কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা
দেওয়া রইলো কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তার একটি সুন্দর তালিকা।অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে একটি শব্দ দিয়ে জানতে চাওয়া হয় সেই শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে। এরকম কয়েকটি গুরুত্বপূর্ন শব্দ ও সেইগুলি কোন ভাষা থেকে এসেছে তার একটি তালিকা পরীক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া রইলো। বিভিন্ন বিদেশি শব্দের উৎস তালিকা।
বিদেশি শব্দ কাকে বলে ?
ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে যে সকল নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদের আমরা বিদেশি শব্দ হিসেবে ধরে নিতে পারি। বাংলা ভাষায় সচরাচর যে সকল বিদেশি শব্দ শুনতে পাওয়া যায় তাদের মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি শব্দের তালিকায় বেশি।
কয়েকটি শব্দ ও তাদের ভাষাগত উৎপত্তি তালিকা
বিদেশি শব্দের উদাহরণ নিচে দেওয়া রইলো।
নং | শব্দ | যে ভাষা থেকে এসেছে |
---|---|---|
১ | কলম | আরবি |
২ | কিয়ামত | আরবি |
৩ | জান্নাত | আরবি |
৪ | জাহান্নাম | আরবি |
৫ | আদালত | আরবি |
৬ | ইনসান | আরবি |
৭ | ঈদ | আরবি |
৮ | উকিল | আরবি |
৯ | কানুন | আরবি |
১০ | কিতাব | আরবি |
১১ | দোয়াত | আরবি |
১২ | নগদ | আরবি |
১৩ | বাকি | আরবি |
১৪ | মহকুমা | আরবি |
১৫ | চেয়ার | ইংরেজি |
১৬ | টেবিল | ইংরেজি |
১৭ | আফিম | ইংরেজি |
১৮ | বাক্স | ইংরেজি |
১৯ | হাসপাতাল | ইংরেজি |
২০ | বোতল | ইংরেজি |
২১ | ম্যালেরিয়া | ইতালি |
২২ | ইস্কাপন | ওলন্দাজ |
২৩ | টেক্কা | ওলন্দাজ |
২৪ | তুরুপ | ওলন্দাজ |
২৫ | রুইতন | ওলন্দাজ |
২৬ | হরতন | ওলন্দাজ |
২৭ | হরতন | ওলন্দাজ |
২৮ | কুঁড়ি | কোরক |
২৯ | খদ্দর | গুজরাটি |
৩০ | হরতাল | গুজরাটি |
৩১ | হরতাল | গুজরাটি |
৩২ | চা | চিনা |
৩৩ | চিনি | চিনা |
৩৪ | লুচি | চিনা |
৩৫ | রিক্সা | জাপানি |
৩৬ | হারিকিরি | জাপানি |
৩৭ | রিকশা | জাপানি |
৩৮ | চাকর | তুর্কি |
৩৯ | চাকু | তুর্কি |
৪০ | তোপ | তুর্কি |
৪১ | দারোগা | তুর্কি |
৪২ | চকমক | তুর্কি |
৪৩ | কাঁচি | তুর্কি |
৪৪ | কুলি | তুর্কি |
৪৫ | বাবুর্চি | তুর্কি |
৪৬ | আনারস | পর্তুগিজ |
৪৭ | চাবি | পর্তুগিজ |
৪৮ | আনারস | পর্তুগিজ |
৪৯ | আলপিন | পর্তুগিজ |
৫০ | আলমারি | পর্তুগিজ |
৫১ | গির্জা | পর্তুগিজ |
৫২ | গুদাম | পর্তুগিজ |
৫৩ | চাবি | পর্তুগিজ |
৫৪ | পাউরুটি | পর্তুগিজ |
৫৫ | পাদ্রি | পর্তুগিজ |
৫৬ | বালতি | পর্তুগিজ |
৫৭ | সাবান | পর্তুগিজ |
৫৮ | চাহিদা | পাঞ্জাবি |
৫৯ | শিখ | পাঞ্জাবি |
৬০ | কার্তুজ | ফরাসি |
৬১ | কুপন | ফরাসি |
৬২ | ডিপো | ফরাসি |
৬৩ | রেস্তোঁরা | ফরাসি |
৬৪ | রেস্তোরাঁ | ফরাসি |
৬৫ | কার্তুজ | ফরাসি |
৬৬ | খোদা | ফারসি |
৬৭ | গুনাহ | ফারসি |
৬৮ | কারখানা | ফারসি |
৬৯ | চশমা | ফারসি |
৭০ | জবানবন্দি | ফারসি |
৭১ | তারিখ | ফারসি |
৭২ | দফতর | ফারসি |
৭৩ | দরবার | ফারসি |
৭৪ | দোকান | ফারসি |
৭৫ | বেগম | ফারসি |
৭৬ | মেথর | ফারসি |
৭৭ | আদমি | ফারসি |
৭৮ | আমদানি | ফারসি |
৭৯ | জানোয়ার | ফারসি |
৮০ | বদমাস | ফারসি |
৮১ | হাঙ্গামা | ফারসি |
৮২ | হাঙ্গামা | ফারসি |
৮৩ | জানালা | ফারসি |
৮৪ | বারান্দা | ফারসি |
৮৫ | হাটবাজার | ফারসি |
৮৬ | চকলেট | মেক্সিকো |
৮৭ | চানাচুর | হিন্দি |
এরকম আরও কিছু পোস্ট :
Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ – বাংলা ব্যাকরণ
১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ
শব্দের বুৎপত্তিগত শ্রেণীবিভাগ থেকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো –
‘বালতি’ কোন বিদেশি শব্দ ?
পর্তুগীজ
‘সেতার’ কোন বিদেশি শব্দ ?
ফারসি
‘জ্যাকেট’ কোন বিদেশি শব্দ ?
ইংরেজি
‘আইন’ কোন বিদেশি শব্দ ?
আরবি
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size: 1.5 MB
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here