Quiz on Lata Mangeshkar in Bengali
না ফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ সকাল ৮.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়ানে সমস্ত বিশ্ব আজ শোকস্তব্ধ। তাঁর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের টিমের পক্ষ থেকে দেওয়া রইলো ছোট্ট একটি কুইজ সেট। লতা মঙ্গেশকর কুইজ ( Quiz on Lata Mangeshkar in Bengali ) ।
১. লতা মঙ্গেশকর এর আসল নাম কী ?
২. কত সালে লতা মঙ্গেশকর ভারত রত্ন সম্মানে ভূষিত হন ?
আরও দেখে নাও : বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ – আম্বেদকর জয়ন্তী
৩. গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করলেও কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন লতা মঙ্গেশকর, তিনি প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ?
৪. লতা মঙ্গেশকরের গাওয়া প্রথম গান হল : নাচু ইয়া গাদে, খেলু সারি মানি হাউস ভারি’,
এই গানটি তিনি কোন চলচ্চিত্রের জন্য গেয়েছিলেন ?
৫. প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন লতা মঙ্গেশকর । তিনি কত সালে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন?
আরও দেখে নাও : মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য
৬. সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে ২০০৭ সালে একটি দেশের সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান করেছে। কোন দেশ ?
৭. কর্মজীবনে মোট ৪ টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন লতা মঙ্গেশকর। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্রের নাম কী ?
৮. লতা মঙ্গেশকরকে রাজ্য সভার সদস্য হিসেবে মনোনীত করা হয় । কোন বছর তিনি রাজ্য সভার সদস্য হিসেবে মনোনীত হন ?
৯. লতা মঙ্গেশকরের জীবনের উপর ভিত্তি করে লেখা জীবনী : ” Lata Mangeshkar …in Her Own Voice’, এই বইটির লেখক/লেখিকা কে ?
১০. ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ডসে পূর্বে শ্রেষ্ঠ প্লে ব্যাক গায়ক / গায়িকার জন্য কোনো পুরস্কার ছিল না, কিন্তু লতা মঙ্গেশকরের প্রতিবাদের পর এই বিভাগে পুরস্কার দেওয়া চালু করা হয়। কোন বছর থেকে এই পুরস্কার দেওয়া চালু হয় ?
১১. লতা মঙ্গেশকরের গাওয়া প্রথম হিন্দি গান কোনটি ?
To check our latest Posts - Click Here