বাংলা ব্যাকরণ

শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ

List of Correct and Incorrect spelling Words in Bengali

শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের (Bengali Grammar) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক “শুদ্ধ ও অশুদ্ধ বানান” (Suddho o Osuddho Banan ) নিয়ে।

আমরা লেখার সময় অনেক ক্ষেত্রে ভাষার ভিড়ে, শব্দের ভিড়ে অনেক সময় ভুল বানান লিখে থাকি। অনেকক্ষেত্রে আমরা সেই ভুল বানান ব্যবহার করতে করতে এমন অভ্যস্ত হয়ে পড়ি যে সেটিকেই আমরা সঠিক বানান মনে করে ক্রমাগত ব্যবহার করতে থাকি। একারণেই আজকেই এই পোস্টে আমরা সাধারণভাবে যে সমস্ত বানান ভুল লিখে থাকি, সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

Also Check : সমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF

শব্দের বানানের সাধারণ ভুল

১. আ-কার হয় না -ব্যবহার, ব্যথা, ব্যঙ্গ, ব্যবস্থা, ত্যক্ত, ব্যতিক্রম।

২. আ-কার যুক্ত – ব্যাস, ত্যাগ, ব্যাখ্যা, ব্যায়াম।

৩. হ্রস্ব-ই কার যুক্ত – প্রকৃতি, অঙ্গুলি, নাগরিক, বাড়ি, গাড়ি, বাঙালি, হিন্দি, দাবি, অবনতি, প্রতিযােগিতা, মুনি, মণি, পাখি, সত্যি, দিন, দরিদ্র, শিগগিরি, ভিখিরি, নিসপিস, বলি, বিশ, পাটনি, ছিপছিপে, শক্তি।

৪. দীর্ঘ-ঈকার যুক্ত – শীত, মীমাংসা, সীমানা, বৈশাখী, আগামী, ভাগীরথী, গাণ্ডীব, প্রবাসী, কুমারী, অন্তর্যামী, অল্পভাষী, অনুগামী, দোভাষী, শতাব্দী, ঈশ্বরী, সাক্ষী, শ্রীমতী, সখী।

৫. দুটি হ্রস্ব ই-কার যুক্ত – মিলিত, পাণিনি, নির্নিমেষ, চিকিৎসা, অতিথি, বিকিরণ, কাহিনি।

৬. দীর্ঘ ঊ-কার যুক্ত – সূর্য, ময়ূর, ধূসর, নিগূঢ়, চূষ্য, ব্যূহ, ধূলি, পূর্ব, ভূয়ােদশী, অভূতপূর্ব, সূত, দূষণীয়, মূর্খ, ধূর্ত, সূত্র, কৌতূহল, কটূক্তি, প্রসূত, প্রসূতি।

৭. শুধু হ্রস্ব উ-কার যুক্ত – দুর্গা, দুর্বল, ভঙ্গুর, দুর্দম, মধুপ, মুনি, কৌতুক, পুণ্য, মুখর, ভুবন, অনুপ, রেণু।

৮. হ্রস্ব উ-কার দীর্ঘ -কারের ক্রম – মুমূর্ষ, দুরূহ, মুহূর্ত, আনুপূর্বিক।

৯. হ্রস্ব ই-কার দীর্ঘ ঈ-কারের ক্রম – নিমীলিত, বিভীষিকা, পিপীলিকা, কিরীটিনি, বিভীষণ।

১০. ও-কার যুক্ত – ভৌগােলিক, তিলােত্তমা, বন্দ্যোপাধ্যায়, মুখােপাধ্যায়, চট্টোপাধ্যায়, পৌরােহিত্য।

১১. ‘ং কারের পরিবর্তে ‘ঙ্গ’ হয় : পিঙ্গল, অঙ্গ, সঙ্গ, বঙ্গ, বাঙ্গালী, মঙ্গল।

১২. ‘খ’ না হয়ে ‘ক্ষ’ হয় – আকাঙ্খা, উচ্চাকাঙ্খা।

১৩. ক্ষ-এ ম-ফলা যুক্ত হয় – সূক্ষ্ম ,লক্ষ্মণ ,লক্ষ্মী ।

১৪. ‘ট’ না হয়ে ঠ’ হয় – গোষ্ঠী,কনিষ্ঠ, ঘনিষ্ঠ, হঠাৎ, লঘিষ্ঠ। ( ব্যতিক্রম – মুষ্টি, বৈশিষ্ট্য )

১৫. ‘ন’ না হয়ে ‘ণ’ হবে – সায়ণ, কারণ, রামায়ণ, স্মরণ, পুণ্য, পাণিনি।

১৬. খণ্ড ৎ হয় – সত্যজিৎ, অভিজিৎ, ইন্দ্রজিৎ, ধুলিসাৎ, হঠাৎ, কিঞ্চিৎ, অকস্মাৎ। বিশেষভাবে মনে রাখতে হবে, ‘উচিত’ বানানটি সঠিক, ‘উচিৎ’ ভুল।

১৭. য-ফলা যুক্ত হয় – বৈচিত্র্য, স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য, স্বাস্থ্য, জৈষ্ঠ্য,দারিদ্র্য।

১৮. ব-ফলা যুক্ত হয় : উজ্জ্বল, সরস্বতী, শাশ্বত, দ্বন্দ্ব, দ্বিধা।

১৯. ষ্ট না হয়ে স্ট হয় : স্ট্রিট, স্টিমার, স্টোর, স্টেশন।

২০. সন্ধির ভুল : হৃৎপিণ্ড, আপৎকালীন, হৃৎকম্প।

আশা করি এই সাধারণ ভুলগুলি এবারে তোমরা আর করবে না। দেখে নেওয়া যাক আরও কিছু শুদ্ধ-অশুদ্ধ বানানের উদাহরণ।

দেখে নাও : ১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ

অ-কার ও আ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

অ-কার ও আ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো। এই অশুদ্ধ বানানগুলি আমরা না জেনেই ক্রমাগত ব্যবহার করে থাকি।

অশুদ্ধশুদ্ধ
আমাবস্যাঅমাবস্যা
অনুমানিকআনুমানিক
সাম্রাজ্ঞীসম্রাজ্ঞী
অজাগরঅজগর
জাহান্নমজাহান্নাম
জাতাশৌচজাতশৌচ
নয়নজুলিনয়ানজুলি
আরাম্ভআরম্ভ
অনাটনঅনটন
মাধুরিমামধুরিমা
দুরাবস্থাদুরবস্থা
চিঠিচাপাটিচিঠি চাপাটি
ঘূর্ণয়মানঘূর্ণায়মান
অ-কার ও আ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

দেখে নাও : ৫৫০+ পদ পরিবর্তন তালিকা । পদান্তর । Pod Poriborton – PDF Download

অ-কার ও ও-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

অ-কার ও ও-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো

অশুদ্ধশুদ্ধ
ভৌগলিকভৌগােলিক
কথপােকথনকথােপকথন
ওতােপ্রােতওতপ্রােত
নীরােদনীরদ
আরহণআরােহণ
তরওয়াল / তরোয়ালতলােয়ার
পৌরহিত্যপৌরােহিত্য
পরপােকারপরোপকার
অপগণ্ডঅপােগণ্ড
আলচ্যআলোচ্য
উপোযােগীউপযােগী
গোলকনাথগোলােকনাথ
আপমরআপামর
ঝড়ােঝোড়াে
পুরনােপুরােনাে
নারকোলনারকেল
অ-কার ও ও-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

দেখে নাও : কারক কাকে বলে ? বিভিন্ন প্রকার কারক ও উদাহরণ

ই-কার ও ঈ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

ই-কার ও ঈ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
পিপিলিকাপিপীলিকা
সারথীসারথি
অঞ্জলীঅঞ্জলি
দাশরথীদাশরথি
নিরবনীরব
বাল্মিকীবাল্মীকি
কৃষিজীবিকৃষিজীবী
ইদানিংইদানীং
একাদশিএকাদশী
বীভীষিকাবিভীষিকা
সুধিগণসুধীগণ
স্নেহাশীষস্নেহাশিস
ভাগিরথিভাগীরথী
নীরিহনিরীহ
সমিচিনসমীচীন
শারিরিকশারীরিক
তাঁতীতাঁতি
মিমাংসামীমাংসা
দধিচিদধীচি
কালীদাসকালিদাস
আশির্বাদআশীর্বাদ
মেধাবিমেধাবী
কালিপদকালীপদ
মুরারীমুরারি
কলশীকলসী
অভীশ্রুতিঅভিশ্রুতি
ই-কার ও ঈ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

দেখে নাও : Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ – বাংলা ব্যাকরণ

উ-কার ও ঊ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

উ-কার ও ঊ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
ভূলভুল
মুহৃর্তমুহূর্ত
মুমূর্ষমুমূর্ষু
শুলশূল
উর্ধ্বঊর্ধ্ব
দুর্বাদূর্বা
শিসিরশিশির
অদ্ভূতঅদ্ভুত
গুঢ়গূঢ়
চুষ্যচূষ্য
নুপুরনূপুর
কৌতুহলকৌতূহল
বিদূষীবিদুষী
মধুসুদনমধুসূদন
বিভুতিবিভূতি
দূর্গদুর্গ
পূণ্যপুণ্য
চূনচুন
বধুবধূ
শুস্রুষাশুশ্রুষা
দুরিতদূরিত
ধুসরধূসর
উ-কার ও ঊ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

দেখে নাও : সন্ধি-বিচ্ছেদ – স্বরসন্ধি – Sandhi Viched in Bengali

ট-কার ও ঠ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

অশুদ্ধশুদ্ধ
ঘনিষ্টঘনিষ্ঠ
যুধিষ্টিরযুধিষ্ঠির
করোঠিকরোটি
ধৃষ্ঠধৃষ্ট
অনিষ্ঠঅনিষ্ট
হটাৎহঠাৎ
মুষ্ঠিমুষ্টি
দৃষ্ঠিদৃষ্টি
যথেষ্ঠযথেষ্ট
তিষ্টতিষ্ঠ
কুটুরিকুঠুরি
ট-কার ও ঠ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

দেখে নাও : ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF

ণ ও ন-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

ণ ও ন-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
শূণ্যশূন্য
ভনিতাভণিতা
চার্ণকচার্নক
রামায়নরামায়ণ
আগুণআগুন
প্রাঙ্গনপ্রাঙ্গণ
দুর্ণামদুর্নাম
মৃণ্ময়মৃন্ময়
কনিকাকণিকা
তরঙ্গিণীতরঙ্গিনী
ফাল্গুণফাল্গুন
রসায়ণরসায়ন
পুন্যপুণ্য
পূর্নিমাপূর্ণিমা
ভ্রাম্যমাণভ্রাম্যমান
চিকণচিকন
ণ ও ন-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

ত-কার ও থ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

ত-কার ও থ-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
অস্তিঅস্থি
থুতুথুথু
তিস্থাতিস্তা
অস্থিত্বঅস্তিত্ব
বরখাস্থবরখাস্ত
ত-কার ও থ-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

র-কার, ড়-কার ও ঢ়-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

র-কার, ড়-কার ও ঢ়-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
বাড়াবাড়ীবাড়াবাড়ি
শিঙ্গারাশিঙ্গাড়া
চুপিসাড়েচুপিসারে
ফক্করফক্কড়
আষাড়আষাঢ়
গড়ুরগরুড়
থুড়থুড়েথুত্থুড়ে
দুড়মুশদুরমুশ
তারাতারিতাড়াতাড়ি
চেঙাড়িচেঙারি
তুড়কিতুর্কি
পড়া (পরিধান করা অর্থে)
পরা (পাঠ করা অর্থে)
পরা
পড়া
বেড়িয়ে (বহির্গমন অর্থে)
বেরিয়ে (ভ্রমণ অর্থে)
বেরিয়ে
বেড়িয়ে
কোমড়কোমর
বারাবারিবাড়াবাড়ি
তারা (তাগাদা দেওয়া অর্থে)
তাড়া (নক্ষত্র অর্থে)
তাড়া
তারা
র-কার, ড়-কার ও ঢ়-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি

য-ফলা, ব-ফলা, ম-ফলা ঘটিত শুদ্ধাশুদ্ধি :

য-ফলা, ব-ফলা, ম-ফলা ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
যদ্যাপিযদ্যপি
অদ্যপিঅদ্যাপি
অধ্যাবসায়অধ্যবসায়
সন্মুখসম্মুখ
সন্মানসম্মান
লক্ষীলক্ষ্মী
অত্যান্তঅত্যন্ত
বৈশিষ্টবৈশিষ্ট্য
সন্নাসীসন্ন্যাসী
বৈচিত্রবৈচিত্র্য
বন্দোপাধ্যায়বন্দ্যোপাধ্যায়
মহত্বমহত্ত্ব
উজ্জলউজ্জ্বল
সান্তনাসান্ত্বনা
আমাবস্যাঅমাবস্যা
সুক্ষসূক্ষ্ম
ব্যার্থব্যর্থ
ত্যজ্যত্যাজ্য
বুৎপত্তিব্যুৎপত্তি
সত্ত্বা
সত্ব
সত্তা (যেমন, জাতিসত্তা – অস্তিত্ব অর্থে)
সত্ত্ব (যেমন, সত্ত্বগুণ – সারবত্তা অর্থে)
সন্মেলনসম্মেলন
যক্ষাযক্ষ্মা
বিদ্যানবিদ্বান
য-ফলা, ব-ফলা, ম-ফলা ঘটিত শুদ্ধাশুদ্ধি

শ-কার, ষ-কার ও স-কার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

শ-কার, ষ-কার ও স-কার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
প্রচেস্টাপ্রচেষ্টা
তিরষ্কারতিরস্কার
শষ্যশস্য
সুসুপ্তিসুষুপ্তি
প্রোটেষ্টান্টপ্রোটেস্টান্ট
শিস্যশিষ্য
তামাসাতামাশা
পরিস্কারপরিষ্কার
কল্যানীয়েসু (পুং)
কল্যানীয়াষু (স্ত্রী)
কল্যাণীয়েষু (পুং)
কল্যাণীয়াসু (স্ত্রী)
গােস্পদগােষ্পদ
আবিস্কারআবিষ্কার
তফসিলতফশিল
পুরস্কারপুরষ্কার
আনুসঙ্গিকআনুষঙ্গিক
ভষ্মভস্ম
দুর্বিসহদুর্বিষহ
খ্রিস্টখ্রিষ্ট (যীশুখ্রিষ্ট)
সামিয়ানাশামিয়ানা
শ-কার, ষ-কার ও স-কার ঘটিত শুদ্ধা

কৃৎ-তদ্ধিত প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি :

কৃৎ-তদ্ধিত প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
দোষণীয়দূষণীয়
উৎকর্ষতাউৎকর্ষ
সখ্যতাসখ্য
রুচিবান্রুচিমান
পৈত্রিকপৈতৃক
বাহ্যিকবাহ্য
সমৃদ্ধশালীসমৃদ্ধ, সমৃদ্ধিশালী
অনুদিতঅনূদিত
ঐক্যমতঐক্যমত্য
লক্ষ্যণীয়লক্ষণীয়
আয়ত্তাধীনআয়ত্ত / অধীন
প্রসারতাপ্রসার
ঐক্যতানঐকতান
কৃৎ-তদ্ধিত প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি

স্ত্রী-প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি :

স্ত্রী-প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
নিরপরাধী (পুং)
নিরপরাধিনী (স্ত্রী)
নিরপরাধ (পুং)
নিরপরাধা (স্ত্রী)
সুবদনীসুবদনা
গায়কীগায়িকা
অর্ধাঙ্গিনীঅর্ধাঙ্গী
অপ্সরীঅপ্সরা
অনাথিনীঅনাথা
রজকিনীরজকী
নিরপরাধিনীনিরপরাধা
সুকেশিনীসুকেশী
ত্রিনয়নীত্রিনয়না
নেত্রীবৃন্দনেতৃবৃন্দ
নিরভিমানিনীনিরভিমানা
স্ত্রী-প্রত্যয় ঘটিত শুদ্ধাশুদ্ধি

উচ্চারণের বিকার ঘটিত শুদ্ধাশুদ্ধি :

উচ্চারণের বিকার ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
কাগকাক
ঋষিকেশহৃষীকেশ
কুৎসিৎকুৎসিত
অরুন্ধুতিঅরুন্ধতী
ছমছমেছমছম
হাঁসিহাসি
বেদাংগবেদাঙ্গ
শাগশাক
সাহার্য্যসাহায্য
আকাংখা / হিতাকাংক্ষীআকাঙ্ক্ষা / হিতাকাঙ্ক্ষী
কাঁচকাচ
গড্ডালিকাগড্ডলিকা
চিৎপাৎচিৎপাত
কিম্বাকিংবা
উচিৎউচিত
মেঘনাধমেঘনাদ
মাগমাঘ
বীজাণুজীবাণু
উচ্চারণের বিকার ঘটিত শুদ্ধাশুদ্ধি

সন্ধি ঘটিত শুদ্ধাশুদ্ধি :

সন্ধি ঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
দিবলােকদ্যুলোক
পরিক্ষাপরীক্ষা
দূরাদৃষ্টদূরদৃষ্ট
বয়জ্যেষ্ঠবয়ােজ্যেষ্ঠ
লজ্জাস্করলজ্জাকর
উপরিউপরিউপর্যুপরি
শিরচ্ছেদশিরশ্ছেদ
দিগেন্দ্রদিগিন্দ্র
মনোকষ্টমনঃকষ্ট
চলৎশক্তিচলচ্ছক্তি
চক্ষুরোগচক্ষূরোগ
অনুমত্যানুসারেঅনুমত্যনুসারে
মনমোহনমনোমোহন
বয়োকনিষ্ঠবয়ঃকনিষ্ঠ
স্বতোসিদ্ধস্বতঃসিদ্ধ
বাগেশ্বরীবাগীশ্বরী
পর্যাটনপর্যটন
নভোচরনভশ্চর
তড়িৎচুম্বকতড়িচ্চুম্বক
সন্ধি ঘটিত শুদ্ধাশুদ্ধি

সমাসঘটিত শুদ্ধাশুদ্ধি :

সমাসঘটিত কিছু অশুদ্ধ ও শুদ্ধ বানানের তালিকা দেওয়া রইলো।

অশুদ্ধশুদ্ধ
মামাবাড়িমামারবাড়ি
মুদিদোকানমুদির-দোকান
শ্রীমদ্ভাগবদগীতাশ্রীমদ্ভগবদ্‌গীতা
শশীভূষণশশিভূষণ
নির্দোষীনির্দোষ
অহোরাত্রিঅহোরাত্র
কমলাক্ষিকমলাক্ষ
সবিনয়পূর্বকবিনয়পূর্বক
সলজ্জিতসলজ্জ, লজ্জিত
মুগডালমুগের-ডাল
দেবীদাসদেবিদাস
ষষ্টদশষোড়শ
সুবুদ্ধিমানসুবুদ্ধি, বুদ্ধিমান
পক্ষীশাবকপক্ষিশাবক
সমাসঘটিত শুদ্ধাশুদ্ধি

Download Section

  • File Name : শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ – বাংলা কুইজ
  • File Size :
  • No. of Pages : 15
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Bengali Grammar

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

Back to top button