Geography Notes
পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ – List of Important Gulfs
List of Important Gulfs of the World
পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ
বন্ধুরা, আজ আমরা একটু পরিচয় করে নেবো ‘উপসাগর’-এর সঙ্গে এবং কিছু গুরুত্বপূর্ণ উপসাগরের সম্পর্কে কিছু তথ্য জেনে নেবো। পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ ( List of Important Gulfs ) | Gurutwopurno Uposagor Talika |
Table of Contents
উপসাগর কি?
- উপসাগর বলতে আমরা সাধারণত ভূভাগে প্রসারিত মহাসাগর বা সমুদ্রের একটি অংশকে বুঝি। উপসাগর সাধারণত সরু অংশের মাধ্যমে সমুদ্র বা মহাসাগর বা অন্য উপসাগরের সঙ্গে সংযুক্ত থাকে।
- আরো সহজে বলতে গেলে, তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এক বৃহৎ জলভাগকে উপসাগর বলে।
- উপসাগরগুলি সাধারণত বেশ গভীর হয়। তবে সমুদ্র বা মহাসাগর থেকে মোটামুটি বিচ্ছিন্ন অবস্থায় থাকে বলে উপসাগরের জলে বেশি ঢেউ দেখা যায়না অর্থাৎ উপসাগর শান্ত প্রকৃতির হয়।
- উপসাগরকে ইংরেজিতে গালফ (Gulf) বলা হয়।
- ইংরেজিতে গালফ বলতে আমরা এমন এক বৃহৎ জলভাগের অংশকে বুঝি (উপসাগর) যা স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং যার প্রণালী বরাবর এমন একটি সরু প্রবেশপথ থাকে যা জলভাগ (উপসাগর) টিকে মহাসাগর বা সাগর থেকে পৃথক রাখে। যেমন – মক্সিকো উপসাগর।
- কিন্তু ইংরেজিতে বে (Bay) বলতে বুঝি এমন এক বৃহৎ জলভাগের অংশ (উপসাগর) যা ভূমি দ্বারা বেষ্টিত কিন্তু একটি গালফ-এর মতো এতটা ঘেরা নয়, মহাসাগর বা সাগর থেকে তেমন ভাবে আলাদা করা যায়না। যেমন – বঙ্গোপসাগর (Bay of Bengal)।
কিছু গুরুত্বপূর্ণ উপসাগর (Gulf)
নীচে কিছু গুরুত্বপূর্ণ উপসাগরের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সহ আলোচনা করা থাকলো।
মেক্সিকো উপসাগর
- এটি আটলান্টিক মহাসাগরের সীমান্তবর্তী একটি উপসাগর এবং উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত।
- বিখ্যাত মিসিসিপি নদী এই উপসাগরে এসে মিশেছে।
- মক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার মতো বিখ্যাত দেশ গুলি এই উপসাগরের উপকূলবর্তী।
- কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল এর হিংস্র হওয়ার পেছনে এই উপসাগরের প্রভাব বিদ্যমান।
বিস্কে উপসাগর
- এই উপসাগরও আটলান্টিক (উত্তর) মহাসাগরের সীমান্তবর্তী একটি উপসাগর।
- ফ্রান্সের ব্রেস্ত শহর থেকে শুরু হয়ে, ফ্রান্স-স্পেন সীমান্ত হয়ে স্পেনের উপকূল বরাবর এই উপসাগর বিস্তৃত।
পারস্য উপসাগর
- এটি পশ্চিম এশিয়ায় ইরান এবং আরব উপদ্বীপের মধ্যে অবস্থিত।
- পারস্য উপসাগর হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ভারত মহাসাগরের (ওমান উপসাগর) সাথে মিশেছে।
- পারস্য উপসাগরে উপকূল বরাবর দেশগুলি হল : ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ইরাক।
মান্নার উপসাগর
- মান্নার উপসাগর ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্ত এবং শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত।
- এটি একটি বৃহৎ অগভীর উপসাগর যা ভারত মহাসাগরের লাক্ষাদ্বীপ সাগরের অংশ।
- রামসেতু, যাকে অ্যাডামস ব্রিজও বলা হয়, মান্নার উপসাগরকে পালমা উপসাগর (পাল্ক বে) থেকে আলাদা করে, যা উত্তরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত।
মার্তাবান উপসাগর
- মার্তাবান উপসাগর বা Gulf of Mottama বার্মার (মায়ানমার) দক্ষিণ অংশে আন্দামান সাগরের একটি অংশ।
- উপসাগরটির নামকরণ করা হয়েছে বন্দর শহর মোত্তামা থেকে (পূর্বে মার্তাবান নামে পরিচিত)।
- সিটাং, সালউইন এবং ইয়াঙ্গুন নদী এই উপসাগরে মিশেছে।
পানামা উপসাগর
- পানামার উপসাগর হল পানামার দক্ষিণ উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের একটি উপসাগর।
- পানামা খাল পানামা উপসাগরকে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।
কচ্ছ উপসাগর
- এটি কচ্ছ অঞ্চলের কাছে গুজরাট রাজ্যের উপকূলে অবস্থিত। এটি ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে মিশেছে।
- কচ্ছ উপসাগরে প্রথম প্রবাল বাগান (Coral Garden) স্থাপন করা হবে।
খাম্বাত উপসাগর
- এটি কচ্ছ উপসাগরের দক্ষিণে অবস্থিত এবং এটি গুজরাটের কাথিয়াওয়ার অঞ্চলের চারপাশে ভারতের পশ্চিম উপকূল বরাবর আরব সাগরের একটি বিস্তৃতি।
- ভারতের প্রধান পশ্চিমবাহিনী নদী – নর্মদা এবং তাপ্তি খাম্বাত উপসাগরে মিশেছে।
- এটি ক্যাম্বে উপসাগর নামেও পরিচিত।
গিনি উপসাগর
- গিনি উপসাগর হল ক্রান্তীয় আটলান্টিক মহাসাগরের উত্তর-পূর্বতম অংশ।
- নিরক্ষরেখা এবং প্রাইম মেরিডিয়ান (শূন্য ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ) এর সংযোগস্থল এই উপসাগরে।
- গিনি উপসাগরে যে কয়টি নদী প্রবাহিত হয় তার মধ্যে নাইজার এবং ভোল্টা অন্যতম।
গুরুত্বপূর্ণ উপসাগরগুলির তালিকা :
পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগরগুলির তালিকা নিচে দেওয়া রইলো ।
উপসাগর | উপকূলবর্তী দেশ | কোন সাগর বা মহাসাগরে মিশেছে? |
---|---|---|
মেক্সিকো উপসাগর | মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবা | আটলান্টিক মহাসাগর |
বিস্কে/বিস্কায়া উপসাগর | ফ্রান্স, স্পেন | আটলান্টিক মহাসাগর |
পারস্য উপসাগর | ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ইরাক | ভারত মহাসাগর (ওমান উপসাগর) |
মান্নার উপসাগর | ভারত, শ্রীলংকা | ভারত মহাসাগর |
মার্তাবান উপসাগর | মায়ানমার | বঙ্গোপসাগর |
পানামা উপসাগর | কলোম্বিয়া, কোস্টা রিকা | প্রশান্ত মহাসাগর |
কচ্ছ উপসাগর | ভারত | আরব সাগর |
খাম্বাত উপসাগর | ভারত | আরব সাগর |
গিনি উপসাগর | ঘানা, টোগো, লিবেরিয়া, কঙ্গো ইত্যাদি | আটলান্টিক মহাসাগর |
আলাস্কা উপসাগর | কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র | প্রশান্ত মহাসাগর |
ওমান উপসাগর | ওমান, ইরান | আরব সাগর |
রিগা উপসাগর | এস্টোনিয়া, ল্যাটভিয়া | বল্টিক সাগর |
ক্যালিফোর্নিয়া উপসাগর | মেক্সিকো | প্রশান্ত মহাসাগর |
পাপুয়া উপসাগর | পাপুয়া নিউ গিনি | কোরাল সাগর (coral sea) |
ড্যারিয়েন উপসাগর | পানামা, ভেনেজুয়েলা | ক্যারিবিয়ান সাগর |
জোসেফ বোনাপার্ট উপসাগর | পশ্চিম অস্ট্রেলিয়া | ভারত মহাসাগর |
সেইন্ট লরেন্স উপসাগর | কানাডা | উত্তর আটলান্টিক মহাসাগর |
গেবস উপসাগর | লিবিয়া, তিউনিসিয়া | ভূমধ্যসাগর |
থাইল্যান্ড উপসাগর | থাইল্যান্ড, কম্বোডিয়া | প্রশান্ত মহাসাগর |
এডেন উপসাগর | ইয়েমেন, সোমালিয়া | আরব সাগর |
ফিনল্যান্ড উপসাগর | ফিনল্যান্ড, এস্তোনিয়া | বল্টিক সাগর |
আমুন্ডসেন উপসাগর | কানাডা | আর্কটিক মহাসাগরের বিউফোর্ট সাগর |
এরকম আরও কিছু পোস্ট :
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
বিশ্বের বৃহত্তম ৩০টি দেশের তালিকা – PD
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ – List of Important Gulfs
- File Size: 2 MB
- No. of Pages: 05
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here