Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি দিল্লি ভিত্তিক ‘ওয়েস্টার্ন এয়ার কমান্ড’ (WAC) এর কমান্ড-এর দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ
(B) এয়ার মার্শাল বিক্রম সিং
(C) এয়ার মার্শাল সন্দীপ সিং
(D) ACM বিবেক রাম চৌধুরী

উত্তর :
(A) এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ

  • এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ ১লা মার্চ ২০২২-এ দিল্লি ভিত্তিক ওয়েস্টার্ন এয়ার কমান্ডের (WAC) কমান্ড গ্রহণ করেন।
  • তিনি ‘বায়ুসেনা পদক’ এবং ‘অতি বিশেষ সেবা মেডেল’-এর প্রাপক।
  • তিনি এয়ার মার্শাল অমিত দেবের স্থলাভিষিক্ত হন।
  • বর্তমান নিয়োগের দায়িত্ব নেওয়ার আগে তিনি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমির কমান্ড্যান্ট ছিলেন।

২. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ (NAAC)-এর কার্যনির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন মনোনীত করা হয়েছে?

(A) বিজয় গোখলে
(B) cসতীশ চন্দ্র
(C) ডাঃ ভূষণ পট্টবর্ধন
(D) অধ্যাপক হর্ষ ভি. পন্ত

উত্তর :
(C) ডাঃ ভূষণ পট্টবর্ধন

  • ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (NAAC) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন ডঃ ভূষণ পট্টবর্ধন।
  • তিনি বর্তমানে আন্তঃবিভাগীয় interdisciplinary AYUSH R & D -এর টাস্ক ফোর্সের চেয়ারম্যান।
  • তিনি NITI আয়োগ সহ একাধিক একাডেমিক গবেষণা এবং নীতি কমিটির সদস্য ছিলেন।

৩. নিম্নোক্ত নেতাদের মধ্যে কাকে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ‘অলিম্পিক অর্ডার পুরস্কার’ হইতে বঞ্চিত করা হয়েছে?

(A) কিম জং উন
(B) জো বাইডেন
(C) ইমানুয়েল ম্যাক্রন
(D) ভ্লাদিমির পুতিন

উত্তর :
(D) ভ্লাদিমির পুতিন

  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অলিম্পিক অর্ডার পুরস্কার কেড়ে নিয়েছে।
  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে।

৪. কিংবদন্তি ক্রিকেটার, সনি রামাদিন সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) জিম্বাবুয়ে
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

উত্তর :
(A) ওয়েস্ট ইন্ডিজ

  • ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্পিনার, সনি রামাদিন সম্প্রতি প্রয়াত হলেন।
  • তিনি ৪৩টি টেস্ট খেলেছেন, ২৮.৯৮ গড়ে ১৫৮ উইকেট নিয়েছেন।

৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি পুরুষদের ATP টেনিস র‍্যাঙ্কিং এ প্রথম স্থান অধিকারকারী ২৭ তম খেলোয়াড় হয়েছেন?

(A) রাফায়েল নাদাল
(B) ড্যানিল মেদভেদেভ
(C) রজার ফেদারার
(D) নোভাক জোকোভিচ

উত্তর :
(B) ড্যানিল মেদভেদেভ

  • রাশিয়ার ড্যানিল মেদভেদেভ ২৭ তম খেলোয়াড় যিনি পুরুষদের ATP টেনিস র‍্যাঙ্কিং এ প্রথম স্থানে পৌঁছেছেন।
  • মেদভেদেভ ২০-বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচকে ছাড়িয়ে গেছেন, যিনি মোট ৩৬১ সপ্তাহ ধরে রেকর্ডের শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
  • তিনি এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় রাশিয়ান।

৬. কাকে সম্প্রতি নতুন মুম্বাই পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জয় পান্ডে
(B) পবন চৌধুরী
(C) রমেশ সিং
(D) রোশন আগরওয়াল

উত্তর :
(A) সঞ্জয় পান্ডে

  • মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ভারপ্রাপ্ত মহাপরিচালক সঞ্জয় পান্ডেকে নতুন মুম্বাই পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • তিনি দায়িত্বপ্রাপ্ত হেমন্ত নাগরালের স্থলাভিষিক্ত হলেন।
  • হেমন্ত নাগরালে মহারাষ্ট্র রাজ্য নিরাপত্তা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।

৭. আশনির গ্রোভার সম্প্রতি কোন কোম্পানি এবং এর বোর্ড থেকে পদত্যাগ করলেন?

(A) Mobikwik
(B) Amazon Pay
(C) PhonePe
(D) BharatPe

উত্তর :
(D) BharatPe

  • BharatPe-এর সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover ১লা মার্চ ২০২২-এ কোম্পানি এবং এর বোর্ড থেকে পদত্যাগ করেন।
  • BharatPe হল একটি ভারতীয় ফিনটেক কোম্পানি।
  • BharatPe এর CEO সুহেল সমীর।

৮. FIFA এবং UEFA কোন দেশের জাতীয় দল এবং ক্লাবগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করেছে?

(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) ইউক্রেন

উত্তর :
(A) রাশিয়া

  • FIFA এবং UEFA রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করেছে।

FIFA :

  • সদর দপ্তর : সুইজারল্যান্ডের জুরিকে
  • প্রেসিডেন্ট : জান্নি ইনফান্তিনো

৯. WHO-এর Covax সুবিধার মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের দান করা কোভিড ভ্যাকসিনের সবচেয়ে বেশি প্রাপক হয়ে উঠেছে কোন দেশ?

(A) ভুটান
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ

  • সর্বশেষ ফাইজার ভ্যাকসিনের ১০ মিলিয়ন ডোজ চালানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৬১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দান করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ৯,০০০ এরও বেশি স্বাস্থ্যসেবক এবং স্বেচ্ছাসেবকদের যথাযথ টিকা ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।

১০. সম্প্রতি কে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI)-এর প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন?

(A) মাধবী পুরী বাচ
(B) জয়শ্রী উল্লাল
(C) রেখা শর্মা
(D) সুনন্দা দাশ গুপ্ত

উত্তর :
(A) মাধবী পুরী বাচ

SEBI :

  • সদর দপ্তর : মুম্বাই
  • প্রতিষ্ঠা : ১৯৯২ এর ১২ই এপ্রিল
  • সেক্টর : সিকিউরিটিস মার্কেট


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button