Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারত সরকার সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অংশ হিসাবে কোন দেশে একটি ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (IIT) স্থাপন করবে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) সৌদি আরব
(C) যুক্তরাজ্য
(D) যুক্তরাষ্ট্র

উত্তর :
(A) সংযুক্ত আরব আমিরাত

  • ভারত সরকার ১৮ই ফেব্রুয়ারী, ২০২২-এ স্বাক্ষরিত INDIA-UAE বাণিজ্য চুক্তির অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতে (UAE) একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) স্থাপন করবে।
  • এই প্রথম দেশের বাইরে IIT প্রতিষ্ঠিত হবে।
  • ভারতে বর্তমানে ২৩টি IIT রয়েছে।
  • ভারতের শীর্ষস্থানীয় IITগুলি হল IIT দিল্লি, IIT বোম্বে, IIT খড়গপুর এবং IIT মাদ্রাজ।

২. ভারতের প্রথম ‘বায়োসেফটি লেভেল-৩ কনটেইনমেন্ট মোবাইল ল্যাবরেটরি’ কোন শহরে চালু করা হয়েছে?

(A) নাগপুর
(B) মুম্বাই
(C) পুনে
(D) নাসিক

উত্তর :
(D) নাসিক

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে ভারতের প্রথম বায়োসেফটি লেভেল-৩ কন্টেনমেন্ট মোবাইল ল্যাবরেটরি ১৮ই ফেব্রুয়ারি ২০২২-এ মহারাষ্ট্রের নাসিকে চালু হয়েছে।
  • এটি নতুন উদীয়মান এবং পুনঃউত্থিত ভাইরাল সংক্রমণের তদন্ত করার জন্য স্থাপন করা হয়েছে যা অত্যন্ত সংক্রামক এবং মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে।
  • এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা ডিজাইন করা হয়েছে।

৩. ভারতের কোন শহর ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন আয়োজন করবে?

(A) কলকাতা
(B) মুম্বাই
(C) চেন্নাই
(D) নতুন দিল্লি

উত্তর :
(B) মুম্বাই

  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ১৯শে ফেব্রুয়ারী ২০২২-এ ভারতকে ২০২৩ সালে মুম্বাইতে IOC অধিবেশন আয়োজনের অধিকার প্রদান করে।
  • ভারত ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো এই অধিবেশনের আয়োজন করবে।
  • এটি ‘Jio ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার’-এ হোস্ট করা হবে।

৪. সম্প্রতি WHO এর ঘোষণা অনুসারে, কতগুলি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য mRNA প্রযুক্তি প্রদান করা হবে?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

  • WHO ঘোষণা করেছে যে ৬টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য mRNA প্রযুক্তি দেওয়া হবে।
  • মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া ইউরোপে বিকশিত Pfizer/BioNTech এবং Moderna jabs-এ ব্যবহৃত প্রযুক্তি পাবে।

৫. রনজি ট্রফি-২০২২ (Ranji Trophy 2022)-এ কে সম্প্রতি একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন?

(A) সাকিবুল গণি
(B) কুমার দেবব্রত
(C) সৌরভ তিওয়ারি
(D) ইশাঙ্ক জাগ্গি

উত্তর :
(A) সাকিবুল গণি

  • বিহারের সাকিবুল গণি চলমান রনজি ট্রফি ২০২২-এ একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
  • কলকাতায় মিজোরামের বিরুদ্ধে বিহারের রনজি ট্রফির উদ্বোধনী রাউন্ড ম্যাচে প্রথম-শ্রেণীর ক্রিকেটের অভিষেকেই সেঞ্চুরি করা ইতিহাসে প্রথম ব্যাটার হয়ে উঠলেন সাকিবুল গণি।

৬. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day Of Social Justice) পালিত হয়?

(A) ২১শে ফেব্রুয়ারী
(B) ১লা মার্চ
(C) ২০শে ফেব্রুয়ারী
(D) ১৪ই ফেব্রুয়ারী

উত্তর :
(C) ২০শে ফেব্রুয়ারী
জাতিসংঘ ২৬শে নভেম্বর, ২০০৭ তারিখে কোপেনহেগেনের ঘোষণা এবং সামাজিক উন্নয়নের জন্য কর্মসূচী পর্যালোচনা করে এবং পরে ঘোষণা করে যে সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশন থেকে ২০শে ফেব্রুয়ারিকে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস হিসাবে পালন করা হবে।

৭. সম্প্রতি কোথায় ষষ্ঠ আফ্রিকান ইউনিয়ন-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল?

(A) ব্রাসেলস
(B) জোহানেসবার্গ
(C) রোম
(D) কায়রো

উত্তর :
(A) ব্রাসেলস
ষষ্ঠ আফ্রিকান ইউনিয়ন – ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন ১৭ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি ২০২২ প্রজন্ত ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রধানরা অংশগ্রহণ করেছিলেন।

৮. সম্প্রতি কাকে ‘ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ’ (IEG)-এর নতুন পরিচালক (Director) হিসাবে নিযুক্ত করা হল?

(A) তরুণ দাস
(B) পবন কুমার
(C) মনোজ মালব্য
(D) চেতন ঘাটে

উত্তর :
(D) চেতন ঘাটে

IEG :

  • চেয়ার পারসন : তরুণ দাস
  • প্রতিষ্ঠাতা : VKRV রাও
  • প্রতিষ্ঠাকাল : ১৯৫২
  • সদর দপ্তর : নতুন দিল্লী

৯. বিশ্বের প্রথম মহিলা কোন প্রক্রিয়ার মাধ্যমে HIV (ভাইরাস) থেকে সেড়ে উঠলেন?

(A) Stem cell transplant
(B) Blood Transfusion
(C) Tuberculosis Treatment
(D) Antiretroviral therapy

উত্তর :
(A) Stem cell transplant

  • একজন মার্কিন মহিলা HIV থেকে সেড়ে ওঠা বিশ্বের তৃতীয় ব্যক্তি হয়েছেন বলে জানা গেছে।
  • মহিলা হিসাবে তিনিই প্রথম যিনি সুস্থ হয়ে উঠেছেন।
  • মহিলাটি একজন লিউকেমিয়া রোগী এবং ভাগ্যবশত AIDS-সৃষ্টিকারী ভাইরাসের প্রাকৃতিক প্রতিরোধযুক্ত একজনের কাছ থেকে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট পেয়েছিলেন, যা তাকে সুস্থ করে তুলেছে।

১০. কোন শহরে ‘DefExpo 2022’-নামক প্রতিরক্ষা প্রদর্শনীটি আয়োজিত হবে?

(A) গোয়া
(B) বারাণসী
(C) গান্ধী নগর
(D) চেন্নাই

উত্তর :
(C) গান্ধী নগর

  • DefExpo 2022-নামক ভারতের দ্বিবার্ষিক ফ্ল্যাগশিপ প্রতিরক্ষা প্রদর্শনীটি মার্চ মাসে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
  • ৯০০ টিরও বেশি প্রতিরক্ষা সংস্থা এবং ৫৫টি দেশ এ পর্যন্ত এক্সপোতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
  • এটি এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী বলেও দাবি করা হচ্ছে।
  • অনুষ্ঠানে ৯০০ জন প্রদর্শকের মধ্যে ১০০ জনের বেশি বিদেশী।
  • এক্সপোর ২০২০-সালের সংস্করণটি লখনউতে অনুষ্ঠিত হয়েছিল


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button