সন্ধ্যা মুখোপাধ্যায় জীবনী – Sandhya Mukherjee
বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হলেন। এভাবে দিন দিন কতইনা নক্ষত্র খসে পড়ছে আমাদের দেশের গর্বময় আকাশ থেকে। আজ আমরা বাংলার এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর বিষয়ে ছোট্ট একটি জীবনী জেনে নেবো। ( সন্ধ্যা মুখোপাধ্যায় জীবনী – Sandhya Mukherjee : Biography ) ।
দেখে নাও : লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
প্রাথমিক জীবন :
জন্ম : ১৯৩৪ সালের ৪ঠা অক্টোবর কলকাতার ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন তিনি।
পিতা ও মাতা : পিতা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, একজন রেলের অফিসার ছিলেন এবং মাতা ছিলেন হেমপ্রভা দেবী।
প্রশিক্ষণ :
- পন্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কানন এবং অধ্যাপক চিন্ময় লাহিড়ীর নির্দেশনায় সন্ধ্যা তার সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন।
- পন্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কানন এবং অধ্যাপক চিন্ময় লাহিড়ীর নির্দেশনায় সন্ধ্যা তার সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন।
- তবে তার গুরু ছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলি খান, এরপর তার ছেলে ওস্তাদ মুনাব্বর আলি খানের কাছে সংগীত চর্চা করেন তিনি।
- ওস্তাদ মুনাব্বর আলি খানের কাছেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা পেয়েছিলেন তিনি।
দেখে নাও : পঞ্চানন বর্মা জীবনী – প্রতিবেদন রচনা
কর্মজীবন :
- শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ লাভ করার সত্ত্বেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের বেশিরভাগই হল বাংলা আধুনিক গান।
- তিনি মুম্বাইয়ে হিন্দি গান গেয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৫০ সালে তারানা চলচ্চিত্রের একটি গান দিয়ে শুরু হয় তার কর্মজীবন।
- তিনি শুরুতে প্লেব্যাক গায়ক হিসেবে ১৭টি হিন্দি ছবিতে গান গেয়েছিলেন।
- তবে ব্যক্তিগত কারণে ১৯৫২ সালে তার নিজ শহর কলকাতায় ফিরে আসেন এবং এখানেই স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন।
- তিনি ১৯৬৬ সালে বাঙালি কবি শ্যামল গুপ্তকে বিয়ে করেন।
- তিনি জনপ্রিয় ছিলেন বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গান গাওয়ার জন্য।
- একসময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এই দুজন, সকলে এদের কণ্ঠস্বরকেই উত্তম-সুচিত্রার কণ্ঠস্বর মনে করতো। উত্তম-সুচিত্রার বহু সিনেমায় একসাথে গান গেয়েছেন হেমন্ত বাবু ও সন্ধ্যা মুখার্জী।
- এছাড়াও রবিন চট্টোপাধ্যায় ও নচিকেতা ঘোষের সাথেও বহু গান গেয়েছেন তিনি।
- বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের মধ্যে গণআন্দোলনে যোগ দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ বাংলদেশ থেকে আগত উদ্বাস্তুদের জন্য অর্থও সংগ্রহ করেন তিনি।
- তিনি বাংলাদেশী সঙ্গীতশিল্পী সমর দাসকে সহায়তা করেছিলেন যখন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন।
- তার জন্য বেশ কিছু দেশাত্মবোধক গান রেকর্ড করেছিলেন তিনি।
মৃত্যু :
বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখার্জি ৯০ বছর বয়সে ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি কলকাতায় হৃদরোগজনিত কারণে (cardiac arrest) মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র : উইকিপিডিয়া
To check our latest Posts - Click Here