যে অন্ধ্র প্রদেশের পুলিশ এই পদক্ষেপে নিয়েছে।
- তিনটি ‘She Auto’ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
- RTC বাস স্ট্যান্ড, মহিলা বিশ্ববিদ্যালয় এবং তিরুপতির রুইয়া হাসপাতালে তিনটি ‘She Auto’ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
- এই অটো স্ট্যান্ড গুলিতে কেবল মহিলারা যাতায়াত করবে এবং অটো চালিকারাও মহিলা।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here