30th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
30th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে জানুয়ারি – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (30th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজের কত তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পণ্ডিত যশরাজ কালচারাল ফাউন্ডেশন’ লঞ্চ করেছেন?
(A) ১০০
(B) ৮৯
(C) ৯২
(D) ৯৫
- ২৮শে জানুয়ারী ২০২২-এ ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ-এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পণ্ডিত যশরাজ সাংস্কৃতিক ফাউন্ডেশন’ চালু করেছেন।
- ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছেন পণ্ডিত জসরাজের ছেলে শারাং দেব পণ্ডিত এবং তার মেয়ে দুর্গা যশরাজ।
- এর মূল উদ্দেশ্য হল ভারতের জাতীয় ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির রক্ষা, সংরক্ষণ, বিকাশ এবং প্রচার করা।
২. ২০২২ সালের জানুয়ারিতে, ভারত নিম্নলিখিত কোন দেশের সাথে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’-র (FTA) জন্য প্রথম দফার আলোচনা শেষ করেছে?
(A) যুক্তরাজ্য
(B) ব্রাজিল
(C) নেদারল্যান্ডস
(D) দক্ষিণ কোরিয়া
- ভারত এবং যুক্তরাজ্য ২৮শে জানুয়ারী ২০২২-এ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রথম দফা আলোচনার সমাপ্তি ঘটায়।
- আলোচনায় পণ্য ও পরিষেবার বাণিজ্য যেমন আর্থিক পরিষেবা এবং টেলিযোগাযোগ ইত্যাদি সহ ২৬টি নীতিগত ক্ষেত্রগুলি কভার করা হয়েছিল।
- ৭-১৮ই মার্চ ২০২২ তারিখের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা।
৩. নিচের কোন দলটি সম্প্রতি ‘Hockey Women’s Asia Cup’-এ ব্রোঞ্জ পদক জিতেছে?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) চীন
- ভারত মহিলা হকি দল ২৮শে জানুয়ারী ২০২২-এ হকি Hockey Women’s Asia Cup ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল।
- ওমানের মাস্কাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
৪. নিচের কোন দেশে সম্প্রতি বিশ্বের বৃহত্তম ‘খালের তালা’ (canal lock) উন্মোচন করা হয়েছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) নেদারল্যান্ডস
(C) জাপান
(D) ভারত
- ডাচ রাজা উইলেম-আলেকজান্ডার আনুষ্ঠানিকভাবে সম্প্রতি Ijmuiden Sea Lock খুলে দিয়েছেন।
- এটি বিশ্বের বৃহত্তম Sea Lock।
- এই প্রকল্পের নির্মাণ কাজ ২০১৬ সালে শুরু হয়েছিল এবং ২০২১ সালে শেষ হয়েছিল।
৫. নিচের মধ্যে কে সম্প্রতি “The $10 Trillion Dream” শিরোনামের নতুন বই প্রকাশ করেছেন?
(A) ডাঃ রেখা চৌধুরী
(B) জয়ন্ত ঘোষাল
(C) তুহিন এ সিনহা ও অঙ্কিতা ভার্মা
(D) সুভাষ চন্দ্র গর্গ
বইটিতে ২০৩০ সালের মধ্যে ভারতবর্ষের ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক দেশে পরিণত হওয়ার পদক্ষেপ গুলির সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৬. সম্প্রতি কে ‘India’s Women Unsung Heroes’ শিরোনামে বই প্রকাশিত করলেন?
(A) কিরণ দেশাই
(B) মীনাক্ষী লেখি
(C) অমিত চৌধুরী
(D) ঝুম্পা লাহিড়ী
‘ইন্ডিয়াস উইমেন আনসাং হিরোস’ শিরোনামে কমিক বই প্রকাশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী-লেখক মীনাক্ষী লেখি।
৭. কতজন সম্প্রতি ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল’ পুরস্কার পেলো?
(A) ১৯ জন
(B) ২৯ জন
(C) ৩৯ জন
(D) ৪৯ জন
- ২০২২ সালের জন্য ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ (PMRBP) ২৯ জন শিশুকে প্রদান করা হয়েছে।
- এই বিজয়ীদের মধ্যে ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত ১৫ জন ছেলে এবং ১৪ জন মেয়ে রয়েছে৷
- PMRBP পুরস্কারটি ভারত সরকার ৬টি বিভাগে ব্যতিক্রমী দক্ষতা এবং অসামান্য কৃতিত্ব সম্পন্ন শিশুদের প্রদান করে। পুরস্কারে রয়েছে নগদ ১,০০,০০০/- টাকা।
৮. কাকে সম্প্রতি IIFL Finance Limited-এর চেয়ারম্যান নিযুক্ত করা হলো?
(A) এ কে গোয়েল
(B) অজিত রায়
(C) ব্রহ্ম দত্ত
(D) অরুণ কুমার পুরওয়ার
IIFL Finance Limited :
- CEO : নির্মল জৈন
- প্রতিষ্ঠা : ১৯৯৫
৯. Wipro Company-র ম্যানেজিং ডিরেক্টর (MD)-হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হল?
(A) অরিজিৎ বসু
(B) বদ্রিনাথ শ্রীনিবাসন
(C) মহেশ কুমার শর্মা
(D) প্রশান্ত কুমার
Wipro :
- CEO : Thierry দেলাপোর্তে
- প্রতিষ্ঠাতা : এম এইচ হাসাম প্রেমজি
- বর্তমান মালিক : আজিম প্রেমজি
- প্রতিষ্ঠা : ১৯৪৫ ২৯শে ডিসেম্বর
১০. SpaceX রকেটের একটি পার্ট নিচের কোনটিতে ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে?
(A) International Space Station
(B) Mars
(C) Chinese Space Station
(D) Moon
- ২০১৫ সালে সাত বছর আগে উৎক্ষেপণ করা SpaceX রকেটের একটি অংশ এখনও মহাকাশে একটি বিশৃঙ্খল কক্ষপথে ভেসে বেড়াচ্ছে।
- জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং গণনার ভিত্তিতে, এটি ৪ঠা মার্চ, ২০২২-এ চাঁদে ক্র্যাশ হতে চলেছে।
To check our latest Posts - Click Here