NotesCurrent Topics

অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners

Oscars Awards 2022 : Full Winners List PDF Download

অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners :

প্রকাশ্যে এসেছে অস্কার ২০২২ বিজয়ীদের তালিকা। ২৭শে মার্চ লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ২০২২ এর ৯৪তম অস্কার পুরস্কার বিতরণী সভা। এই অস্কার আওয়ার্ডকেই ‘একাডেমী অ্যাওয়ার্ড‘-ও বলা হয়। মনোনয়ন পাওয়া সত্ত্বেও বাঙালী পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তথ্যচিত্র ‘Writing With Fire’ এবার অস্কারের বিজয়ীদের তালিকায় স্থান করে নিতে পারেনি। অস্কার ২০২২ বিজেতাদের তালিকা

দেখে নাও : অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ

৫৩ বছর বয়সী বিখ্যাত কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ এবারের সেরা অভিনেতার পুরস্কার পেলেন।

অস্কার ২০২২ বিজয়ীদের তালিকা :

  • সেরা অভিনেতা: উইল স্মিথ (Will Smith)- কিং রিচার্ড (King Richard) সিনেমার জন্য।
  • সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেন (Jessica Chastain) – দ্য আইজ অব ট্যামি ফায়ে (The Eyes of Tammy Faye) সিনেমার জন্য।
  • সেরা সহ-অভিনেতা: ট্রয় কোটসুর (Troy Kotsur) – কোডা সিনেমার জন্য।
  • সেরা সহ-অভিনেত্রী: আরিনা ডিবোস (Ariana DeBose) – ওয়েস্ট সাইড স্টোরি (West Side Story) সিনেমার জন্য।
  • সেরা সিনেমা: কোডা (CODA)
  • সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (Jane Campion) – দ্য পাওয়ার অফ দ্য ডগ (The Power of the Dog)
  • সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো (Encanto)
  • সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই (No Time to Die)
  • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে (The Eyes of Tammy Faye)
  • সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডুন (Dune)
  • সেরা সিনেমাটোগ্রাফি: ডুন (Dune)
  • সেরা সম্পাদনা: ডুন (Dune)
  • সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন (Dune)
  • সেরা শব্দ: ডুন (Dune)
  • সেরা চলচ্চিত্র এডিটিং (Best Film Editing): ডুন (Dune)
  • সেরা বিদেশি ছবি: ড্রাইভ মাই কার (Drive My Car)-জাপান
  • সেরা ডকুমেন্টারি: সামার অফ সৌল (Summer of Soul)
  • শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অফ বাস্কেটবল (The Queen of the Basket Ball)
  • লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র: দ্য লং গুডবাই (The Long Goodbye)
  • অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (The Windshield Wiper)
  • সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (Belfast)
  • সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (CODA)
  • সেরা অরিজিনাল স্কোর: ডুন (Dune)
  • সেরা কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা (Cruella)

আরও দেখে নাও :

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা

Download Section

  • File Name : অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners – বাংলা কুইজ
  • File Size : 1.9 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Current Topics / Awards

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button