13th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
13th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th March Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন সংস্থা সম্প্রতি স্কুলের শিশুদের জন্য “যুব বিজ্ঞানী কর্মক্রম” (YUVIKA) বা “Young Scientist Programme” নামে একটি বিশেষ প্রোগামের আয়োজন করছে?
(A) ISRO
(B) HAL
(C) BARC
(D) DRDO
- ISRO স্কুলের বাচ্চাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে যার নাম “যুব বিজ্ঞানী কর্মক্রম” (YUVIKA) চালু করেছে।
- এটি স্পেস টেকনোলজি, স্পেস সায়েন্স এবং স্পেস অ্যাপ্লিকেশান সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রদান করবে তরুণ শিক্ষার্থীদের, বিশেষ করে গ্রামীণ এলাকার শিশুদের।
- এই প্রোগ্রামটির লক্ষ্য সারাদেশ থেকে ১৫০ জন শিক্ষার্থীকে বেছে নেওয়া, যারা ১লা মার্চ, ২০২২ পর্যন্ত IX শ্রেণিতে অধ্যয়নরত।
২. সুপ্রিম কোর্ট কাকে সম্প্রতি চারধাম প্রোজেক্ট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন?
(A) গোলাম হাসান গোলাম হাসান
(B) টি.এল. ভেঙ্কটরামা আইয়ার
(C) এ.কে. সিক্রি
(D) ভিভিয়ান বোস
- সুপ্রিম কোর্ট তার প্রাক্তন বিচারপতি এ.কে. সিক্রিকে চারধাম প্রজেক্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছে।
- কমিটির চেয়ারপারসন হিসেবে তিনি অধ্যাপক রবি চোপড়ার স্থলাভিষিক্ত হবেন।
৩. কোন রাজ্য সারা রাজ্যের খতিয়ান এবং মানচিত্র সহ ডিজিটালাইজড জমির নথিগুলির ডোরস্টেপ ডেলিভারি চালু করবে?
(A) কেরালা
(B) বিহার
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
- একথা জানিয়েছেন বিহারের রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রী রামসুরত কুমার।
- বিহার হবে দেশের প্রথম রাজ্য যেখানে মানুষ এই নথিগুলির ডোরস্টেপ ডেলিভারির সুবিধা পাবে ৷
- বিহার :
- মুখ্যমন্ত্রী : নীতিশ কুমার
- রাজ্যপাল : ফাগু চৌহান
- রাজধানী : পাটনা
- জাতীয় উদ্যান : বাল্মীকি জাতীয় উদ্যান।
৪. অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রতিপক্ষ বেলিন্ডা ক্লার্ককে ছাড়িয়ে কে সম্প্রতি ICC মহিলা বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড ভাঙলেন?
(A) স্মৃতি মান্ধানা
(B) আনজুম চোপড়া
(C) শফালি ভার্মা
(D) মিতালি রাজ
- ১২ই মার্চ ২০২২-এ মিতালি রাজ প্রাক্তন অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ বেলিন্ডা ক্লার্ককে ছাড়িয়ে ICC মহিলা বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের অধিনায়কত্বের রেকর্ডটি ভেঙে ফেলেন।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
- মিতালি ২৪টি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ১৪টিতে জয়লাভ করেছেন।
৫. কোন রাজ্য সরকার রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে মৎস্য চাষের পরিকাঠামো তৈরির জন্য ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (NABARD) এর সাথে একটি চুক্তি করেছে?
(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র
ওড়িশা :
- মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়ক
- রাজ্যপাল : গানশী লাল
- রাজধানী : ভুবনেশ্বর
- জেলার সংখ্যা : ৩০টি।
- জাতীয় উদ্যান ; ভিতরকণিকা জাতীয় উদ্যান, সিমলিপাল জাতীয় উদ্যান।
৬. কোন রাজ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সমেত ভারতের প্রথম রাজ্য হতে চলেছে?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) তেলেঙ্গানা
- ২০২২ সালের মার্চ মাসে ২০২২-২৩-এর জন্য রাজ্যের বাজেট পেশ করার সময় মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার এই তথ্য জানিয়েছেন।
- ২০২২-২৩ আর্থিক বছরের জন্য রাজ্যের রাজস্ব প্রাপ্তির পরিমাণ ৪,০৩,৪২৭ কোটি টাকা।
- ‘কৃষি রপ্তানি নীতি’ (agricultural export policy) প্রণয়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে মহারাষ্ট্র।
৭. কোন ট্রান্সজেন্ডার মহিলা সম্প্রতি ‘International Women of Courage Award’-এ ভূষিত হলেন?
(A) ভূমিকা শ্রেষ্ঠ
(B) পিয়ালী মিত্র
(C) মিতালি রাজ্
(D) মোহিনী শর্মা
- ইনি নেপালের নাগরিক।
- ১৪ই মার্চ একটু ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হবে।
- ২০০৭ সাল থেকে এই পুরস্কার চালু করা হয়।
৮. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হলেন?
(A) অমর সিং
(B) ভগবন্ত মান
(C) চরণজিৎ সিং চাহানি
(D) হরপাল সিং
- ২০২২ এর ১৬ই মার্চ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।
- তিনি চরণজিৎ সিং চাহানির স্থলাভিষিক্ত হবেন।
৯. সম্প্রতি কাকে Colgate-Palmolive Ltd India-এর CEO হিসাবে নিযুক্ত করা হল?
(A) রাহুল বিভূতি
(B) জি. ভেঙ্কটরমনি
(C) মোহিত মালহোত্রা
(D) প্রভা নরসিংহ
COLGATE-PALMOLIVE :
- CEO : নোয়েল আর. ওয়ালেস
- প্রতিষ্ঠাতা : উইলিয়াম কোলগেট
- প্রতিঠাকাল : ১৮০৬
- সদর সপ্তর : নিউয়র্ক
To check our latest Posts - Click Here