NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম
Regional Names of Indian Currency
ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম
“টাকা” – আমাদের দেশের মুদ্রার নাম। কিন্তু তার সাথে আমরা এটাও জানি যে ভারতে নানা ভাষা নানা মত নানা পরিধান। তাই ভাষাবিশেষে ভারতের মুদ্রার নামও বিভিন্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম । অর্থাৎ ভারতের কোন অঞ্চলে ভারতীয় মুদ্রাকে কি বলে ডাকা হয়।
ভারতীয় টাকায় সর্বমোট সতেরোটি ভাষায় টাকার নাম লেখা থাকে। আজ আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষায় “টাকা”কে কী কী নামে ডাকা হয়।
উপরের চিত্রে ভাষাগুলি ক্রমান্বয়ে হল – অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড, কাশ্মীরী, কোঙ্কণী, মালয়ালম, মরাঠি, নেপালি, ওডিয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু, এবং উর্দু।
ভাষা / নামের তালিকাঃ
ভাষা | “টাকা”র নাম | বাংলায় প্রতিবর্ণীকরণ (transliteration) | রাজ্য / কেন্দ্রশাসিত ক্ষেত্র |
---|---|---|---|
অসমীয়া | টকা | টকা | অসম |
ইংরেজি | Rupee | রুপি | সমগ্র ভারত |
উর্দু | روپیہ | রুপিয়া | বিহার, দিল্লি, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ |
ওডিয়া | ଟଙ୍କା | টঙ্কা | ওডিশা |
কন্নড | ರೂಪಾಯಿ | রূপায়ি | কর্ণাটক |
কাশ্মীরী | رۄپَے | রুপয় | জম্মু ও কাশ্মীর |
কোঙ্কণী | रुपया | রুপয়া | গোয়া |
গুজরাতি | રૂપિયો | রুপিয়ো | গুজরাত |
তামিল | ரூபாய் | রূপায় | তামিল নাড়ু, পুদুচেরি |
তেলুগু | రూపాయి | রূপায়ি | অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা |
নেপালি | रुपियाँ | রুপিয়াঁ | সিকিম, পশ্চিমবঙ্গ |
পাঞ্জাবি | ਰੁਪਏ | রুপএ | দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব |
বাংলা | টাকা | টাকা | পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, আন্দামান ও নিকোবার |
মরাঠি | रुपया | রুপয়া | মহারাষ্ট্র |
মালয়ালম | രൂപ | রূপ | কেরল, লক্ষদ্বীপ |
সংস্কৃত | रूप्यकम् | রূপ্যকম্ | উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ |
হিন্দি | रुपया | রুপয়া | সমগ্র ভারত |
To check our latest Posts - Click Here