পদ্ম সম্মান 2022 – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022 – পদ্ম পুরস্কার ২০২২
Padma Awards 2022 : List of Winners
পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
পদ্ম সম্মান 2022 এর সম্পূর্ণ তালিকা আজকের এই পোস্টে দেওয়া রইলো । Padma Awards 2022 । প্রতিবারের মতো এবারেও ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারী পদ্ম পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হয়েছে। Padma Awards 2022 : List of Winners । পদ্ম সম্মান ২০২২। পদ্ম পুরস্কার 2022 ।
দেখে নেওয়া যাক পদ্ম পুরস্কার ২০২২ এর সম্পূর্ণ প্রাপকদের তালিকা।
Also Check : পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
২০২২ সালের পদ্ম পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
- এবছর মোট ১২৮জন পদ্ম পুরস্কার পেয়েছেন যাদের মধ্যে দুইজন যুগ্ম ভাবে পেয়েছেন।
- এই ১২৮জন পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন – ৪জন পদ্মবিভূষণ , ১৭জন পদ্মভূষণ ও ১০৭জন বিজয়ী।
- মোট ৩৪জন মহিলা এবারে পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন।
- মরণোত্তর মোট ১৩জনকে এই সম্মানে এবারে সম্মানিত করা হয়েছে ।
Also Check : জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা
উল্লেখযোগ্য পদ্ম পুরস্কার প্রাপক
জেনারেল বিপিন রাওয়তকে দেওয়া হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ (মরণোত্তর)। গত বছর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)’ বিপিন রাওয়ত।
মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভুত সিইও সত্য নাদেলা এবং অ্যালফাবেটের সিইও (এই সংস্থার মালিকানাধীন গুগল) সুন্দর পিচাইকে দেশের পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করা হয়েছে।
২০২২ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অভিনেতা ভিক্টর ব্যানার্জি ।
অভিনেতা ভিক্টর ব্যানার্জি ছাড়াও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তিনি এটি প্রত্যাখ্যান করেছেন।
যোগশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্যের জন্য স্বামী শিবানন্দজিকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে। গত বছর আগস্টে ১২৫ পেরিয়েছেন শিবানন্দ বাবা (Swami Sivananda)।
Also Check : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী তালিকা – PDF
পদ্মবিভূষণ ২০২২
২০২২ সালে মোট ৪জন পদ্মবিভূষণ পুরস্কার জিতেছেন। পদ্মবিভূষণ পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | প্রভা আত্রে | আর্ট | মহারাষ্ট্র |
২ | শ্রী রাধেশ্যাম খেমকা (মরণোত্তর ) | সাহিত্য ও শিক্ষা | উত্তরপ্রদেশ |
৩ | জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর ) | সিভিল সার্ভিস | উত্তরাখন্ড |
৪ | শ্রী কল্যাণ সিং (মরণোত্তর ) | পাবলিক অ্যাফেয়ার্স | উত্তরপ্রদেশ |
পদ্মভূষণ ২০২২
২০২২ সালে মোট ১৭জন পদ্মভূষণ পুরস্কার জিতেছেন। পদ্মভূষণ পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | শ্রী গোলাম নবী আজাদ | পাবলিক অ্যাফেয়ার্স | জম্মু ও কাশ্মীর |
২ | শ্রী ভিক্টর ব্যানার্জি | আর্ট | পশ্চিমবঙ্গ |
৩ | মিসেস গুরমিত বাওয়া (মরণোত্তর) | আর্ট | পাঞ্জাব |
৪ | শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য | পাবলিক অ্যাফেয়ার্স | পশ্চিমবঙ্গ |
৫ | শ্রী নটরাজন চন্দ্রশেখরন | বাণিজ্য ও শিল্প | মহারাষ্ট্র |
৬ | শ্রী কৃষ্ণ এলা ও শ্রীমতী সুচিত্রা এলা (যুগ্ম ) | বাণিজ্য ও শিল্প | তেলেঙ্গানা |
৭ | মিসেস মধুর জাফরি | অন্যান্য – রন্ধনসম্পর্কীয় | আমেরিকা |
৮ | শ্রী দেবেন্দ্র ঝাঝারিয়া | খেলাধুলা | রাজস্থান |
৯ | শ্রী রশিদ খান | আর্ট | উত্তর প্রদেশ |
১০ | শ্রী রাজীব মেহর্ষি | সিভিল সার্ভিস | রাজস্থান |
১১ | শ্রী সত্য নারায়ণ নাদেলা | বাণিজ্য ও শিল্প | আমেরিকা |
১২ | শ্রী সুন্দররাজন পিচাই | বাণিজ্য ও শিল্প | আমেরিকা |
১৩ | শ্রী সাইরাস পুনাওয়ালা | বাণিজ্য ও শিল্প | মহারাষ্ট্র |
১৪ | শ্রী সঞ্জয় রাজারাম (মরণোত্তর ) | বিজ্ঞান ও প্রযুক্তি | মেক্সিকো |
১৫ | প্রতিভা রে | সাহিত্য ও শিক্ষা | ওড়িশা |
১৬ | স্বামী সচ্চিদানন্দ | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
১৭ | শ্রী বশিষ্ট ত্রিপাঠি | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
পদ্মশ্রী ২০২২
২০২২ সালে মোট ১০৭জন পদ্মশ্রী পুরস্কার জিতেছেন। পদ্মশ্রী পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | শ্রী প্রহ্লাদ রায় আগরওয়ালা | বাণিজ্য ও শিল্প | পশ্চিমবঙ্গ |
২ | প্রফেসর নাজমা আখতার | সাহিত্য ও শিক্ষা | দিল্লি |
৩ | শ্রী সুমিত আঁতিল | খেলাধুলা | হরিয়ানা |
৪ | শ্রী টি সেনকা আও | সাহিত্য ও শিক্ষা | নাগাল্যান্ড |
৫ | কমলিনী আস্থানা ও নলিনী আস্থানা (যুগ্ম ) | আর্ট | উত্তরপ্রদেশ |
৬ | শ্রী সুব্বান্না আইয়াপ্পান | বিজ্ঞান ও প্রযুক্তি | কর্ণাটক |
৭ | শ্রী জে কে বাজাজ | সাহিত্য ও শিক্ষা | দিল্লি |
৮ | শ্রী শির্পী বালাশুভ্রামানিয়াম | সাহিত্য ও শিক্ষা | তামিলনাড়ু |
৯ | শ্রীমদ বাবা বালিয়া | সমাজসেবা | ওড়িশা |
১০ | সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় | বিজ্ঞানও প্রযুক্তি | পশ্চিমবঙ্গ |
১১ | মাধুরী বার্থওয়াল | আর্ট | উত্তরাখণ্ড |
১২ | শ্রী আখোনে আসগর আলী বাশারত | সাহিত্য ও শিক্ষা | লাদাখ |
১৩ | ডাঃ হিম্মতরাও বাওয়াস্কর | মেডিসিন | মহারাষ্ট্র |
১৪ | শ্রী হরমহিন্দর সিং বেদী | সাহিত্য ও শিক্ষা | পাঞ্জাব |
১৫ | শ্রী প্রমোদ ভগত | খেলাধুলা | ওড়িশা |
১৬ | শ্রী এস বালেশ ভজনত্রী | আর্ট | তামিলনাড়ু |
১৭ | শ্রী খান্ডু ওয়াংচুক ভুটিয়া | আর্ট | সিকিম |
১৮ | শ্রী মারিয়া ক্রিস্টোফার বাইরস্কি | সাহিত্য ও শিক্ষা | পোল্যান্ড |
১৯ | আচার্য চন্দনাজী | সমাজসেবা | বিহার |
২০ | সুলোচনা চ্যাবন | আর্ট | মহারাষ্ট্র |
২১ | শ্রী নীরজ চোপড়া | খেলাধুলা | হরিয়ানা |
২২ | শ্রীমতি শকুন্তলা চৌধুরী | সমাজসেবা | আসাম |
২৩ | শ্রী শঙ্করনারায়ণ মেনন চুন্দাইল | খেলাধুলা | কেরালা |
২৪ | Shri S Damodaran | সমাজসেবা | তামিলনাড়ু |
২৫ | শ্রী ফয়সাল আলী দার | খেলাধুলা | জম্মু ও কাশ্মীর |
২৬ | শ্রী জগজিৎ সিং দারদি | বাণিজ্য ও শিল্প | চন্ডিগড় |
২৭ | ডাঃ প্রকার দাসগুপ্ত | মেডিসিন | ইউনাইটেড কিংডম |
২৮ | শ্রী আদিত্য প্রসাদ দাশ | বিজ্ঞান ও প্রযুক্তি | ওড়িশা |
২৯ | ডাঃ লতা দেশাই | মেডিসিন | গুজরাট |
৩০ | শ্রী মালজী ভাই দেশাই | পাবলিক অ্যাফেয়ার্স | গুজরাট |
৩১ | বাসন্তী দেবী | সমাজসেবা | উত্তরাখণ্ড |
৩২ | শ্রীমতি লোরেম্বাম বিনো দেবী | আর্ট | মনিপুর |
৩৩ | মুক্তামণি দেবী | বাণিজ্য ও শিল্প | মনিপুর |
৩৪ | সুশ্রী শ্যামামণি দেবী | আর্ট | ওড়িশা |
৩৫ | শ্রী খলিল ধনতেজভী (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
৩৬ | শ্রী সাভাজি ভাই ঢোলাকিয়া | সমাজসেবা | গুজরাট |
৩৭ | শ্রী অর্জুন সিং ধুরভে | আর্ট | মধ্য প্রদেশ |
৩৮ | ডঃ বিজয়কুমার বিনায়ক ডোংরে | মেডিসিন | মহারাষ্ট্র |
৩৯ | শ্রী চন্দ্রপ্রকাশ দ্বিবেদী | আর্ট | রাজস্থান |
৪০ | শ্রী ধনেশ্বর ইংটি | সাহিত্য ও শিক্ষা | আসাম |
৪১ | শ্রী ওম প্রকাশ গান্ধী | সমাজসেবা | হরিয়ানা |
৪২ | শ্রী নরসিংহ রাও গড়িকাপতি | সাহিত্য ও শিক্ষা | অন্ধ্রপ্রদেশ |
৪৩ | শ্রী গিরিধারী রাম ঘোঁজু (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | ঝাড়খন্ড |
৪৪ | শ্রী শৈবাল গুপ্ত (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | বিহার |
৪৫ | শ্রী নরসিংহ প্রসাদ গুরু | সাহিত্য ও শিক্ষা | ওড়িশা |
৪৬ | শ্রী গোসাভেদু শাইক হাসান (মরণোত্তর) | আর্ট | অন্ধ্রপ্রদেশ |
৪৭ | শ্রী রিউকো হীরা | বাণিজ্য ও শিল্প | জাপান |
৪৮ | সোসাম্মা আইপে | অন্যান্য – পশুপালন | কেরালা |
৪৯ | শ্রী অবধ কিশোর জাদিয়া | সাহিত্য ও শিক্ষা | মধ্য প্রদেশ |
৫০ | সওকার জানকী | আর্ট | তামিলনাড়ু |
৫১ | তারা জওহর | সাহিত্য ও শিক্ষা | দিল্লি |
৫২ | মিসেস বন্দনা কাটারিয়া | খেলাধুলা | উত্তরাখণ্ড |
৫৩ | শ্রী এইচ আর কেশবমূর্তি | আর্ট | কর্ণাটক |
৫৪ | শ্রী রাটগার কর্টেনহর্স্ট | সাহিত্য ও শিক্ষা | আয়ারল্যান্ড |
৫৫ | শ্রী পি নারায়ণ কুরুপ | সাহিত্য ও শিক্ষা | কেরালা |
৫৬ | অবনী লেখারা | খেলাধুলা | রাজস্থান |
৫৭ | মতি লাল মদন | বিজ্ঞান ও প্রযুক্তি | হরিয়ানা |
৫৮ | শ্রী শিবনাথ মিশ্র | আর্ট | উত্তর প্রদেশ |
৫৯ | ডঃ নরেন্দ্র প্রসাদ মিশ্র (মরণোত্তর) | মেডিসিন | মধ্য প্রদেশ |
৬০ | শ্রী দর্শনাম মোগিলাইয়া | আর্ট | তেলেঙ্গানা |
৬১ | শ্রী গুরুপ্রসাদ মহাপাত্র (মরণোত্তর) | সিভিল সার্ভিস | দিল্লি |
৬২ | শ্রী থাভিল কোঙ্গামপাট্টু এ ভি মুরুগাইয়ান | আর্ট | পুদুচেরি |
৬৩ | আর মুথুকান্নাম্মল | আর্ট | তামিলনাড়ু |
৬৪ | শ্রী আব্দুল খাদের নাদাকাত্তিন | অন্যান্য – Grassroots Innovation | কর্ণাটক |
৬৫ | শ্রী অমাই মহালিঙ্গ নায়েক | অন্যান্য – কৃষি | কর্ণাটক |
৬৬ | শ্রী তসেরিং নামগিয়াল | আর্ট | লাদাখ |
৬৭ | শ্রী এ কে সি নটরাজন | আর্ট | তামিলনাড়ু |
৬৮ | শ্রী ভি এল এনঘাকা | সাহিত্য ও শিক্ষা | মিজোরাম |
৬৯ | শ্রী সোনু নিগম | আর্ট | মহারাষ্ট্র |
৭০ | শ্রী রাম সহায় পান্ডে | আর্ট | মধ্য প্রদেশ |
৭১ | শ্রী চিরপাট প্রপাণ্ডবিদ্যা | সাহিত্য ও শিক্ষা | থাইল্যান্ড |
৭২ | শ্রীমতি কে ভি রাবিয়া | সমাজ সেবা | কেরালা |
৭৩ | শ্রী অনিল কুমার রাজবংশী | বিজ্ঞান ও প্রযুক্তি | মহারাষ্ট্র |
৭৪ | শ্রী শীষ রাম | আর্ট | উত্তর প্রদেশ |
৭৫ | শ্রী রামচন্দ্রাইয়া | আর্ট | তেলেঙ্গানা |
৭৬ | ডঃ সুঙ্করা ভেঙ্কটা আদিনারায়ণ রাও | মেডিসিন | অন্ধ্র প্রদেশ |
৭৭ | সুশ্রী গামিত রমিলাবেন রায়সিংভাই | সমাজ সেবা | গুজরাট |
৭৮ | শ্রীমতি পদ্মজা রেড্ডি | আর্ট | তেলেঙ্গানা |
৭৯ | গুরু তুলকু রিনপোচে | অন্যান্য – আধ্যাত্মবাদ | অরুণাচল প্রদেশ |
৮০ | শ্রী ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকর | খেলাধুলা | গোয়া |
৮১ | শ্রী বিদ্যানন্দ সারেক | সাহিত্য ও শিক্ষা | হিমাচল প্রদেশ |
৮২ | শ্রী কালী পদ সরেন | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
৮৩ | ডঃ বীরস্বামী সেশিয়া | মেডিসিন | তামিলনাড়ু |
৮৪ | মিসেস প্রভাবেন শাহ | সমাজ সেবা | দাদরা নগর হাভেলি ও দমন দিউ |
৮৫ | শ্রী দিলীপ শাহানি | সাহিত্য ও শিক্ষা | দিল্লি |
৮৬ | শ্রী রাম দয়াল শর্মা | আর্ট | রাজস্থান |
৮৭ | শ্রী বিশ্বমূর্তি শাস্ত্রী | সাহিত্য ও শিক্ষা | জম্মু ও কাশ্মীর |
৮৮ | শ্রীমতি তাতিয়ানা লভোভনা শৌমিয়ান | সাহিত্য ও শিক্ষা | রাশিয়া |
৮৯ | শ্রী সিদ্ধলিঙ্গাইয়া (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | কর্ণাটক |
৯০ | শ্রী কাজী সিং | আর্ট | পশ্চিমবঙ্গ |
৯১ | শ্রী কনসাম ইবোমচা সিং | আর্ট | মনিপুর |
৯২ | শ্রী প্রেম সিং | সমাজ সেবা | পাঞ্জাব |
৯৩ | শ্রী শেঠ পাল সিং | অন্যান্য -কৃষি | উত্তর প্রদেশ |
৯৪ | শ্রীমতি বিদ্যা বিন্দু সিং | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
৯৫ | বাবা ইকবাল সিং জি | সমাজ সেবা | পাঞ্জাব |
৯৬ | ডঃ ভীমসেন সিংহল | মেডিসিন | মহারাষ্ট্র |
৯৭ | শ্রী শিবানন্দ | অন্যান্য -যোগা | উত্তর প্রদেশ |
৯৮ | শ্রী অজয় কুমার সোনকার | বিজ্ঞান ও প্রযুক্তি | উত্তর প্রদেশ |
৯৯ | শ্রীমতি অজিতা শ্রীবাস্তব | আর্ট | উত্তর প্রদেশ |
১০০ | সদগুরু ব্রহ্মেশানন্দ আচার্য স্বামী | অন্যান্য – আধ্যাত্মবাদ | গোয়া |
১০১ | ডাঃ বালাজি তাম্বে (মরণোত্তর) | মেডিসিন | মহারাষ্ট্র |
১০২ | শ্রী রঘুবেন্দ্র তানওয়ার | সাহিত্য ও শিক্ষা | হরিয়ানা |
১০৩ | ডঃ কমলাকর ত্রিপাঠী | মেডিসিন | উত্তর প্রদেশ |
১০৪ | শ্রীমতি ললিতা ভাকিল | আর্ট | হিমাচল প্রদেশ |
১০৫ | শ্রীমতি দুর্গা বাই ব্যাম | আর্ট | মধ্য প্রদেশ |
১০৬ | শ্রী জয়ন্তকুমার মগনলাল ব্যাস | বিজ্ঞান ও প্রযুক্তি | গুজরাট |
১০৭ | শ্রীমতি ব্যাডপ্লিন ওয়ার | সাহিত্য ও শিক্ষা | মেঘালয় |
Download Section
- File Name : পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022 – বাংলা কুইজ
- File Size : 3 MB
- No. of Pages: 08
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here