লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji :
লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
জানি সকলেই পেয়েছো দুঃসংবাদ। আমাদের সকলের প্রিয় লতাজী চলে গেলেন না ফেরার দেশে। চলো জেনে নিই এই বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের ছোট্ট জীবনী। লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji ।
আরও দেখে নাও : পণ্ডিত বিরজু মহারাজ প্রয়াত – Pandit Birju Maharaj
প্রাথমিক জীবন :
জন্ম : ১৯২৯ এর ২৮শে সেপ্টেম্বর লতাজী মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন (তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে)। পূর্বে লতাজীর নাম দেওয়া হয়েছিল হেমা, কিন্তু পরে তা পরিবর্তন করে লতা মঙ্গেশকর করেন তার পিতা।
পিতা ও মাতা : তিনি দীননাথ মঙ্গেশকরের কন্যা। তার পিতা একটি থিয়েটার কোম্পানির মালিক ছিলেন এবং একজন স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গায়ক ছিলেন।
তাঁর মাতা ছিলেন সুধামতি (পূর্ব নাম শেবন্তি) । ইনি দীননাথ মঙ্গেশকরের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
সংগীত শিক্ষা : তাঁর পিতা মাত্র পাঁচ বছর বয়স থেকে লতাজীকে গান শেখানো শুরু করেন এবং তিনি পরে বিখ্যাত গায়ক আমান আলী খান সাহেব এবং আমানত খানের কাছেও গান চর্চা করেন।
আরও দেখে নাও : নারায়ণ দেবনাথ প্রয়াত – Narayan Debnath
বলিউডের সঙ্গীত জগতে প্রবেশ :
- ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে লতা মঙ্গেশকর তার কর্মজীবন শুরু করেন।
- প্রথম প্রথম তাঁকে বলিউডের অনেক সিনেমায় গান গাওয়া থেকে বঞ্চিত করা হয়, কারণ সেই সময় অনেকের মত ছিল যে তাঁর গলার স্বর খুব উঁচু।
- এর মূল কারণ ছিল তখনকার বিখ্যাত গায়ক-গায়িকাদের (যেমন : নূরজাহান, সামসাদ বেগম) গলার স্বর বেশ ভারী ছিল।
- কিন্তু প্রতিভাকে কে আটকে রাখতে পারে? সমস্ত বাঁধা কাটিয়ে তিনি বসন্ত জোগলেকারের মারাঠি ছবি কিতি হাসাল-এ তাঁর প্রথম গান রেকর্ড করেন।
- তাঁর গাওয়া প্রথম হিন্দি গান ছিল “মাতা এক সপুত কি দুনিয়া বদল দে তু”।
- ১৯৪২ সালে তাঁর পিতা মারা যান, পরিবারের আর্থিক সহায়তার জন্য একজন প্লে-ব্যাক সিঙ্গার হিসাবেও কাজ করেছেন তিনি। ১৯৪৫ সালে তিনি উঁচু স্বপ্ন নিয়ে পারি দেন মুম্বাইয়ে। সেখানেই ওস্তাদ আমান আলী খানের কাছে হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত শেখেন তিনি।
- শীঘ্রই তাঁর সুরের জাদুতে সকলের মন জয় করে জায়গা করে নেন সংগীত জগতে।
লতাজীর কিছু বিখ্যাত গান :
- অ্যায় মেরে ওয়াতান কে লোগো
- তুঝে দেখা তো ইয়ে জানা সনম
- লাগ্ যা গলে
- আপ কি নজরোনে সামঝা
- তেরে লিয়ে
- কোরা কাগজ থা ইয়ে মন মেরা
- ইত্যাদি আরো অনেক গান, যা লিখতে গেলে অনেক দিন লেগে যাবে, কারণ তিনি প্রায় ৩০,০০০ এর কাছা কাছি গান রেকর্ড করেছেন বিভিন্ন ভাষায়। এর জন্য ২০০১ সালে ভারত রত্ন পেয়েছিলেন তিনি।
পুরস্কার ও সম্মান :
- দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৮৯)
- মহারাষ্ট্র ভূষণ পুরস্কার (১৯৯৭)
- পদ্মভূষণ (১৯৬৯)
- পদ্মবিভূষণ (১৯৯৯)
- ভারতরত্ন (২০০১)
- ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘লেজিওঁ দনর’ (Légion d’honneur) এ ভূষিত হয়েছিলেন ২০০৭ সালে।
- NTR জাতীয় পুরস্কার (১৯৯৯)
- জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার (১৯৯৯)
- ANR জাতীয় পুরস্কার ইত্যাদি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছে তিনি।
মৃত্যু :
- ৮ই জানুয়ারী ২০২২-এ মৃদু উপসর্গ সহ COVID-19 ধরা পড়ার জন্য লতা মঙ্গেশকর মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের ভর্তি হন।
- কিন্তু অবশেষে স্বাস্থ্যের বিশাল অবনতির কারণে ৬ই ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন।
To check our latest Posts - Click Here