QuizQuiz

Quiz on Lata Mangeshkar in Bengali – লতা মঙ্গেশকর কুইজ

লতা মঙ্গেশকর কুইজ

Quiz on Lata Mangeshkar in Bengali

না ফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ সকাল ৮.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়ানে সমস্ত বিশ্ব আজ শোকস্তব্ধ। তাঁর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের টিমের পক্ষ থেকে দেওয়া রইলো ছোট্ট একটি কুইজ সেট।  লতা মঙ্গেশকর কুইজ  ( Quiz on Lata Mangeshkar in Bengali ) ।

১. লতা মঙ্গেশকর এর আসল নাম কী ?

উত্তর
হেমা মঙ্গেশকর।

২. কত সালে লতা মঙ্গেশকর ভারত রত্ন সম্মানে ভূষিত হন ?

উত্তর
২০০১

আরও দেখে নাও : বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ –  আম্বেদকর জয়ন্তী

৩. গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করলেও কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন লতা মঙ্গেশকর, তিনি প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ?

উত্তর
Pahili Mangalagaur

৪. লতা মঙ্গেশকরের গাওয়া প্রথম গান হল : নাচু ইয়া গাদে, খেলু সারি মানি হাউস ভারি’,
এই গানটি তিনি কোন চলচ্চিত্রের জন্য গেয়েছিলেন ?

উত্তর
Kiti Hasaal (মারাঠি)

৫. প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন লতা মঙ্গেশকর । তিনি কত সালে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন?

উত্তর
১৯৭৪ সালে

আরও দেখে নাও : মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য

৬. সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে ২০০৭ সালে একটি দেশের সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান করেছে। কোন দেশ ?

উত্তর
ফ্রান্স

৭. কর্মজীবনে মোট ৪ টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন লতা মঙ্গেশকর। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্রের নাম কী ?

উত্তর
Vaadal (Marathi)

৮.  লতা মঙ্গেশকরকে রাজ্য সভার সদস্য হিসেবে মনোনীত করা হয় । কোন বছর তিনি রাজ্য সভার সদস্য হিসেবে মনোনীত হন ?

উত্তর
১৯৯৯

৯. লতা মঙ্গেশকরের জীবনের উপর ভিত্তি করে লেখা জীবনী : ” Lata Mangeshkar …in Her Own Voice’, এই বইটির লেখক/লেখিকা কে ?

উত্তর
নাসরিন মুন্নী কবির

১০. ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ডসে পূর্বে শ্রেষ্ঠ প্লে ব্যাক গায়ক / গায়িকার জন্য কোনো পুরস্কার ছিল না, কিন্তু লতা মঙ্গেশকরের প্রতিবাদের পর এই বিভাগে পুরস্কার দেওয়া চালু করা হয়। কোন বছর থেকে এই পুরস্কার দেওয়া চালু হয় ?

উত্তর
১৯৫৮ ।

১১. লতা মঙ্গেশকরের গাওয়া প্রথম হিন্দি গান কোনটি ?

উত্তর
“Mata Ek Sapoot Ki Duniya Badal De Tu”

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button