Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্বারা প্রকাশিত ‘বিরসা মুন্ডা – জনজাতীয় নায়ক’ বইটির লেখক কে?

(A) মীনা নায়ার
(B) অলোক চক্রওয়াল
(C) ডাঃ শ্রীরাম চাউলিয়া
(D) হিম্মত সিং শেখাওয়াত।

উত্তর :
(B) অলোক চক্রওয়াল

  • কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৫ই এপ্রিল ২০২২-এ “বিরসা মুন্ডা – জনজাতীয় নায়ক” বইটি প্রকাশ করেছেন।
  • এটি লিখেছেন গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক চক্রওয়াল।
  • বইটি বিরসা মুন্ডার সংগ্রাম এবং স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে সামনে আনার একটি প্রয়াস।

২. নিম্নোক্ত কোন বিলিওনিয়র সম্প্রতি টুইটারের পরিচালনা পর্ষদে (Board of Directors) যোগদান করেছেন?

(A) মুকেশ আম্বানি
(B) এলন মাস্ক
(C) বিল গেটস
(D) বার্নার্ড আর্নল্ট

উত্তর :
(B) এলন মাস্ক

  • তিনি টুইটার প্ল্যাটফর্মের ৯% অংশীদারিত্ব নিয়েছেন।
  • টুইটার-এর CEO হলেন পরাগ আগারওয়াল।

৩. কোন শহর ভারতের নতুন COVID ভেরিয়েন্ট XE এর প্রথম কেস রিপোর্ট করেছে?

(A) দিল্লি
(B) কোচি
(C) বেঙ্গালুরু
(D) মুম্বাই

উত্তর :
(B) কোচি

  • Omicron এর নতুন সাব-ভেরিয়েন্ট XE-এর প্রথম কেসটি ভারতের মুম্বাইতে সনাক্ত করা হয়েছে।
  • এটি ৬ই এপ্রিল, ২০২২-এ গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা জানানো হয়েছিল।
  • নতুন Omicron ভেরিয়েন্টটি প্রথম ১৯শে জানুয়ারী, ২০২২-এ যুক্তরাজ্যে সনাক্ত করা হয়েছিল।
  • গবেষকদের মতে, কোভিড ভেরিয়েন্ট XE আগের স্ট্রেনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রমণযোগ্য।
  • এটি ভবিষ্যতে সবচেয়ে প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠতে পারে।

৪. মন্দিরের আচার অনুষ্ঠানগুলি সরাসরি অনলাইন দেখার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক যে পোর্টালটি চালু করেছে তার নাম কী?

(A) Temple 360
(B) Temple 180
(C) Temple 90
(D) 360 Degrees

উত্তর :
(A) Temple 360

  • Temple 360 হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা ভক্তদের যেকোনো স্থান থেকে ১২টি জ্যোতির্লিঙ্গ এবং চরধামের অনলাইন দর্শন করাতে সক্ষম হবে৷
  • পোর্টালে ভারতজুড়ে মন্দিরের লাইভ ক্যামেরা ফিড থাকবে। পোর্টালটি ভক্তদের E-শ্রীঙ্গার এবং E-Donation সহ E-আরতি এবং অন্যান্য অনেক পরিষেবা সম্পাদন করার সুযোগ করে দেবে।

৫. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘উদ্যম ক্রান্তি’ যোজনা চালু করেছেন?

(A) রাজস্থান
(B) তেলেঙ্গানা
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর :
(C) মধ্যপ্রদেশ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৫ই এপ্রিল, ২০২২-এ ‘উদ্যম ক্রান্তি যোজনা’ চালু করেন।
  • এই প্রকল্পের লক্ষ্য যুবকদের মধ্যে স্ব-কর্মসংস্থানের সুবিধা করে দেওয়া।
  • প্রকল্পের অধীনে, রাজ্য সরকার সুদের হারে ভর্তুকি সহ স্ব-কর্মসংস্থানের জন্য ১ লক্ষ – ৫০লক্ষ টাকা ঋণের গ্যারান্টি প্রদান করবে।

৬. নিম্নোক্ত কোন ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?

(A) অ্যারন ফিঞ্চ
(B) কুইন্টন ডি কক
(C) রস টেলর
(D) ফাফ ডু প্লেসিস

উত্তর :
(C) রস টেলর

  • রস টেলর সম্প্রতি সেডন পার্কে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-ম্যাচের ODI সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন।

৭. ফ্রান্সের অরলিন্সে ‘অরলিন্স মাস্টার্স ২০২২’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের একক ফাইনালে রৌপ্য পদক জিতলেন কোন ভারতীয়?

(A) আনন্দ পাওয়ার
(B) মিঠুন মঞ্জুনাথ
(C) বি. সাই প্রণীত
(D) আদিত্য প্রকাশ

উত্তর :
(B) মিঠুন মঞ্জুনাথ

  • তিনি ফাইনালে ফ্রান্সের তোমা জুনিয়র পপভের কাছে হেরে এই রৌপ্য পদক জিতেছেন।

৮. TATA Power Solar সম্প্রতি কোন রাজ্যে ১৬০ মেগাওয়াটের AC সোলার প্রজেক্ট লঞ্চ করেছে?

(A) রাজস্থান
(B) তেলেঙ্গানা
(C) পাঞ্জাব
(D) গুজরাট

উত্তর :
(A) রাজস্থান

  • এটি প্রতি বছর ৩৮ মিলিয়ন ইউনিট শক্তি উৎপাদন করবে।
  • এটি রাজস্থানের বৃহত্তম সৌর প্রকল্পগুলির মধ্যে একটি।

৯. কোন রাজ্য নবম শ্রেণি থেকে সমস্ত স্কুল ছাত্রদের শ্রীমদ ভগবদ গীতা শেখানোর সিদ্ধান্ত নিয়েছে?

(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ.
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

উত্তর :
(B) হিমাচল প্রদেশ.

  • এটি জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর।
  • এর ফলে, গীতাকে স্কুলের পাঠ্যসূচির অংশ করার জন্য এটি গুজরাটের পরে ভারতের দ্বিতীয় রাজ্য হবে।
  • ২০২২ সালের মার্চ মাসে, গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি ঘোষণা করেছিলেন যে ভগবদ গীতা ষষ্ঠম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অংশ হবে।

১০. গঙ্গাউর উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়?

(A) কর্ণাটক
(B) পশ্চিমবঙ্গ
(C) রাজস্থান
(D) পাঞ্জাব

উত্তর :
(C) রাজস্থান

  • গঙ্গাউর উৎসব প্রধানত রাজস্থান রাজ্যে পালিত হয়। রাজস্থান পর্যটন বিভাগ কোভিড -19 মহামারীজনিত কারণে দুই বছরের পর এই উৎসবের আয়োজন করলো।
  • রাজস্থানে উৎসবটি ৩ এপ্রিল শুরু হয়েছিল এবং ১৮ দিন ধরে চলবে।
  • মধ্যপ্রদশ, গুজরাট ও পশ্চিমবঙ্গের কিছু অংশে এই উৎসব পালিত হলেও প্রধানত রাজস্থানে এর বেশি আয়োজন।
  • এই উৎসবে শিব ও পার্বতীর বিবাহের কাল উদযাপিত হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button