বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা
পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ – কতরকম নামে আমরা চিনি এদের। কিন্তু শুধু বাংলা নাম বা প্রতিশব্দ না, আজ আমরা জানব বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম এবং প্রচলিত ইংরাজি নামের সম্পর্কে। বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা ।
পক্ষীজগৎ সমগ্র প্রাণীজগতের মধ্যে একটি অন্যতম শাখা। শুরুতেই আমরা জেনে নেব পাখিদের সম্পর্কে কিছু সাধারণ বিষয়।
প্রশ্নঃ পাখি কাদের বলে?
উত্তরঃ পাখির কোনো বিজ্ঞানসম্মত সংজ্ঞা নেই, তবে প্রধানতঃ বলা যায়
- পালকবিশিষ্ট ‘আর্কোসরিয়া’ (Archosauria) -দের পাখি বলা যায়। ‘আর্কোসরিয়া’-র অন্তর্গত প্রাণী হল পাখি এবং কুমীর।
- উড্ডয়নে সক্ষম ডাইনোসরদের পাখি বলা যায়।
সমস্ত পাখি অভিব্যক্তিগতভাবে (evolution) ডাইনোসর। এই কারণে পাখিদের Living Dinosaurs বলা হয়ে থাকে।
প্রশ্নঃ সর্বাপেক্ষা বড় এবং ছোট পাখির নাম কী?
উত্তরঃ উটপাখি এবং হামিং বার্ড।
প্রশ্নঃ পরিযায়ী পাখি কাদের বলে?
উত্তরঃ পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দু’টি অঞ্চলের মধ্যে আসা-যাওয়াকেই বোঝায়। জীবজন্তুর ক্ষেত্রে মাইগ্রেশন (migration) এর সঠিক পরিভাষা ‘পরিযান’। যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয়, তাদেরকে পরিযায়ী পাখি বলে।
মনে রাখতে হবে, আমরা অনেক পাখিকে কেবলমাত্র একটি নামে চিনলেও বিজ্ঞানসম্মতভাবে এক একটি পাখির অজস্র প্রজাতি থাকতে পারে। কেবলমাত্র ভারতেই কুড়িটির অধিক প্রজাতির হাঁস আছে। এখানে শুধুমাত্র একটি প্রজাতির (ভারতীয় / বঙ্গীয় / সাধারণ প্রজাতির) বিজ্ঞানসম্মত নাম দেওয়া হল।
উটপাখি
ইংরেজি : Common ostrich
বিজ্ঞানসম্মত নাম : Struthio camelus
পৃথিবীর বৃহত্তম পাখি উটপাখি উড়তে অক্ষম। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি এদের বিচরণস্থল।
হামিং বার্ড
ইংরেজি : Bee hummingbird
বিজ্ঞানসম্মত নাম : Mellisuga helenae
পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হামিং বার্ড। প্রধানত আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে দেখতে পাওয়া যায়।
বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম
বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম ও সাধারণ নামের তালিকা নিচে দেওয়া রইলো।
পাখির সাধারণ বাংলা নাম | ইংরাজি নাম | বিজ্ঞানসম্মত নাম |
---|---|---|
আমেরিকান ঈগল | Bald eagle | Haliaeetus leucocephalus |
ইউরোপীয় রবিন | European robin | Erithacus rubecula |
উটপাখি (বৃহত্তম পাখি) | Common ostrich | Struthio camelus |
এমু | Emu | Dromaius novaehollandiae |
এম্পেরর পেঙ্গুইন | Emperor penguin | Aptenodytes forsteri |
কিউয়ি | Kiwi | Apteryx australis |
কোকিল | Cuckoo | Cuculus canorus |
ঘুঘু | Spotted dove | Spilopelia chinensis |
চড়ুই | House sparrow | Passer domesticus |
ছাতারে | Jungle babbler | Argya striata |
টার্কি | Turkey | Meleagris gallopavo |
টুনটুনি | Tailorbird | Orthotommus sutoriu |
ডোডো (অবলুপ্ত) | Dodo | Raphus cucullatus |
দাঁড়কাক | Large-billed crow, Raven | Corvus macrorhynchos |
দেশী টিয়া | Rose-ringed parakeet, Parrot | Psittacula krameri |
পাতিকাক | House crow, Common crow | Corvus splendens |
পাতিহাঁস | Indian spot-billed duck | Anas poecilorhyncha |
পায়রা | Pigeon, Rock dove | Columba livia |
বক | Heron | Ardea purpurea |
বন মোরগ | Junglefowl | Gallus gallus |
ভারতীয় ঈগল | Indian spotted eagle | Clanga hastata |
ভারতীয় কালো চিল | Kite | Milvus migrans |
ভারতীয় পেঁচা | Indian eagle-owl | Bubo bengalensis |
ভারতীয় বাজ | Shikra, Goshawk | Accipiter badius |
ভারতীয় ময়ূর | Peacock, Peafowl | Pavo cristatus |
ভারতীয় শকুন | Indian vulture | Gyps indicus |
মুরগি | Chicken | Gallus domesticus |
রাজহাঁস | Swan | Cygnus cygnus |
শ্যামা, দোয়েল | Magpie-robin | Copsychus saularis |
সবুজ টিয়া | Norfolk parakeet | Cyanoramphus cookii |
সাধারণ ময়না | Indian myna | Acridotheres tristis |
সারস | Crane | Grus grus |
হামিং বার্ড (ক্ষুদ্রতম পাখি) | Bee hummingbird | Mellisuga helenae |
আরও দেখে নাও :
ইংরেজিতে বিভিন্ন প্রাণীর ডাক । Sounds of Different Animals – PDF
Download Section
- File Name : বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা – বাংলা কুইজ
- File Size : 2 MB
- No. of Pages : 04
- Format : PDF
To check our latest Posts - Click Here