বাংলা ব্যাকরণ

কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা – PDF

Source of Different Bengali Words

কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা

দেওয়া রইলো কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তার একটি সুন্দর তালিকা।অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে একটি শব্দ দিয়ে জানতে চাওয়া হয় সেই শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে। এরকম কয়েকটি গুরুত্বপূর্ন শব্দ ও সেইগুলি কোন ভাষা থেকে এসেছে তার একটি তালিকা পরীক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া রইলো। বিভিন্ন বিদেশি শব্দের উৎস তালিকা।

বিদেশি শব্দ কাকে বলে ?

ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে যে সকল নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদের আমরা বিদেশি শব্দ হিসেবে ধরে নিতে পারি। বাংলা ভাষায় সচরাচর যে সকল বিদেশি শব্দ শুনতে পাওয়া যায় তাদের মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি শব্দের তালিকায় বেশি।

কয়েকটি শব্দ ও তাদের ভাষাগত উৎপত্তি তালিকা

বিদেশি শব্দের উদাহরণ নিচে দেওয়া রইলো।

নংশব্দ যে ভাষা থেকে এসেছে 
কলমআরবি 
কিয়ামতআরবি 
জান্নাতআরবি 
জাহান্নাম আরবি 
আদালতআরবি 
ইনসানআরবি 
ঈদআরবি 
উকিলআরবি 
কানুনআরবি 
১০কিতাবআরবি 
১১দোয়াতআরবি 
১২নগদআরবি 
১৩বাকিআরবি 
১৪মহকুমাআরবি 
১৫চেয়ারইংরেজি 
১৬টেবিলইংরেজি 
১৭আফিম ইংরেজি 
১৮বাক্স ইংরেজি 
১৯হাসপাতাল ইংরেজি 
২০বোতল ইংরেজি 
২১ ম্যালেরিয়া ইতালি 
২২ইস্কাপনওলন্দাজ 
২৩টেক্কাওলন্দাজ 
২৪তুরুপওলন্দাজ 
২৫রুইতনওলন্দাজ 
২৬হরতনওলন্দাজ 
২৭ হরতন ওলন্দাজ 
২৮কুঁড়ি  কোরক 
২৯খদ্দরগুজরাটি 
৩০হরতালগুজরাটি 
৩১হরতাল  গুজরাটি 
৩২চাচিনা 
৩৩চিনিচিনা 
৩৪লুচিচিনা 
৩৫রিক্সাজাপানি 
৩৬হারিকিরিজাপানি 
৩৭রিকশা  জাপানি 
৩৮চাকরতুর্কি 
৩৯চাকুতুর্কি 
৪০তোপতুর্কি 
৪১দারোগাতুর্কি 
৪২ চকমকতুর্কি 
৪৩কাঁচি তুর্কি 
৪৪কুলি  তুর্কি 
৪৫ বাবুর্চি তুর্কি 
৪৬ আনারস পর্তুগিজ
৪৭ চাবি পর্তুগিজ
৪৮আনারসপর্তুগিজ 
৪৯আলপিনপর্তুগিজ 
৫০আলমারিপর্তুগিজ 
৫১গির্জাপর্তুগিজ 
৫২গুদামপর্তুগিজ 
৫৩চাবিপর্তুগিজ 
৫৪পাউরুটিপর্তুগিজ 
৫৫পাদ্রিপর্তুগিজ 
৫৬বালতিপর্তুগিজ 
৫৭ সাবান পর্তুগিজ 
৫৮চাহিদাপাঞ্জাবি 
৫৯শিখপাঞ্জাবি 
৬০কার্তুজফরাসি 
৬১কুপনফরাসি 
৬২ডিপোফরাসি 
৬৩রেস্তোঁরাফরাসি 
৬৪রেস্তোরাঁ ফরাসি 
৬৫কার্তুজফরাসি 
৬৬খোদাফারসি 
৬৭গুনাহফারসি 
৬৮কারখানাফারসি 
৬৯চশমাফারসি 
৭০জবানবন্দিফারসি 
৭১তারিখফারসি 
৭২দফতরফারসি 
৭৩দরবারফারসি 
৭৪দোকানফারসি 
৭৫বেগমফারসি 
৭৬মেথরফারসি 
৭৭আদমিফারসি 
৭৮আমদানিফারসি 
৭৯জানোয়ারফারসি 
৮০বদমাসফারসি 
৮১হাঙ্গামাফারসি 
৮২হাঙ্গামা ফারসি 
৮৩জানালা ফারসি 
৮৪বারান্দা ফারসি 
৮৫হাটবাজার ফারসি 
৮৬ চকলেট মেক্সিকো 
৮৭ চানাচুর হিন্দি 
বিভিন্ন বাংলা শব্দের উৎপত্তিগত ভাষা তালিকা

এরকম আরও কিছু পোস্ট :

Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ – বাংলা ব্যাকরণ

সন্ধি-বিচ্ছেদ – স্বরসন্ধি

১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ

শব্দের বুৎপত্তিগত শ্রেণীবিভাগ থেকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো –

‘বালতি’ কোন বিদেশি শব্দ ?

পর্তুগীজ

‘সেতার’ কোন বিদেশি শব্দ ?

ফারসি

‘জ্যাকেট’ কোন বিদেশি শব্দ ?

ইংরেজি

‘আইন’ কোন বিদেশি শব্দ ?

আরবি

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name: কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size: 1.5 MB
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button