13th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
13th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই ফেব্রুয়ারি – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটি প্রতিবছর ‘World Radio Day’ হিসাবে পালিত হয়?
(A) ১২ই ফেব্রুয়ারী
(B) ১৩ই ফেব্রুয়ারী
(C) ১৪ই ফেব্রুয়ারী
(D) ১৫ই ফেব্রুয়ারী
- UNESCO তার ৩৬ তম সম্মেলনে ২০১১ সালে দিনটি উদযাপনের ঘোষণা দেওয়ার পরে ২০১২ সালে প্রথম ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হয়।
- ২০২২ সালের জন্য ‘World Radio Day’-এর থিম হলো – “Radio and Trust”।
২. সম্প্রতি কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একপ্রকার দুগ্ধজাত পণ্য থেকে পরবর্তী প্রজন্মের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস প্লান্টারাম JBC5 সনাক্ত করেছে?
(A) আসাম ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ
(B) IIT বোম্বে
(C) ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(D) NIT দুর্গাপুর
- ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IASST), গুয়াহাটির ভারতীয় বিজ্ঞানীদের একটি দল একটি দুগ্ধজাত পণ্য থেকে পরবর্তী প্রজন্মের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ল্যাকটোব্যাসিলাস প্লান্টারাম JBC5 সনাক্ত করেছে।
- দলটি এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ব্যবহার করে একপ্রকার দইও তৈরি করেছে।
৩. কোন দেশের প্রথম covid-19 প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ভারত সম্প্রতি চিকিৎসার সরঞ্জাম দিয়ে সাহায্য করলো?
(A) পালাউ
(B) এস্বাতিনী
(C) টোঙ্গা
(D) কিরিবাতি
- ভারত কিরিবাতির প্রথম কোভিড -19 প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে সম্প্রতি চিকিৎসা সরবরাহের একটি চালান পাঠিয়েছে।
- বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে যে চালানটিতে পালস অক্সিমিটার, PPE কিট এবং জরুরি COVID-19 ওষুধ রয়েছে।
কিরিবাতি :
- কিরিবাতি হল মধ্যে প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন রাষ্ট্রদ্বীপ।
- প্রেসিডেন্ট : তেনেতি মামাও
৪. কোন দেশের রাষ্ট্রপতি সম্প্রতি তার ‘ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি’ প্রকাশ করলেন?
(A) ফ্রান্স
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) অস্ট্রেলিয়া
(D) জাপান
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইন্দো-প্যাসিফিক কৌশল প্রকাশ করেছেন।
- এটি ভারতকে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের সমমনা অংশীদার এবং প্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে।
৫. ভারত কোন দেশকে আঁধার কার্ডের ন্যায় পরিচয় পত্র ‘Unitary Digital Identity Framework’ তৈরিতে সাহায্য করছে?
(A) বাংলাদেশ
(B) অ্যাকাউন্ট
(C) নেপাল
(D) শ্রীলংকা
- আঁধার কার্ডের আদলেই তৈরী হচ্ছে শ্রীলংকার এই ব্যবস্থা।
- ইউনিটারি ডিজিটাল আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের অধীনে, বায়োমেট্রিক ডেটার উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত পরিচয় যাচাইকরণ ডিভাইস লঞ্চ করা হবে।
৬. সম্প্রতি কাকে অর্থ মন্ত্রালয়ের Financial Service Department-এর সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল?
(A) পুষ্পেন্দ্র রায়
(B) বলবীর সিং
(C) সঞ্জয় মলহোত্রা
(D) অশোক গুপ্ত
- এর আগে, সঞ্জয় মালহোত্রা REC লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ৷
- তিনি দেবাশীষ পাণ্ডার স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ৩১শে জানুয়ারী, ২০২২-এ DFS সচিব হিসাবে তাঁর মেয়াদ শেষ করেছেন৷
৭. ‘Singapore Air Show-2022’-এ অংশগ্রহণের জন্য ভারতীয় বিমান বাহিনীর কতজন সদস্যের একটি দল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে?
(A) ৩৮
(B) ৫৬
(C) ৫০
(D) ৪৪
- ভারতীয় বিমান বাহিনীর একটি 44 সদস্যের দল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ই ফেব্রুয়ারী ২০২২-এ ‘সিঙ্গাপুর এয়ার শো-২০২২’-এ অংশ নিতে পৌঁছেছে।
- ১৫ থেকে ১৮ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত এয়ার শো অনুষ্ঠিত হবে।
৮. নিচের কোন প্রতিষ্ঠানটি পাবলিক সেক্টর এন্টিটি বিভাগে ২০২০-২১ সালের আর্থিক প্রতিবেদনে শ্রেষ্ঠত্বের জন্য ICAI পুরস্কার জিতেছে?
(A) Coal India Limited
(B) Mazagon Dock Limited
(C) HLL Lifecare
(D) RailTel
- RailTel পাবলিক সেক্টর এন্টিটি বিভাগে ২০২০-২১ সালের আর্থিক প্রতিবেদনে শ্রেষ্ঠত্বের জন্য ICAI পুরস্কার জিতেছে।
- ১৯৫৮ সাল থেকে এই পুরস্কারের জন্য বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে এমন প্রধান অ্যাকাউন্টিং সংস্থা, ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ (ICAI) দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়।
To check our latest Posts - Click Here