Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি12th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি IRDAI (Insurance Regulatory Development Authority of India) এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সতীশ রাও
(B) দেবাশীষ পান্ডা
(C) ওম প্রকাশ দুবে
(D) রাজীব রঞ্জন অগ্নিহোত্রী

উত্তর :
(B) দেবাশীষ পান্ডা

  • কেন্দ্রীয় সরকার প্রাক্তন আর্থিক পরিষেবা সচিব দেবাশীষ পান্ডাকে IRDAI (Insurance Regulatory Development Authority of India)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে৷
  • বীমা নিয়ন্ত্রক প্রধান হিসেবে তার মেয়াদ হবে তিন বছর।

২. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের Swachchta Pakhwada Awards-এ কোন কোম্পানি প্রথম স্থান অধিকার করেছে?

(A) Indian Oil Corp Ltd
(B) Adani Gas Ltd.
(C) Hindustan Petroleum Corporation Ltd
(D) Oil and Natural Gas Corp.

উত্তর :
(A) Indian Oil Corp Ltd

  • ১১ই মার্চ ২০২২ এ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বিজয়ীদের হাতে Swachchta Pakhwada Awards প্রদান করেন।
  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ১ম, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ২য় এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তৃতীয় স্থানে ছিল।

৩. কোন ইউরোপীয় দেশ প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি ক্যাটালিন নোভাককে নির্বাচিত করেছে?

(A) স্লোভাকিয়া
(B) অস্ট্রিয়া
(C) হাঙ্গেরি
(D) রোমানিয়া

উত্তর :
(C) হাঙ্গেরি

  • হাঙ্গেরির পার্লামেন্ট কাতালিন নোভাককে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।
  • তিনি জ্যানোস অ্যাডারের স্থলাভিষিক্ত হবেন, তার মেয়াদ ১০ই মে, ২০২২-এ শেষ হওয়ার পরে।
  • নির্বাচনে পিটার রোনাকে পরাজিত করে তিনি ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

৪. কোন আন্তর্জাতিক গলফ খেলোয়াড়কে সম্প্রতি ‘World Golf Hall of Fame’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে?

(A) আর্নল্ড পামার
(B) ফিল মিকেলসন
(C) ররি ম্যাকিলরয়
(D) টাইগার উডস

উত্তর :
(D) টাইগার উডস

  • ওয়ার্ল্ড গলফ হল অফ ফেম এছাড়াও এবছর প্রথমবারের জন্য ২টি নতুন বিশিষ্ট পরিষেবা পুরস্কার প্রদান করেছে।
  • রেনি পাওয়েলকে ‘চার্লি সিফোর্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে এবং পিটার উয়েবেরথ এবং প্রয়াত ডিক ফেরিসকে গল্ফে তাদের অবদানের জন্য আজীবন সম্মাননা স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়েছিল।

৫. ‘On Board: My Years in BCCI’ বইটির লেখক কে?

(A) শার্দুল ঠাকুর
(B) শ্রেয়াস আইয়ার
(C) রত্নাকর শেঠি
(D) ইকবাল আব্দুল্লাহ

উত্তর :
(C) রত্নাকর শেঠি

  • বইটিতে রত্নাকর শেট্টির আত্বজীবনীমূলক বিবরণ রয়েছে।
  • মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করার পর তিনি BCCI-এর প্রথম প্রধান প্রশাসনিক কর্মকর্তা হয়েছিলেন।
  • MCA, BCCI এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ার বইটি প্রকাশ করেছেন।

৬. সম্প্রতি কে ডোমেস্টিক ক্রিকেটের সমস্ত ফর্ম থেকে অবসর ঘোষণা করেছেন?

(A) অজিত চান্ডিলা
(B) আর পি সিং
(C) অঙ্কিত চ্যাবন
(D) এস. শ্রীশান্ত

উত্তর :
(D) এস. শ্রীশান্ত

  • তিনি ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৫৩টি ODI খেলেছেন, এবং দুটিতেই যথাক্রমে ৮৭টি এবং ৭৫টি উইকেট নিয়েছেন।
  • ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও তিনি সাত উইকেট নিয়েছেন।
  • Spot-fixing কেলেঙ্কারির পরে BCCI অজিত চান্ডিলা এবং অঙ্কিত চ্যাভানের সাথে শ্রীশান্তকেও ২০১৩ এর আগস্টে নিষিদ্ধ (Ban) করেছিল।

৭. ‘Skoch State of Governance rankings 2021’-এ কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে?

(A) তেলেঙ্গানা
(B) অন্ধ্র প্রদেশ
(C) বিজয়ওয়াড়া
(D) কর্ণাটক

উত্তর :
(B) অন্ধ্র প্রদেশ

  • দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা তৃতীয় স্থানে রয়েছে।
  • গুজরাট ৪ তম স্থানে এবং মহারাষ্ট্র ৫ তম স্থানে এবং তেলেঙ্গানা ৬ তম স্থানে ছিল।

৮. ২০২২-২৩ এর জন্য ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (CII)-এর কর্ণাটক স্টেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন?

(A) গুরদীপ সিং
(B) নটরাজন চন্দ্রশেখরন
(C) অর্জুন রাঙ্গা
(D) রাজেশ গোপীনাথন

উত্তর :
(C) অর্জুন রাঙ্গা

  • তিনি ‘All India Agarbathi Manufacturers Association’ (AIAMA)-এর বর্তমান সভাপতি।
  • তিনি এর আগে ২০১৭-১৮ সালের জন্য CII – মাইসুরু জোনের চেয়ারম্যান ছিলেন।

৯. নিউক্লিয়ার রিসার্চের ইউরোপীয় সংস্থা – CERN সম্প্রতি কোন দেশের পর্যবেক্ষকের মর্যাদা (observer status) সাসপেন্ড করেছে?

(A) রাশিয়া
(B) বেলারুশ
(C) ইউক্রেন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(A) রাশিয়া
CERN একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণাগার যেখানে বিশ্বের বৃহত্তম atom smasher রয়েছে (Large Hadron Collider)।

১০. কোন রাজ্য সম্প্রতি ‘মূখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প’ চালু করেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) অসম
(D) ত্রিপুরা

উত্তর :
(D) ত্রিপুরা

  • ২০২২ এর ১০ই মার্চ এই পাওকল্পের ঘোষণা করা হয়।
  • এর দ্বারা চা শ্রমিকরা আর্থিক ভাবে এবং আরো অনেক উপায়ে উপকৃত হবেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button